নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ সামাজিকতা আর নাই

ফুলঝুরি

রঙ ভালো লাগেনা তাই সাদা কালো স্বপ্ন দেখি যেখানে কোন মিথ্যে নেই

ফুলঝুরি › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার অপব্যবহার

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

দুইটি ঘটনা
১)কোন মেয়ে যদি মা না হতে পারে তবে এখানে সেই মেয়ের দোষ টা কোথায়?বিয়ের পর এই মেয়েটির স্বামি বলতো তোমার যদি কোনো সন্তান না হয় তাতেও কিছু যায় আসবেনা।বছর দুয়েক পার হবার যখন সত্যি মেয়েটির সন্তান হচ্ছিলনা তখন তার স্বামির ও তার পরিবারের আসল রুপ দেখা দিল।দ্বিতিয় বিয়ের জন্য প্রতিদিন অমানবিক অত্যাচার। এইসব কিছু সহ্য করতে না পেরে নিরুপায় হয়েই অনুমতি দেয়া। এখন প্রশ্ন হলো এই লোকটির পরবর্তী স্ত্রিরও যদি সন্তান না হয় তবে কি হবে?
২)এই ঘটনাটি উপরের ঘটনার উল্টো -এখানে মেয়েটির এত দ্রুত সন্তান হইলো কেন তার স্বামি ও তার পরিবারের অভিজোগ।দুই সন্তান হবার পর মেয়েটি বুঝতে পারে যে তার গুনধর স্বামির অন্য মেয়ের সাথে সম্পরক আছে। আর এই অপকান্ডে তার স্বামির পরিবারও জরিতো।এমন কুসন্তান এর পক্ষে সাই দেয়ার আগে একটু ভাবা উচিত তার মেয়ের সাথে যদি এমন কিছু হই তবে তাদের কেমন লাগবে।
মধু খাওয়ার যদি এতই সখ হয় যেকোনো এক জায়গার মধু খাওয়াই ভাল নয়কি?
যেই মেয়ে তোমাকে এতো ভালবাসে তার ভালবাসার অপব্যবহার করা কি ঠিক?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

খায়রুল আহসান বলেছেন: দুটোই বেঠিক।

২| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

জিরো ডাইমেনশন বলেছেন: কি বলব বুঝতেছি না। মানুষকে ভালো মানুষ হবার আগে প্রথমে মানুষ হতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.