নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ সামাজিকতা আর নাই

ফুলঝুরি

রঙ ভালো লাগেনা তাই সাদা কালো স্বপ্ন দেখি যেখানে কোন মিথ্যে নেই

ফুলঝুরি › বিস্তারিত পোস্টঃ

চরিত্রবান /সত হতে হলে কি উচ্চ শিক্ষিত হতে হয়????

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

আমদের দেশে উচ্চ শিক্ষিত হলেই মানুষ ভাবে এরা চরিত্রবান আর সৎ।আসলেই কি তাই। আমার দেখা এমন কিছু উচ্চ শিক্ষিত মানুষ আছে যারা সৎ চরিত্রবান কোনটাই না। আপনার সাথে মিসবে আবার আপনার বউ/বোনের সাথেই লুচ্চামি করবে। আবার এমন কিছু মেয়েও আছে যারা আপনাকে ভাবি/আপু বলতে অস্থির কিন্তু আপনার পেছনেই যে আপনার জামাই এর সাথে রস ছরাছরি করছে আপনি বুঝতেও পারবেন না।
কথাই আছে না অতি ভক্তি চোরের লক্ষন।তাই এমন কিছু দেখলেই পশ্চাতপদে লাথি মেরে বিদেই করুন।
যেখানে সারথ্য ছাড়া আপন ভাই বোন বাবা মা কেউ কাছে থাকেনা। সেখানে বাইরের কেও অতি ভক্তি করলে কি হবে বুঝতেই পারছেন।এমন উচ্চ শিক্ষিত না হইলাম।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

রেসিমিক সিরামিক বলেছেন: বাহহ! অনেক মজার।

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

ফুলঝুরি বলেছেন: মজার কি দেখলেন এখানে?

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫

রেসিমিক সিরামিক বলেছেন: আপনার জামাই এর সাথে রস ছরাছরি করছে আপনি বুঝতেও পারবেন না। 'এই লাইনটা লেখার সময় আপনার মুখের প্রতিকৃতি কেমন হয়েছিল তা একটু কল্পনা করলাম তো তাই।

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

ফুলঝুরি বলেছেন: কল্পনা করে কেমন দেখলেন। জামাই না দেখে যদি যদি অন্যকিছু কল্পনা করতেন তবে বুঝতাম ঠিক কল্পনা করেছেন।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

রেসিমিক সিরামিক বলেছেন: কেমন কল্পনা করলাম সেটা জানতে হলে আমাকে বলতে হবে আপনি ছেলে না মেয়ে? ছেলে হলে কল্পনা একরকম আর মেয়ে হলে আরেক রকম।

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯

ফুলঝুরি বলেছেন: আপনি আমার কমেন্ট টা ঠিক মতো পরেন নি মনে হয়।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১২

রেসিমিক সিরামিক বলেছেন: অনেক কঠিন ভাষা, ভুল বুঝলে অর্থ খোলাসা করুন।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কথা সত্য কিন্তু মনতো মানে না খালি ক্যামন যেন করে :)

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

ফুলঝুরি বলেছেন: ধন্যবাদ। তবে মন টাকে বেশি কেমন কেমন করতে দিয়েন না।তাইলেই বিপ্পদে পরবেন।তখন আমও যাবে বস্তাও যাবে

৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

রানার ব্লগ বলেছেন: চরিত্রবান বা সৎ হতে হলে শিক্ষার কোন দরকার নাই

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

ফুলঝুরি বলেছেন: ধন্যবাদ। ঠিক বলেছেন।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮

রানার ব্লগ বলেছেন: আক্ষরিক অর্থে চরিত্রবান বা সৎ কেউ কে পাওায়া যাবে কি না আমি সন্দিহান। আমি নিজেকে দিয়ে বোলতে পারি আমি মোটেও চরিত্রবান বা সৎ নই ।

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

ফুলঝুরি বলেছেন: এই সত্য কথা টা বলার সৎ সাহস লাগে।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

রানার ব্লগ বলেছেন: আমি দুশ্চরিত্র এক জোন , দেখিয়া দিলাম সাহস, কি দিবেন বলেন ।

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

ফুলঝুরি বলেছেন: দুসচরিত্র কে আর কি দেয়া যায়। তা কোন দিক দিয়ে আপনার চরিত্র নেই।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

আরণ্যক রাখাল বলেছেন: ফালতু

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

ফুলঝুরি বলেছেন: কি ফালতু রাখাল?

১০| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২০

আখেনাটেন বলেছেন: 'অতি ভক্তি চোরের লক্ষন।তাই এমন কিছু দেখলেই পশ্চাতপদে(পশ্চাৎদেশে) লাথি মেরে বিদেই করুন'----হুম বুজলুম। এটা শুরু করলে গোটা দেশে লাথালাথি শুরু হয়ে যাবে। কারণ 'সৎ' শব্দটা বাংগালী চরিত্রের সাথে খুব একটা যায় না।

১১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

রানার ব্লগ বলেছেন: এইতো বিপদে ফেললেন এখন আমার চরিত্র নিয়ে বসতে হবে। শেষে না কেঁচো খুড়তে সাপ বেরিয়ে আসে।

১২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব লেভেলেই ভালো খারাপ আছে।

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৬

বাক স্বাধীনতা বলেছেন: হবে না।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৫

দেবজ্যোতিকাজল বলেছেন: বাড়ি কোথায় ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.