নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

এই বাংলাদেশ কি চেয়েছিলাম আমরা ?

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৮

গত কয়েক বছরে চাপাতির আঘাতে যে সব হত্যাকাণ্ড ঘটেছে, সব ক্ষেত্রে খুনিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল!
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে একথা বলার ঘণ্টাখানেকের মধ্যে গতকাল রাজধানীর কলাবাগানে কুপিয়ে হত্যা করা হয় দুজনকে!!
এদিন সকালে গাজীপুরের কাশিমপুরে খুন করা হয় সাবেক এক কারারক্ষীকে।
আর দুদিন আগে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী।
এছাড়া চলতি মাসের ছয় তারিখে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র নাজিমুদ্দিন সামাদকে, যিনি ধর্মান্ধতার বিরুদ্ধে অনলাইনে লেখালেখিতে সক্রিয় ছিলেন।
গত বেশ কবছরে লেখক, শিক্ষক, অনলাইন অ্যাকটিভিস্ট, ভিন্ন মতের ইসলামী ভাবধারা অনুসারী ও বিদেশির পর এবার দুর্বৃত্তের চাপাতির আঘাতে মারা গেলেন সমকামীদের অধিকার নিয়ে সোচ্চার এক কর্মী।
রাজশাহীতে বিশ্ববিদ্যালয় অধ্যাপক হত্যাকাণ্ডের দুদিনের মাথায় সোমবার বিকালে রাজধানীর কলাবাগানের লেক সার্কাসে ঘরে ঢুকে কুপিয়ে খুন করা হয় জুলহাজ মান্নান ও তার বন্ধু এক নাট্যকর্মীকে।
যুক্তরাষ্ট্রের বৈদেশিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ (৩৫) সমকামীদের অধিকার প্রতিষ্ঠার সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন।
কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু পুলিশ জানায়নি। তবে গত কয়েক বছরে ব্লগার, অনলাইন অ্যাকটিভিস্ট খুন যেভাবে হয়েছিল, জুলহাজ হত্যাকাণ্ডও ঘটেছে একইভাবে।
গত শনিবার রাজশাহী নগরীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংস্কৃতিকর্মী এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে একই ভাবে কুপিয়ে হত্যার সঙ্গেও জঙ্গিদের দিকেই আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহের তীর।
বিশ্ববিদ্যালয় শিক্ষক খুনের দুদিনের মাথায় সোমবার সকালে গাজীপুরের কাশিমপুরের কারাফটকের কাছে এক সাবেক কারারক্ষী খুনের পর এগুলোকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলার কয়েক ঘণ্টার মধ্যে জুলহাজসহ দুজনকে হত্যা করা হয়।
গত ১২ বছরে এ ধরনের যতো হামলা ও হত্যাকান্ড সংঘটিত হয়েছে তার একটি খতিয়ান নীচে তুলে দিচ্ছি ।
২০০৪ সালের ২৭ শে ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক ড, হুমায়ুন আজাদকে কুপিয়ে জখম করা হয় এবং একই বছর ১২ আগস্ট তিনি মারা যান
২০০৪ সালের ২৪ শে ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যপক ইউনুসকে বিনোদপুরে কুপিয়ে হত্যা করা হয় ।
২০১৩ সালের ১৫ই ফেব্রুয়ারী রাতে গণজাগরন মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ হায়দার রাজীবকে পল্লবীর বাসার সামনের রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়।
২০১৩ সালের ৯ই এপ্রিল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ রায়হান দ্বীপকে নজরুল ইসলাম হলে কুপিয়ে জখম করা হয় এবং ৮৩ দিন সংজ্ঞাহীন থেকে মারা যায় ।
২০১৩ সালের ২১শে ডিসেম্বর সন্ধ্যায় গোপিবাগে কথিত পীর লুতফর রহমান সহ ৬জনকে গলাকেটে হত্যা করা হয় ।
২০১৪ সালের ১লা আগস্ট সাভারে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার আশরাফুলকে গলা কেটে হত্যা করা হয়।
২০১৪ সালের ২৭শে আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাসায় গলা কেতে হত্যা করা হয় টেলিভিশনের ইসলামি অনুস্টানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকীকে ।
২০১৪ সালের ১৫ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
২০১৫ সালের ২৬শে ফেব্রুয়ারী সন্ধ্যায় একুশের বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাপাতির কপে মারা যান মুক্তমনা লেখক অভিজিত রায় । হামলায় গুরুতর আহত হন তার স্ত্রী ।
২০১৫ সালের ৩০শে এপ্রিল তেজগায়ে নিজ বাসা থেকে বের হবার পরেই রাস্তায় খুন হন অনলাই এক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু ।
২০১৫ সালের ১২ই মে সিলেটে নিজ বাসা থেকে বের হয়ে অফিস যাবার পথে খুন হন মুক্তমনা লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ। তিনিও গণজাগরন মঞ্চের সাথে যুক্ত ছিলেন।
২০১৫ সালের ৭ই আগস্ট দিন-দুপুরে গোড়ানের একটি বাসার ৫ম তলায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয় গনজাগরন মঞ্চের আরেক কর্মী নীলাদ্রি চট্টোপাধ্যায় নীলয়কে ।
২০১৫ সালের ৪ঠা সেপ্টেম্বরে চট্টগ্রামে এক ফকিরের আস্তানায় ফকিরসহ ২জনকে গলা কেতে হত্যা শেষে বোমা ফাটিয়ে দূর্বত্তরা পালিয়ে যায় ।
২০১৫ সালের ২৮শে সেপ্টেম্বর কুটনীতিক পাড়া গুলশানে ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা কে গুলি করে হত্যা করা হয়।
২০১৫ সালের ৪ ঠা অক্টোবর রংপুরের কাউনিয়ায় মুখোশধারীদের গুলিতে নিহত হন জাপানী নাগরিক হোশিও কুনিও। যিনি জমি লীজ নিয়ে এলাকায় একটি ঘাসের খামার গড়ে তুলেছিলেন।
২০১৫ সালের ৫ অক্টোবর পাবনার ঈশ্বরদীর ব্যাপটিস্ট মিশনের ফেইথ বাইবেল চার্চ অফ গড এর ফাদার লুক সরকারকে গলা কেটে হত্যার চেস্টা করা হয়।
একইদিনে নিজবাড়ির খানকাহ শরিফে খুন হন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান খিজির হায়াত খান।
২০১৫ সালের ২২ শে অক্টোবর ঢাকার গাবতলীতে একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে পুলিশের এক এসআই কে ছুরি মেরে খুন করা হয়।
২০১৫ সালের ২২ শে অক্টোবর রাজধানীর ঢাকায় হোসনী দালানে শিয়া সম্প্রদায়ের মহরমের তাজিয়া মিছিলের প্রস্তুতি নেয়ার সময়
গ্রেনেড হামলা করা হলে ২জন নিহত ও শতাধিক আহত হয়।
২০১৫ সালের ৩১ শে অক্টোবর হামলা হয় অভিজিত রায়ের বইয়ের দুই প্রকাশনীতে । লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালিয়ে প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ ৩জন কে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
একইদিনে বিকেলে শাহবাগের আজিজ মার্কেটের ৩য় তলায় জাগতি প্রকাশনীর কার্যালয়ে হামলা চালিয়ে প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে খুন করা হয়।
২০১৫ সালের ৪ নভেম্বর আশুলিয়ার পুলিশের এক নিরাপত্তা তল্লাশীচৌকিতে হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করা হয় শিল্প পুলিশের এক কনেস্টবলকে।
২০১৫ সালের ৮ই নভেম্বর রংপুর শহরে বাহাই সম্প্রদায়ের এক নেতাকে গুলি করে হত্যার চেস্টা করেন মোটর সাইকেলে আসা তিন
যুবক।
২০১৫ সালের ১০ নভেম্বর রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈটার মোড়ের এক মাঝারের এক খাদেমকে এলোপাথারি কুপিয়ে এবং গলা কেটে হত্যা করা হয়।
একইদিনে ঢাকা সেনানিবাসের প্রবেশমুখে তল্লাশিকালে মিলিটারি পুলিশ সদস্য ল্যান্স কর্পোরাল সামিদুল হককে হত্যার চেস্টা করা হয়।
২০১৫ সালের ১৮ই নভেম্বর দিনাজপুরে ইতালীয় নাগরিক পাদ্রী পারোলারীকে গুলি করে হত্যার চেস্টা করা হয়।
২০১৫ সালের ২৬ শে নভেম্বর মাগরেব নামাজের সময় বগুড়ার শিবগঞ্জের হরিপুরের এক শিয়া মসজিদে ঢুকে গুলি চালানো হয়। ঘটনাস্থলে মারা যান মুয়াজ্জিন এবং আহত হন আরো ৪জন।
২০১৫ সালের ৪ ডিসেম্বর দিনাজপুরের ইতিহাসখ্যাত কান্তজীর মন্দির প্রাংগনে মেলা চলাকালীন বোমা হামলা হয়।
২০১৫ সালের ১০ ডিসেম্বর বগুড়ার কাহারোলে ইসকনের এক মন্দিরে ঢুকে বোমা হামলা ও গুলিবর্ষন করা হয়। অনেক আহত হয়।
একইদিনে চুয়াডাংগায় খুন হন বাউল উতসবের একজন আয়োজক এবং পরেরদিন তার লাশ পাওয়া যায় ।
২০১৫ সালের ১৮ই ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ মসজিদে জুম্মার নামাজে আত্মঘাতী বোমা হামলা হয়। এ ঘটনায় ৬জন আহত ও দুইজন গ্রেফতার হন।
২০১৫ সালের ২৫শে ডিসেম্বর রাজশাহী জেলার বাগমারায় আহমদীয়া মসজিদে আত্মঘাতি হামলায় ১জন নিহত ও বেশ কজন আহত হন।
২০১৬ সালের ৮ই এপ্রিল রাতে ঢাকার সুত্রাপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ,গনজাগরন মঞ্চের কর্মী ও মুক্তমনা লেখক নাজিমুদ্দীন সামাদকে কুপিয়ে হত্যা করা হয়।
২০১৬ সালের ২৩ শে এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করা হয়।
২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানে সন্ধ্যায় বাসায় ঢুকে খুন করা হয় সমঅধিকার নিয়ে সোচ্চার কর্মী জুলহাজ ও তার বন্ধু এক নাট্যকমীকে।

লিখে আসলেই শেষ করা যাবে না, তালিকা আরো দীর্ঘ হবে ।
মনে হচ্ছে আমাদের মত্যুর মিছিল আরো দীর্ঘ ।
এই রকম নিরাপত্তাহীন ,বাক ও মুক্ত মতপ্রকাশের স্বাধীনতাবিহীন দেশ কি আমরা চেয়েছিলাম?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৪

অজানা আমি ৭১ বলেছেন: দেশের এই অবস্থা হবে জানলে, আমার মনে হয় আমাদের পূর্বপুরুষরা এই দেশের জন্য জীবন দিত না ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.