নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

অাব্দুস সালামের মুক্তি চাই

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৬


রাস্ট্রের কাছে ন্যায়বিচার চাইতে পারে যে কোন নাগরিক। অপরাধের ধরন অনুযায়ী বিচারে সাজা হওয়া না হওয়ার নির্ধারনের এখতিয়ার আদালতের। যে কোন মামলার চার্জশীট হলে বিচার প্রক্রিয়ায় আসামীর আইনজীবি জামিনের আবেদনও করতে পারেন। কিন্তু মতাদর্শগত পার্থক্য বা সরকারের বিরাগভাজনের কারনে কেউ অন্যায়ভাবে কারাগারে আটক থাকবে, এটা কোন গনতান্ত্রিক রাস্ট্রের চরিত্র বহন করে না।
একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের কারাবাস পুর্তির দুই বছর । গনতান্ত্রিক ব্যবস্থার প্রতি মানুষের অাস্থার প্রতি সম্মান জানিয়ে গণমাধ্যমের স্বাধীনতার জন্য অবিলম্বে অাব্দুস সালামের মুক্তি চাই ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



রাস্ট্র আবদুস সালামদের পকেটেই থাকে; আপনি সামনে যেই পানি দেখছেন, উহা মরিচিকা মাত্র।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অবসরের আগে একটু একটু খানি অবসর!

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুরঞ্জিত কইছিল না, বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়েনা। আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পক্ষের লোক হলেও 'তেনার' বিপক্ষে গেলে একশান নিবেন তিনি। মান্নাকে দেখছেন তো কতদিন জেলের ভাত খাওয়াইলো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.