নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

জয় হোক নারীর, এগিয়ে যাক বাংলাদেশ

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৭

একসময় উত্তরবংগ ছিল মংগা,ক্ষুধা,অভাব, দারিদ্র্যপীড়িত অঞ্চল।ধারনায় ছিল ধর্মীয় কুসংস্কার, অশিক্ষায় পশ্চাদপদ একটি এলাকা।কিন্তু বিগত বেশ ক'বছরে মংগা দূর হয়েছে জানি। কিন্তু এখানে না এলে জানতাম না নারীরা কিভাবে সকল পশ্চাদপদতার বেড়াজাল ভেংগে শিক্ষা দীক্ষায় এগিয়ে আসছে। সুদুর গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা সদর ও পার্শ্ববর্তী গ্রামের পথে পথে চোখে পড়লো অসংখ্য নারী ও কিশোরীদের সাইকেল চালিয়ে স্কুল, কলেজ ও হাট বাজারে যেতে। দেখলাম না কোথাও কেউ তাদের কোন বিদ্রুপ বা কটাক্ষ করতে। বরং নারীদের সাইকেল চালানোকে সবাই স্বাভাবিক মনে করেন ।
রাত সাড়ে নয়টায় সুন্দরগঞ্জ হতে মোটর সাইকেলে বামনডাংগা যেতে চোখে পড়লো শিক্ষকের কাছে পড়াশেষে একা বা দলবেধে কিশোরীদের বাড়ি ফেরার দৃশ্য।( দুর্ভাগ্য এ সময় আমার ট্যাবে চার্জ না থাকায় ছবি তোলা সম্ভব হয়নি।)
যেখানে ঢাকাসহ বড় বড় শহরে সাধারন নারীরা রাতের বেলা একা চলাফেরায় আতংকে ভোগেন সেখানে অজোপাড়াগায়ে নারীদের সাইকেল চালানো এবং রাত বিরাতে চলাফেরা সত্যি অভাবনীয়।
জয় হোক নারীর, এগিয়ে যাক বাংলাদেশ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৫

পলষ্টার বলেছেন: জয় হোক মানুষের, এগিয়ে যাক পৃথিবী।

২| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


উত্তরবংগের মেয়েরা বাকীদের উৎসাহিত করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.