নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

মেধাবীদের প্রয়োজন নেই বাংলাদেশের!

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭

আমার পরিচিত এক আপা বিকেলে জানালেন ,তার বড়ছেলে কানাডা হতে গ্রাজুয়েশন করে দেশে এসেছে প্রায় দেড় বছর হতে চললো। এরমধ্যে সরকারী বেশকিছু প্রতিষ্ঠানে সে চাকুরীর জন্য আবেদন করে এবং যথারীতি ডাক পেয়েও শেষ পর্যন্ত চাকুরী হয়নি ঘুষ দিবে না বলে।
আমার সেই পরিচিতা আপা আরো জানালেন, ছেলেটা মন খারাপ করে সিদ্ধান্ত নিয়েছে এদেশে আর থাকবে না।কখনো ফিরেও আসবে না।
অথচ ছেলেটি আর দশজনের মতন গ্রাজুয়েশন করে বিদেশে থাকার চিন্তা করেনি। কানাডা থাকা অবস্থায় তার সিদ্ধান্ত ছিলো গ্রাজুয়েশন কমপ্লিট করে দেশে ফিরে দেশের মানুষের জন্য কিছু করবে।
আপার কথা শুনে আমারও খুব মন খারাপ হয়ে গেল। ভাবছি যেখানে ঘুষ -দুর্নীতি- তদ্বির ছাড়া চাকুরী হয়না সেদেশে আমাদের মেধাবী ছেলেরা কেন আসবে?

মনে হচ্ছে, মেধাবী, দেশপ্রেমিক, সৎ ও ভালো মানুষদের প্রয়োজন নেই বাংলাদেশের!
বাংলাদেশের প্রয়োজন টাউট,বাটপার, অসৎ,দুর্নীতিবাজ, লুটেরা, মেধাহীন, মাথামোটা, ধর্মান্ধ ও সন্ত্রাসীদের ।
অযোগ্য,দুর্নীতিবাজ ,লুটেরাদের হাতে দেশের সবকিছু ।
হুমায়ুন আজাদ ঠিকই বলেছিলেন, সব কিছু চলে যাবে নস্টদের দখলে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

পালক পালক বলেছেন: কি বলব কিছু বলার ভাষা নেই। :(

২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৮

তারেক_মাহমুদ বলেছেন: সঠিকই বলেছেন দুর্নীতি রন্দ্রে রন্দ্রে ঢুকে পড়েছে

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


ছেলের দেশে থাকা উচিত, সে প্রাইভেটে ভালো করবে।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪

আটলান্টিক বলেছেন: দেশের ক্যানসার হয়েছে।খুব তাড়াতাড়ি এটা সারা দেশে ছড়িয়ে যাবে।দেশ ত্যাগ ছাড়া গতি নাই

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

মুচি বলেছেন: সরকারী চাকুরি করতে চাইলে বি.সি.এস. দিক। সবার সাথে প্রতিযোগিতায় আসলে ঘুষের প্রসঙ্গ আসবে কেন? আর সরকারী চাকুরি না হলে নিজে কিছু করুক। বিজনেস অথবা কর্পোরেট।

শুধু দেশকে দোষ আর কত? বিদেশ কি খুব ভালো? কানাডা কি স্বর্গ নাকি !!!

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

তারেক ফাহিম বলেছেন: ০৫ বছরের অভিজ্ঞতা স্না্তোকত্তর ডিগ্রী, এমতাবস্থায় কোন ব্যক্তি মায়ের পেটে থাকাবস্থায় পিএসসি কমপ্লিট করে আসলে আবেদন করার যোগ্যতা পাবে চাকুরী পাবে না, এটি সে দেশ।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

বিদেশে কামলা খাটি বলেছেন: কোটা পদ্ধতি আমাদেরকে শেষ করে দিয়েছে। আমি নিজে কোটা পদ্ধতির অত্যাচারে একটি চাকরি পাইনি।

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

ইমরান আশফাক বলেছেন: কিন্তু লোম বাছতে কম্বল -এর মত অবস্হা আমাদের।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৫

মোস্তফা সোহেল বলেছেন: এখন ঘুস ছাড়া চারকরির কথা কল্পনাও করা যায় না।

১০| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: হতাশ হলে চলবে না।
চাকরি হবে। চেষ্টা চালিয়ে যেতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.