নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫

আমি এতো ইমোশনাল কেনো ?

ঢাকা হতে নারায়ণগন্জ আসার পথে বাসে আমার পাশে বসা একজন সাধারন বয়স্ক লোক মোবাইলে তাঁর ছেলের সাথে কথা বলছেন । খুব সাদামাঠা কিন্তু খুব আবেগী কন্ঠে বলছেন , ' বাবা, তুমি জিগেস করো আমি বউ মা'কে ফোন করেছিলাম কি না । সে হয়তো ব্যস্ততায় ভুলে গেছে তোমাকে জানাতে। '
পাশে বসে মনে হলো ফোন করা না করা নিয়ে. তাঁর ছেলের সাথে কথা কাটাকাটি হয়েছে ।
ফোন রেখে বয়স্কলোকটি চোখ মুছেন । আবেগে তাঁর ঠোঠ কাঁপছে ।
আমার ভিতর কি হলো জানি না । একজন পিতার আবেগ আমাকে ছুঁয়ে যায় ,উথালপাথাল করে ফেলে ,মন কেমন কেমন করে । আমার চোখের পানি আটকে রাখতে পারি না । সারাটা পথ আমি নিজেকে সংযত রাখতে পারি না। চোখের পানিতে ভাসি। বারবার আমার বাবা'র কথা মনে পড়ছিলো ।
মনে হচ্ছিলো কেনো আমরা সন্তানরা পিতা-মাতাকে কস্ট দেই ?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: ইমেশন আমাকে ছুঁয়ে গেল।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৩

অর্ক বলেছেন: আমাকেও ছুঁয়ে গেল। সত্যিই আপনি অত্যন্ত সংবেদনশীল মানুষ! ছোট্ট একটি ঘটনা কিন্তু বিরাটরূপে শিক্ষণীয়। শুভেচ্ছা।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০

তারেক_মাহমুদ বলেছেন: আবেগ আপ্লুত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.