নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

ওয়াজের নামে রাতভর মাইক বাজানোর এ নিপীড়ন বন্ধ করবে কে?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৫

ওয়াজের নামে রাতভর মাইক বাজানোর এ নিপীড়ন বন্ধ করবে কে?
গতকাল আমার বাসার পাশে সন্ধ্যা হতে চারিদিকে মাইক লাগিয়ে ওয়াজ মাহফিলের নামে আশেপাশের মানুষকে রীতিমতন উৎপীড়ন করা হয়েছে। শুনলাম আজো ওয়াজ হবে । আজো মাইক বাজবে ,আমার মতন অনেকের ঘুম হাঁরাম হবে ।কি যে যন্ত্রনায় আছি ,ভাষায় প্রকাশ করা যাবে না। আমার বিল্ডিঙয়ের সবাই বিরক্ত অথচ এটা নিয়ে কেউ ভয়ে কথা বলেন না।চুপ মেরে আছেন যদি ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগে?
জানতে ইচ্ছে করছে, ধর্মের কোন জায়গায় লেখা আছে মাইক বাজিয়ে, মানুষের ঘুম, শান্তি, পড়াশুনো অনিষ্ঠ করে ওয়াজ মাহফিলের কথা?
কোথায় লেখা আছে অসুস্থ,দূর্বল মানুষের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে ইসলামী জোশে ওয়াজ নসিহতের?

এসব কথা লিখছি বলে আপনার বা আপনাদের কারো কারো চোখে হয়ে যাচ্ছি নাস্তিক, কাফের ! হায়রে সত্যি কিছু বলা, লেখা মুশকিল।কারন ধর্মটাতো আপনারা লীজ নিয়েছেন!
ভাইরে, যা ইচ্ছে বলেন,গালি দেন আপত্তি নাই। কিন্তু আমার কানের সামনে থেকে আপনার মাইক সরান, বন্ধ করেন। রাতেরবেলা আমার মতন আশেপাশের সাধারন মানুষদের ঘুমাতে দেন। আপনার ওয়াজ করেন, যা ইচ্ছে করেন অবশ্যই রাতেরবেলা মাইক বন্ধ করে করুন।

রাতে ওয়াজের মাইক ব্যবহার নিষিদ্ধ করার জন্য স্থানীয় প্রশাসন বা আইন শৃংখলাবাহিনীর কি কিছু করার আছে?

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৫

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: এসব কথা লিখছি বলে আপনার বা আপনাদের কারো কারো চোখে হয়ে যাচ্ছি নাস্তিক, কাফের !
সহমত। ধর্মটা হুজুরদের একার। ধর্মের ব্যপারে কোনও প্রয়োজন পড়লে আপনার তাদের কাছেই যাওয়া লাগবে। আকীকা থেকে জানাযা পর্যন্ত।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: ওয়াজ আইন করে বন্ধ করে দেওয়া উচিত।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৪

রিফাত হোসেন বলেছেন: ওয়াজ আইন করা বন্ধ করা উচিত নয়, তবে উচ্চস্বরে শব্দ দূষণ যাতে না হয় তা চিন্তা করে আইন করে শব্দ বিবর্ধক এর মাত্রা ও প্রয়োগের এলাকা, সময় নির্দিষ্ট করা যেতে পারে।

আর অবশ্যই রাত ১০টার পর শব্দ দূষণ বন্ধ থাকতে হবে।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২২

আশা প্রত্যাশা বলেছেন: ভাই শুধু মুসলমানদের ওয়াজটাই দেখলেন তার শব্দ দূষণ করে। তারা তো সন্ধ্যা থেকে রাত্রি ১২টা পর্যন্ত মাইক বাজায়। কিন্তু আমার বাড়ীর পাশে গেল কয়েক দিন রাতে শিবরাত্রী উপলক্ষে দুই দিন ব্যাপী মাইকে এবং বক্সে উচ্চস্বরে গান বাজলো তাদের ব্যাপারে তো কিছু বলেন না। আর তারা তখন তাদের ওখানে ৩২ প্রহর ব্যাপী লীলাকীর্ত্তণের আয়োজন করে তখন তো ভাই চারদিন ব্যাপী সারাদিন রাত্রী মাইক বাজে তখন আপনাদের সমস্যা হয় না শব্দ দূষণ হয় না। আর ঢাকাসহ সারা দেশে যে হারে উচ্চস্বরে হর্ণ বাজায়, কালো ধূয়া উড়ে তখন আপনারা তাকে শব্দ দূষণ বলেন না। যখন কোন অনুষ্ঠানের নামে বক্স বাজিয়ে নাচা-গানা হয় তখন শব্দ দূষণ হয় না। কয়েক দিন আগে বক্স বাজানো নিয়ে ঢাকা একজন মারা গেল তার বিষয়ে কথা বলেন না। শুধু মাওলানা রাত্রী ১২টা পর্যন্ত ওয়াজ করে তাতেই যত দোষ, তাই না?

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

অপ্রকাশিত ভদ্র পোলা বলেছেন: ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে সারা বছরেই আপনার বাসার সামনে ওয়াজ হয়।
মুসলমান হয়ে যদি বছরে ১-২ দিনের ওয়াজের মাইকের আওয়াজ সহ্য করতে না পারেন এটার প্রতিবাদ করতে হয় তাহলে আপনি কিসের মুসলমান, মুসলমান বলে দাবী করতে আপনার লজ্জা করেনা।
মুসলমানের খাতা থেকে নামটা বাদ দিয়ে দিন।

আজ যদি সারা রাত ব্যাপি আপনার বাসার সামনে গানের কনসার্ট হতো তাহলে কি তার বিরুদ্ধে অভিযোগ করতেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯

এমএইচ রনি১৯৭১ বলেছেন: কারো সম্পর্কে না জেনে মন্তব্য করা ঠিক নয়।
ধর্মকর্ম করা একান্তই আমার স্বাধীনতা। লজ্জা আপনার পাওয়া উচিত কারন ,আমি পাচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ি। সেটা আমার বিশ্বাস।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

কাদা মাটি জল বলেছেন: দুই দুইটা গাধার বাচ্চা ঠিকই্যা ভ্যা করে গেলো
এইসব গাধাদের ধর্মটা গিলিয়ে খাইয়ে দিলেও এরকম গাধাই থাকবে।

এদের জন্যই এদের ধর্ম গালি খায়।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

হাঙ্গামা বলেছেন: "কাদা মাটি জল" এর সাথে একমত

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

টারজান০০০০৭ বলেছেন: ওয়াজের প্রয়োজন আছে সত্যি ! জনসাধারণের মাঝে ইসলাম সম্পর্কে জানানোর জন্য ওয়াজ একটা মাধ্যম। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে হওয়া উচিত ! আর ইজতেমার মতন মাইক যদি নিচের দিকে থাকে তাহা হইলে প্রতিবেশীদের সমস্যা হইবে না আশা করি।

৯| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৭

PoisonousMist বলেছেন: উচ্চ আওয়াজের সব কিছুই বন্ধ হওয়া উচিত। সেটা ওয়াজ হোক, পূজা হোক, গান হোক আর মসজিদের মাইকই হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.