নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

শ্রীদেবী আমার কৈশোরের ড্রিমগার্ল

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯




আহা শ্রীদেবী এভাবে চলে যেতে নেই !

পুরান ঢাকার বেগমবাজার কিংবা নারায়নগঞ্জের চাদমারি অথবা তল্লা রেললাইনের ঝুপড়িতে ভিসিআর যুগের ৪০টাকায় ১টিকেটে ২ছবি' দেখায় আমাদের স্কুল পালানো কিশোরদের প্রধান আকর্ষন ছিলেন কিন্তু আপনি । যদিও সেই সময় পোলাপান লুকিয়ে ব্লু ফিল্ম দেখতে যেতো বেগমবাজারে।

আপনি ছিলেন আশির দশকে বলিউডেরর সেরা অভিনেত্রীদের একজন। যেমন নাচে পারদর্শী ছিলেন, তেমনি ছিলেন অভিনয়ে সেরা।আপনার গ্লামারের কাছে তখনকার বলিউড নায়িকারা ছিলেন ম্লান। মশলাদার সিনেমায় যেমন দর্শকপ্রিয়তায় তুংগে ছিলেন, তেমনি শিল্পসম্মত সিনেমায় অভিনয়ের পারগংমতা দেখিয়েছেন। আপনার সারাজীবনের দু:খ থেকে গেল পরিচালকরা 'আপনাকে ' লমহে' এবং 'সদমা'র মতন সিনেমায় ভাবতে পারেননি কেন? 'সদমা' দেখার পর এ কথাটা অনেকদিন আমারও মনে হয়েছিল।
আপনি ছিলেন আমাদের ছেলেবেলার মুগ্ধতা, ফার্স্ট ক্রাশ এন্ড লাভ। আপনার অভিনীত হিম্মতওয়ালা, চাঁদনী, তোফা, মিস্টার ইন্ডিয়া,আখেরি রাস্তা ' ভারতের বক্স অফিস কাপিয়ে দিয়েছিল।সুপার ডুপার হিট 'তোফা' সিনেমায় তার সেকি নাচ, ভোলা যায় !মিস্টার ইন্ডিয়া সিনেমায় অনিল কাপুরের সাথে ' হাওয়া হাওয়া ' কিংবা ' আই লাভ ইউ' গান দুটো দর্শক হ্রদয়ে ঝড় তুলেছিল। ''লমহে' কিংবা 'সদমা'তে এবনরমাল কিশোরীর ভুমিকায় অভিনয় এখনো ঘোর লেগে আছে। হিন্দি সিনেমার সার্কেলের বাহিরে তামিল,তেলেগু,কন্নড়,মালায়াম ভাষায় দাপটের সাথে অভিনয় করেছিলেন।
দীর্ঘ বিরতির পর আপনি ২০১২ সালে আবারো হিন্দি ফিল্মে কামব্যাক করলেন 'ইংলিশ ভিংলিশ' সিনেমায় এবং জিতে নিলেন সেরা অভিনেত্রীর পুরস্কারও।অভিনয় করলেন একশান থ্রিলার ' মম ' তে।
যখন একটু আধটু অভিনয় করবেন ভাবছিলেন ঠিক সেই সময় আপনার এভাবে আকস্মিক চলে যাওয়াটা মেনে নিতে কস্ট হচ্ছে।
তারপরও মৃত্যুটাই অমোঘ সত্য, বাকী সব মিছে ।

আপনার এভাবে চলে যাওয়ায় গভীর শোকাহত।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
মৃত্যুটাই অমোঘ সত্য, বাকী সব মিছে!

তার বিদেহী আত্মার জন্য শুভকামনা

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসম্ভব পছন্দের অভিনেত্রীর এভাবে চলে
যাওয়া সত্যিই বেদনা দায়ক।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৬

বনসাই বলেছেন: একদম একমত।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কলেজ পালিয়ে বেগমবাজারে দেখতে যাওয়া হিন্দি সিনেমার প্রধান আকর্ষণ ছিলেন ড্রিম গার্ল শ্রীদেবী | খুব কষ্ট পেলাম তার এই আকস্মিক চলে যাওয়াতে |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.