নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকে টকশো জরিপ ও দর্শকদের মতামত

০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৩

গতকাল ফেসবুকে টকশো নিয়ে একটা জরিপে অংশগ্রহনের আহবান জানিয়েছিলাম। নিয়মিত দর্শকদের কাছে ৫ টি প্রশ্ন রেখে জানতে চেয়েছিলাম তাদের মতামত। দু:খজনক হলেও সত্য প্রকাশ্যে দু'একজন ছাড়া কেউ মুখ খুলেনি।কিন্তু ইনবক্স অপশন থাকা্য ১০৯ জন তাদের পছন্দ অপছন্দ জানিয়েছেন।ধন্যবাদ তাদের অন্তত নিজের মতামতটুকু দিতে পেরেছেন বলে। আমিও কথা দিয়েছিলাম রাত ১২ টায় জরিপের ফল জানাবো।
জরিপের ৫টি প্রশ্ন ছিল:
১. টকশো 'র সবচেয়ে বিরক্তিকর অতিথির নাম কি?
২. টকশো'র সবচেয়ে জনপ্রিয় কোন অতিথি কাকে মনে করেন?
৩. টকশো'র সবচেয়ে জনপ্রিয় উপস্থাপক কে ?
৪. টকশো'র সবচেয়ে বিরক্তিকর উপস্থাপক কে?
৫. কোন টকশোটি আপনার পছন্দ?

পছন্দের টকশো কোনটি?
১০৯ জনের মধ্যে ৯৮ জন ৫ টি প্রশ্নেরই উত্তর দিয়েছেন। বাকী ১১জন মাত্র ৪ টি করে উত্তর দিয়েছেন। পছন্দের টকশোর তালিকায় ৭০ জন জানিয়েছেন চ্যানেল আইয়ের তৃতীয়মাত্রা। ২০ জনের পছন্দের টকশো ইন্ডিপেন্ডেন্ট টিভির আজকের বাংলাদেশ। ৯জনের পছন্দ সময় টিভির সম্পাদকীয়।৬জনের পছন্দ একাত্তুর টিভির জার্নাল এবং ২ জনের পছন্দ আরটিভির আওয়ার ডেমোক্রেসি এবং ২ জনের পছন্দ ডিবিসি'র রাজকাহন।

পছন্দের উপস্থাপক কে ?
পছন্দের উপস্থাপক কে এ প্রসংগে ৭৩ জন মতামত দিয়েছেন।বাকী ৩৬ জন কোন উত্তর দেননি। ২০ জনের পছন্দের উপস্থাপক তৃতীয়মাত্রার জিল্লুর রহমান। ১৬ জনের পছন্দ আজকের বাংলাদেশের খালেদ মহিউদ্দীন।৭ জনের পছন্দ গোলাম মোর্তোজা। (অনেকে আবার গোলাম মোর্তোজাকে উপস্থাপক নয় আলোচক হিসেবে বেশী পছন্দ করেছেন।)।নাজমুল আশরাফকে উপস্থাপক হিসেবে পছন্দ করেছেন ৬ জন এবং আশরাফ কায়সারকে ৬ জন দর্শক উপস্থাপক হিসেবে তাদের পছন্দের মতামত জানিয়েছেন। ৬ জন দর্শক জানিয়েছেন তাদের পছন্দ একুশে রাত টকশোর উপস্থাপক অঞ্জন রায়কে। ৫ জন দর্শকের পছন্দ রোবায়েত ফেরদোউসকে।জ.ই মামুন কে উপস্থাপক হিসেবে পছন্দ ৪ জন এবং মঞ্জুরুল আলম পান্না কে পছন্দ ২ জন। ১ জন দর্শকের পছন্দ মতিউর রহমান চৌধুরী কে।

বিরক্তিকর উপস্থাপক কে?
এ প্রসংগে মাত্র ৯৮ জন মত দিয়েছেন। ৩৯ জনের মতে আরটিভির আশিকুর রহমান, ১৮ জনের মতে ডিবিসির নবনীতা, ১৭ জনের মতে এটিএন নিউজের প্রনব সাহা, ১৫জনের মতে জিটিভির জামিলুর রহমান, ৪ জনের মতে অঞ্জন রায়, ৩ জনের মতে এশিয়ানটিভির বেলাল এবং বাকী ২ জনের মতে একাত্তুর টিভির শারমিন ও নিউজ ২৪এর রোবায়েত ফেরদৌসকে।

পছন্দের অতিথি কে ?
এ প্রসংগে মত দিয়েছেন ৯৮ জন। টকশোতে নিয়মিত আওয়ামীগ, বিএনপির নেতৃবৃন্দকে দর্শক পছন্দে পিছনে ফেলে দিয়েছেন নিউএজ সম্পাদক, সাংবাদিক নুরুল কবির।তাকে পছন্দ করেন ৬৮জন।
আলাদা আলাদাভাবে ১০ জনের পছন্দ অধ্যাপক সলিমুল্লাহ খান ও ড. আফসান চৌধুরীকে।নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল ( অব:) আব্দুর রশীদকে পছন্দ ৯ জন দর্শকের।১ জন দর্শকের পছন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইমতিয়াজ আহমেদকে।
এই ৯৮ জনের মধ্যে ২২ জন দর্শক ২ জন করে পছন্দের অতিথির নাম দিয়েছেন। তাদের ৫ জন পছন্দের আওয়ামীলীগ নেতার নাম দিয়েছেন পররাস্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ( যদিও তিনি খুব একটা টকশোতে অংশগ্রহন করেন না), ৩ জনের পছন্দ ইস্রাফিল আলম এমপি, ২ জনের পছন্দ ড. আব্দুর রাজ্জাক এমপিকে।২জনের পছন্দ গোলাম মাওলা রনিকে ।১ জনের পছন্দ খালিদ মাহমুদ চৌধুরী ও মনিরুজ্জামান মনিরকে।বাকী ৭জনের পছন্দ মোহাম্মদ এ আরাফাত।যদিও তিনি আওয়ামীলীগের কোন পদ পদবীতে নেই।
বিএনপি ও ২০ দলের নেতৃবৃন্দের মধ্যে ৭ জনের পছন্দ মোয়াজ্জেম হোসেন আলালকে।৫ জনের পছন্দ রুমিন ফারহানাকে। ৪ জনের পছন্দ ডা. সাখাওয়াত হোসেন সায়ন্তকে। ৩ জন পছন্দ করেন এলডিপির শাহাদাত হোসেন সেলিমকে।২ জনের পছন্দ শামসুজ্জামান দুদুকে এবং ১ জনের পছন্দ আন্দালিব রহমান পার্থ কে।

বিরক্তিকর অতিথি কে ?
১০৯ জন দর্শকের মধ্যে ২৯ জন বিরক্তিকর অতিথি মনে করেন আওয়ামীলীগ নেতা রাশেক রহমানকে। ২৮ জন সুভাষ সিংহ রায়কে।২৫ জন বিএনপি'র পাপিয়া কে।২০জন মনে করেন বিএনপির এড.আহমেদ আজম খানকে। ৫ জনের অপছন্দ বিএনপির ব্যারিস্টার পারভেজ আহমেদকে।২জন মনে করেন আওয়ামীলীগের আহমেদ হোসেন ও বিএনপির জয়নাল আবেদীন ফারুককে।

জরিপের পরও আরো ৫ জন দর্শকের মতামত পেলাম। তাদের প্রিয় টকশো আরটিভির রাউন্ড টেবিল।প্রিয় উপস্থাপক সেলিম ওমরাও খান।প্রিয় অতিথি ২ জনের জুনায়েদ সাকি, ২ জনের রাজেকুজ্জামান রতন ও ১ জনের আওয়ামীলীগ নেতা স্বপন চৌধুরী।বিরক্তিকর উপস্থাপক ৩ জনের নবনীতা, ১ জনের অঞ্জন রায়, ১জনের শ্যামল দত্ত।
৩ জনের বিরক্তিকর অতিথি মোহাম্মদ এ আরাফাত,২ জনের সুভাষ সিংহ রায় ও রাশেক রহমান।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১২:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আশ্চর্য! আসিফ নজরুল, মাহফুজুল্লাহ, জাফর উল্লাহ নেই কেন কোন তালিকায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.