নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

মুক্তালোচনা: সুপার পাওয়ার ববি\'র বিজলী

১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৫



সুপার পাওয়ার ববি'র বিজলী
- মাসুদুল হাসান রনি



লেটনাইট শো'তে 'বিজলী' সিনেমা দেখে বাসায় ফিরে সিনেমার গল্প কি ছিল, মনে করতে পারছি না! ঢাকাই সিনেমার গতানুগতিক গাজাখুরি অবাস্তব গল্পের সিনেমা হচ্ছে বিজলী। এই সিনেমা দেখে দর্শকের মনে যে কিছুই থাকবে না এটাই স্বাভাবিক।কিন্তু এন্টারটেইনিং হবেন নাচ,গান ও একশানে। সিনেমার গরু যেমন আকাশে ওড়ে, তেমনি অতিপ্রাকৃতিক শক্তির অধিকারী সুপার ওম্যানের চরিত্রে ববিকেও আকাশে শুধু নয় বনে- জংগলে সব জায়গায় উড়িয়েছেন পরিচালক ইফতেখার চৌধুরী।
তার লেখা গল্পে নির্মিত এই ছবিটি প্রযোজনাও করেছেন ববি। এখানে তার নায়ক ওপার বাংলার রণবীর।
এ সিনেমার যা মনে আছে তাই নিয়ে এ লেখা। বিজলীর ভিএফএক্সের কাজ হয়েছে দুর্দান্ত। আইসল্যান্ডের মনোরম শ্যুটিং লোকেশান কিছু সময়ের জন্য দর্শকের চোখ জুড়িয়েছে কিন্তু মন জুড়াতে ব্যর্থই হয়েছে । ডিস্কোবারে ইংলিশ গানের সাথে ড্যান্সের জৌলুস কিছু দর্শককে হয়তো আনন্দিত করবে।
সিনেমা দেখে মনে হয়েছে ববি'র ওয়ার্ডড্রোবে যতো ওয়েস্টার্ন পোষাক আছে তার একটা প্রদর্শনী চলছে বিজলী সিনেমায়!
সায়েন্স ফিকশান কিংবা অতিপ্রাকৃতিক শক্তির সাথে নাচ, গান, প্রেম ভালোবাসা,একশান দেখালেই যে সিনেমা দর্শক লুফে নিবে তা মনে হয় না।
বিজলীতে গুরুত্বপুর্ন একটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার শতাব্দী রায়। তিনি এই ছবিতে একজন বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন। এই ছবির মাধ্যমে প্রায় দেড় যুগ পর বাংলাদেশে শতাব্দী রায় অভিনীত কোন ছবি মুক্তি পেল।চরিত্রানুযায়ী তিনি ছিলেন সাবলীল।
বিজলী চরিত্রে নায়িকা ববি'র উত্থান হয়েছে বলা যায়। দেহরক্ষী সহ তার পূর্বের সিনেমাগুলোতে অভিনয়ে কিছুটা আড়ষ্টতা ছিল, যা এই সিনেমায় তিনি কাটিয়ে উঠেছেন। পর্দায় তার গ্ল্যামারাস প্রেজেন্টেশন ভাল হয়েছে। নাচ ও একশান দৃশ্যে সাবলীল ছিলেন।
অভিনয়ে রনবীর ভাল করেছেন। ছোট একটি দৃশ্যে আনিসুর রহমান মিলনের উপস্থিতি ছিল দুর্দান্ত।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, দিলারা জামান, মিশা সদাঘর , ও শিমুল খান। এছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান।
হলিউড মার্কা সিনেমার দাবীদার সুপার পাওয়ার অবাস্তব গল্পের আড়াইঘন্টার এ ছবি দেখতে বসে বারবার মনে হয়েছে সিনেমা কেন শেষ হয় না!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৭

শাহারিয়ার ইমন বলেছেন: শুরুতেই স্পয়েলার দিয়ে দিলেন ??

২| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৭

কালীদাস বলেছেন: রিভিউটা ভাল হয়েছে। বেশ ভাল হয়েছে!
মুভিটা দেখব কিনা জানিনা, তবে একটা জিনিষ মজাই লেগেছে যে বাংলাদেশ ইন্ডিয়ার প্রডিউসাররা নাচগান ছাড়া সিনামা বানানো শিখলও না আজও =p~

৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৮

ক্স বলেছেন: বাংলাদেশী সুপারহিরো মুভি! শুনলেই তো যা বোঝার বোঝা হয়ে যায়। নাম আবার রেখেছে বিজলী।

কেউ আমারে ঠাডা দিয়া মাইরালা! :-0

৪| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: ইউটেব এ মুভিটা দেখব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.