নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

অভিনন্দন বাংলাদেশ মহিলা ক্রিকেট দল, রুখো প্রগতিবিরোধী শক্তিকে

১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪০



দুটি ছবি পাশাপাশি দিলাম।
এটাই আমাদের বাংলাদেশ । এবার বাকী সিদ্ধান্ত আপনার ।
কোন্ পক্ষে থাকবেন আপনি ?
-নিশ্চয়ই আপনি প্রগতি বিরুদ্ধে যবেন না , সমাজকে এগিয়ে নিতে এখন একা পুরুষের দায়িত্ব নয় , নারীদেরও সমান অংশগ্রহন জরুরী।অতএব আপনার অবস্থান প্রগতির পক্ষেই হোক ।
আবারও বলছি , দয়া করে বর্তমান সংবিধানে 'রাষ্ট্রধর্ম' আর মুক্তিযুদ্ধের অন্যতম মৌলচেতনা 'ধর্মনিরপেক্ষতা'র সহাবস্থানের দোহাই দিবেন না।
নিজের বিবেককে জিজ্ঞেস করে নিজেই সিদ্ধান্ত নিন।
'দলদাস' কিংবা 'দলকানা'র খোলস থেকে বের হয়ে চলুন একটু 'মানুষ' হই ।
জয়তু বাংলার দামাল মায়েরা, বোনেরা, বন্ধুরা !অভিনন্দন বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।

সমাজ- প্রগতিবিরোধী শক্তির উত্থানকে রুখে দাঁড়াও ।
জয় বাঙলা

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫১

নোমান বিল্লাহ বলেছেন: আপনি জাপানের আইন দিয়ে জার্মানে বিচার করার চেষ্টা করেছেন
শিরোনামটা এভাবে দিন "অভিনন্দন বাংলাদেশ মহিলা ক্রিকেট দল, রুখো কুরআনী শিক্ষার শক্তিকে"

২| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৮

বিজন রয় বলেছেন: হা হা হা ....... কঠিন??

ধন্যবাদ রনি ভাই।

৩| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: হবেনা আনন্দ মিছিল?আমারতো মিছিল করে রং মাখামাখি করতে ইচ্ছে করছে!

৪| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৯

একাল-সেকাল বলেছেন: শুধুমাত্র দাঁড়ি আর টুপির বিরুদ্ধে বিবেক জাগ্রত করলেই প্রগতি মুক্তিপাবে?
পাবলিক বাসে যৌন হয়রানী এবং গণ ধর্ষণঃ বিচার এবং প্রতিকার চাই

৫| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

শহীদ আম্মার বলেছেন: ধরুন প্রগতিবিরোধী শক্তিগুলো বাংলাদেশ থেকে সমূলে ধ্বংস হয়ে গেল আর নারীরা একের পর এক শিরোপা জিততে থাকলো। তাহলে আপনি কি খুব বেশি এগিয়ে গেলেন !
মনে রাখবেন খেলাধুলা আর বিনোদন জগতের সাফল্য ও শিরোপা দেশের শুধুমাত্র শোকেইসের শোভা বর্ধন করে। আর্থ-সামাজিক উন্নয়ন, সুশাসন, গণতন্ত্র এবং আধুনিক ও উন্নত মানসিকতা সম্পন্ন জাতি গঠনে এসবের ভূমিকা অত্যন্ত গৌণ।
ক্রিকেট-ফুটবলের পরাশক্তিগুলো, যেমনঃ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি এসব দেশগুলো পৃথিবীর কারো জন্যই আদর্শস্থানীয় নয়। ক্রিকেটীয় সাফল্য থাকা সত্বেও একটি ব্যর্থ রাস্ট্রের জলন্ত উদাহরণ পাকিস্তান।
আর যেসব দেশ পৃথিবীতে অনেক উচুঁতে চলে গেছে তারা খেলাধুলায় পরাশক্তিও নয় এবং তাদের শিরোপাও নাই!!! যেমনঃ মালেয়শিয়া , সিঙ্গাপুর। চিন্তার লেভেলটা আরেকটু উচুঁ করুন। প্রগতির জন্য এটা খুব বেশি প্রয়োজন।

৬| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুরু হয়ে গিয়েছে চেতনা। আহারে আমার এই দেশ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.