নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

ছাত্রলীগ-পুলিশলীগ !

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ৭:১১


কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা ফারুক হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবার থেকে জানানোর পর তাকে দুই মাস আগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
যাক বাবা , অবশেষে পুলিশ স্বীকার করলো নিখোঁজ ফারুক তাদের কাছে , তাকে মোটর সাইকেল পোড়া্নো মামলায় গ্রেফতার দেখিয়েছে।
অথচ একদিন আগেই পত্রিকায় সংবাদ ছাপা হয়েছে , ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন রহমান ও তার বাহিনী 'কোটা সংস্কার আন্দোলনে'র অন্যতম নেতা ফারুককে ধরে শাহবাগ থানায় পুলিশে দিয়ে এসেছিলেন ! কিন্ত স্বজনরা যখন থানা-পুলিশের কাছে খোঁজ নিতে গেছেন তখন পুলিশ অস্বীকার করেছে,' ফারুক নামে কাউকে থানায় আনা হয়নি।'
ছাত্রলীগের এই নতুন ভূমিকায় বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনীতির আরেকটি গুণগত রূপান্তর ঘটে গিয়েছে। আগামীদিনে আইনশৃংখলা বাহিনীর মানব সম্পদ কোথা থেকে জোগাড় হবে তার ইঙ্গিতও আমরা পাচ্ছি।
যেখানে এরকম পেটোয়াবাহিনী আছে সেদেশে আলাদা করে আইন শৃঙ্খলাবাহিনীর দরকার কি?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ৯:১৬

ঢাবিয়ান বলেছেন: কি এসে যায় ছাত্রদের পুলিশ গ্রেফতার করল না গুম করল!এইসবে আমাদের কোন আগ্রহ নাই। আমরা এখন অতি ব্যস্ত কাকের ময়রপুচ্ছ ধারনের মত অন্য দেশের জার্সি পড়ে বিশ্বকাপ দেখতে।

যদি আন্দোলন তুমুল আকার ধারন করে এবং ছাত্রদের জয়ের সম্ভাবনা দেখ দেয় তখন আমরা জয়উৎসব করতে মাঠে নামব।

২| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: সকল ক্ষে‌ত্রে ক্ষমতার সর্বগ্রাসী অার হিংস্র কোটাবা‌জির এ উপত্যকা, অামার দেশ নয়।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ৯:২৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভাইটির ভাগ্য ভালো যে ফাইনাল গুম হয়নি

৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১০:৩১

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, সবই ভালো ছিলো; দরকার ছিলো অপেক্ষা করার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.