নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

মিডিয়ার অস্থিরতা বন্ধ হোক

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৭


বিনা কারনে আজ এসএটিভি হতে অন্যায়ভাবে ১০জনকে চাকুরীচ্যুত করা হয়েছে। দুঃখজনক হলো মিডিয়ার কর্তাব্যক্তিরা এ নিয়ে কেউ কোন কথা বলেন না।
একজনকে দেয়া চাকুরীচ্যুতির নোটিশের ভাষা দেখেন।
ব্যাটারা যখন চাকুরি দিয়েছিলো তখন কি মনে ছিলো না, প্রয়োজনের তুলনায় বেশী লোক নিচ্ছিস?
এখন বলছে এরা অদক্ষ।
নেয়ার সময় তখন তারা দক্ষ ছিল?
কি অদ্ভুত কথা।
মিডিয়ার অস্থিরতার অবসান না হলে ভাল কিছু আশা করা বাতুলতামাত্র।চাকুরীচ্যুতির তীব্র নিন্দা জানাই।
অবিলম্বে এসএটিভি'র ১০জন কর্মীর চাকুরীতে পুর্নবহাল করা হোক।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪০

চঞ্চল হরিণী বলেছেন: কি মন্তব্য করবো বুঝতে পারছি না। এত অসংখ্য সমস্যায় জর্জরিত দেশে এই আবেদন, প্রতিবাদ কতটুকু কে শুনবে বলা দায় :(

২| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১:৪৫

আলআমিন১২৩ বলেছেন: চাকুরী চলে যাওয়া অবশ্যই কষ্টের। কিন্তু করার নেই কিছুই।This is part of management.

৩| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১:৫৪

নতুন বলেছেন: সকল প্রতিস্ঠানেই এই প্রকৃয়া চলে... নতুন ব্যবসা চালুর সময় সবাই বেশি লোক নেয়.... পরে যতজন দরকার তা রেখে বাকিদের কমিয়ে ফেলে....

আপনিও যেমন ১ মাসের নোটিশে চাকুরী ছাড়তে পারেন.... তেমনি প্রতিস্ঠানও দরকার না হলে ছাটাই করতে পারে....

কিছুই করার নাই।

৪| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫০

ঋতো আহমেদ বলেছেন: দুঃখজনক।

৫| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হঠাৎ চাকুরিচ্যুতি কাম্য নয়। তবে আমার জানামতে দু' চারটি চ্যানেল ছাড়া অধিকাংশ চ্যানেলই লোকসানে চলছে।

৬| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: কিচ্ছু করার নাই।
এরকম আরও হবে।

৭| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ২:২৯

নিশি মানব বলেছেন: ভাল কোন অফার পেলে আপনি জব ছেড়ে দিতেন। কোম্পানীর কথা ভাবতেননা। কারনটা আপনার স্বার্থ। তাহলে কোম্পানী কেন তার স্বার্থ দেখবেনা। কেনইবা আপনাকে বসে বসিয়ে রেখে বেতন দিবে। তবে বিষয়টা কষ্টের। কিছু করার নাই। এমন কিছু করুন, যাতে আপনাকে চাকুরীচ্যুত করার কারনে কোম্পানী অনুশেচনায় ভুগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.