নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

কানাডার ছড়া -১০

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩





ইয়ার্কী কম মারেন
-মাসুদুল হাসান রনি

আমি যখন কাছে ছিলাম
কেউ করেননি মিস
সকাল দুপুর হয়নি দেখা
কিংবা অর্হনিশ।

একটা দু'টো মেসেজ বা ফোন
দেননি তো কেউ তখন
জানতে চাননি কেমন আছি,
করছি কি বা কখন!

দূর প্রবাসে আছি বলে
মিস করছেন খুব
কাছে ছিলাম নেননি খবর,
দিয়েছিলেন ডুব?

বললে এসব তৈরী জবাব:
''মনে ছিলি ভাই
হয়তো কথা হয়নি ফোনে
কেমনে ভুলে যাই? "

''কেমন আছিস'' এসব বাক্য
অন্য কোথাও ঝাড়েন
"মিস করি খুব " লোক দেখানো
ইয়ার্কী কম মারেন।
------------------------------
০৩.১১.২০১৮
মন্ট্রিয়েল

ছবি: নি:সংগতা
শিল্পী : জেমস কোটস

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬

আকিব হাসান জাভেদ বলেছেন:
ভালো লাগলো ।

কেমন আছেন এই কথাটা
বলতে এখন চাই
আপনি কেনো নেন নি খবর
দেননি কেনো জবাব ।

২| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: এটা সত্যিকারের ছড়া।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২২

ইমু সাহেব বলেছেন: "ইয়ার্কি কম মারেন" ছড়া হয়েছে খাসা
যেখানে থাকেন ভালো থাকেন এটা আমার আশা ।।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো থাকেন সুখে থাকেন। সুন্দর ছড়া লিখতে থাকেন।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩

নজসু বলেছেন:



কথায় বলে-
চোখের সামনে যতক্ষণ
মনে পরে ততোক্ষণ।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

মোস্তফা সোহেল বলেছেন: ছড়া ভাল লেগেছে।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

বাকপ্রবাস বলেছেন: হা হা হা ছড়াটা সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.