নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিতে অংশগ্রহন: একজন অধিনায়কের মৃত্যু এবং ভালোবাসার বিভক্তি!

১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫


ক্যাপ্টেন, আপনি ছিলেন ১৭ কোটি মানুষের নেতা।আপনাকে সবাই অসম্ভব ভালোবাসতেন। আমার ক্ষুদ্র জীবনে কোন মানুষকে দেখিনি এরকম আকাশচুম্বি ভালোবাসা ও জনপ্রিয়তা পেতে।আপনার সুখে-দু:খে দলমত নির্বিশেষে এ মানুষগুলো হাসতো,কাঁদতো। কিন্তু গতকাল থেকে আপনি হয়ে গেলেন একটি দলের, দেশের একটি অংশের মানুষের নেতা।
প্রিয় ক্যাপ্টেন, রাজনীতি আপনি করতেই পারেন। যে কোন দলের হয়ে নির্বাচন করা বা না করা আপনার সাংবিধানিক অধিকার। আপনার রাজনীতিতে অংশগ্রহনে শুভ কামনা থাকল।
এরপর একটি আশংকার কথা বলব, দলমত নির্বিশেষে আপনাকে ভালবাসার মানুষগুলো গতকাল থেকে দু'ভাগে বিভক্ত হয়ে গেল। খেলোয়াড় মাশরাফি আজীবন সকল ভক্তের অন্তরে থাকবেন। আর রাজনীতিতে আপনি একটি দলের ব্রাকেটবন্দী হয়ে তাদের দলের কর্মী বা নেতা হলেন। কিন্তু ১৭ কোটি মানুষের অবিভক্ত ভালবাসা হারালেন।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমার ভালোবাসা সবসময় থাকবে। বিভক্তি কেন হবে?

২| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

বলেছেন: বিভক্ত হবে এই কারণে যে রাজনীতি সবাই ঘৃণার চোখে দেখে। রাজনীতি মানেই নীতি থেকে ১০০ হাত দূরে চলে যাওয়া। রাজনীতি মানে, বৃহত্তর স্বার্থের ধুয়া তুলে নিষিদ্ধ কাজকে জায়েজ করা আর ভাল কাজে অনীহা দেখানো। এই নষ্ট জগতে ভিড়ে যাওয়ায় মাশরাফিকে ধিক্কার জানাই।

৩| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২

আরমান শুভ বলেছেন: মাশরাফি এটেনশন সিকার যা সাকিব অনেক আগেই বুঝতে পেরেছিলো তাই তাকে ২০১১ বিশ্বকাপে দলে নেয়নি। এখনো মুশফিক সৌম্য মুস্তাফিজরা ভালো খেলে যাচ্ছে ক্রেডিট নিচ্ছে মাশরাফি। নিজের উপর যার এতো আস্থা সে তো নিজেই দল বানাতে পারে নেতা হওয়ার জন্য।

৪| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

অলিউর রহমান খান বলেছেন: আমার মনে হয় খেলা এবং রাজনীতি একি সাথে পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। দেখা যাক সামনে কি হয়। শুভ কামনা থাকলো একজন যোদ্ধার জন্য।

৫| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১১

নতুন বলেছেন: যদি উনি ভাল রাজনিতি করেন, সন্ত্রাসী,দূনিতি না করেন তবে তাকে কেন ভালো বলবেন না?

শুধুই আয়ামীলীগ করার কারনে?

৬| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

খাঁজা বাবা বলেছেন: সম্ভবত চাপের মুখে এমন সিদ্ধান্ত নিয়েছেন। নাহয় সামনে বিশ্বকাপ, এমন সময় এমন সিদ্ধান্ত নেয়ার মানুষ মাশ্রাফি নন।

৭| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

ইয়োডা বলেছেন: মাশরাফি কে নিয়ে এখন পর্যন্ত অনন্ত ১৫/২০টা পোস্ট হয়েছে। পাঠকের বিবেচনায় দেখা উচিত ছিল ব্লগে এমন ধরনের পোস্ট আছে কিনা। এক জিনিস কতই বা ভাল লাগে! বৈচিত্রও নষ্ট,বিরোক্তি।

৮| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫

জুজুগাগা বলেছেন: জাতী হিসাবে আমরা যে দল কানা তাই হয়ত মনে নিতে পারছি না? ভালো ও শিক্ষিত মানুষ রাজনীতি আসা মঙ্গল জনক সে যে দলের হোক। শুভ কামনা মাশরাফির জন্য।

৯| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

মোস্তফা সোহেল বলেছেন: মাশরাফিকে আমরা দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ভাবতে পারি।

১০| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

জুজুগাগা বলেছেন: জাতী হিসাবে আমরা যে দল কানা তাই হয়ত মনে নিতে পারছি না? ভালো ও শিক্ষিত মানুষ রাজনীতি আসা মঙ্গল জনক সে যে দলের হোক। শুভ কামনা মাশরাফির জন্য।

১১| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ক্যাপ্টেনের চেয়ে ভালো নেতা বেশী দরকারী

১২| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৯

জহিরবাবরআমির বলেছেন: ইমরান খানের মত আপনিও যদি একটি নতুন দল গঠন করতেন ,হয়ত বা ১৭ কোটি মানুষের ভালবাসা হারাতে হতনা!এমনকি বিজয় অর্জন করতে সময় লাগত না,।

১৩| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: আমি মাশরাফির সাথে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.