নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

বকধার্মিকদের প্রতি সজাগ থাকুন

৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

ফেসবুকে এক আবাল লিখেছে " নিউ ইয়ার পালন করা বেশরীয়তি কাজ। কারন এটা খৃস্টান বিধর্মীরা পালন করে!
এটা পালন করলে নাকি মুসলমানিত্ব খারিজ হয়ে যাবে, কাফের ও মুরতাদ হয়ে যাবে !
আরো লিখেছে, সেই ব্যক্তির স্ত্রী তালাক হয়ে যাবে!
হজ্ব করা থাকলে বাতিল হয়ে যাবে!
ওয়ারিশ সত্ব বাতিল হয়ে যাবে!
মারা গেলে মুসলমানদের মতন জানাজা, দাফন করা যাবে না !
সর্বশেষ লিখেছে , নিউইয়ার বা নববর্ষ পালনকারীকে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে!
এই আবালের মতন কতিপয় নাদান মুর্খ এইসব মনগড়া তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেস্টা করছে। ধর্ম না জেনে, না পড়ে মনগড়া ফতোয়া দিচ্ছে।চুতিয়া সব শালাদের জুতাপেটা করা উচিত।
নিউইয়ার যদি খৃস্টানদের হয়, বিধর্মীদের উৎসব হয়, তাহলে অসুস্থ হলে এই বিধর্মীদের আবিষ্কৃত মেডিসিন খান কেন ? তাদের কনসেপ্টে প্রতিস্টিত হাসপাতালে চিকিতসা নিতে যান কেন?
হজ্ব করতে যেতে পাসপোর্ট, ভিসার জন্য ছবি প্রয়োজন পড়ে। যে ক্যামেরায় ছবি তোলা হয়, তা আবিস্কার করেছেন একজন খৃস্টানধর্মানুসারী। তার ক্যামেরায় ছবি তুললে আপনাদের মুসলমানিত্ব খারিজ হয় না?
যে মোবাইল ফোনে কথা বলছেন,ইন্টারনেট ব্যবহার করছে সেটাও ভিন্নধর্মাবলম্বীদেরই আবিস্কার।তা ব্যবহার করলে নিশ্চয় মুসলমানিত্ব আরো পোক্ত হয় নাকি?
কয়েক লক্ষ উদাহরন দেয়া যাবে । যা সরাসরি বিধর্মীদের আবিস্কার, জীবনের সাচ্ছন্দ্যের জন্য, বেঁচে থাকার জন্য সাচ্চা মুসলিমদেরও ব্যবহার করতে হয় । তখন কারো ধর্ম যায় না , তখন সব জায়েজ হয়ে যায়?
হায় কি সেলুকাস ! কি বিচিত্র তাদের ফতোয়া !
এ মনগড়া আজেবাজে তথ্য দেয়া বিভ্রান্তকারী, চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক থাকুন।
৩১.১২.২০১৮
মন্ট্রিয়েল

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

পলাশবাবা বলেছেন: কি যে দিনকাল পরছে .।।। কমিউনিষ্টরা এখন ধর্ম শেকানোর ভার লিচে । খিক খিক খিক

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি এই গুরুত্বপূর্ন বিষয়টি শেয়ার না করলে, আমাদের পক্ষে এই অসাধারণ যুক্তিগুলো জানা অসম্ভব ছিলো!

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

বাংলার মেলা বলেছেন: রাজারবাগী পীর দাবী করেছেনঃ ১২ ই রবিউল আউয়াল সাইয়িদুল আইয়াদ শরীফ - ঐদিন ঈদে মিলাদুন্নবী পালন করা ফরজ। এই দিনে ঈদের নামাজ পড়া, নতুন কাপড় গায়ে দেওয়া, আত্মীয় প্রতিবেশীর বাড়ি বেড়াতে যাওয়া, সেমাই খাওয়া, আর সরকারের জন্য তিন দিন ছুটি দেওয়া, উৎসব বোনাস - এইসব ফরজ। এই আবালেরে কিছু কন না কেন?

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

সেলিম৮৩ বলেছেন: জন্মদিন, বিবাহবার্ষিকী, নিউ ইয়ার পালন করা যাবে। এখানে শুধু কিছু শর্ত থাকতে হবে। যিনি লিখেছেন তিনি মূল বিষয়কে অতিক্রম করেছেন।
অামারা নিউ ইয়ার উপলক্ষে অাল্লাহর দরবারে ফরিয়াদ জানাবো যেন অামাদের নতুন বছরটি অামাদের জন্য মঙ্গল হয়। কোন নাচ-গান, মদ, পার্টি করে নয়। এর মধ্যে পজিটিভ কিছু নেই।
ঠিক জন্মদিন, বিবাহবার্ষিকীতে কিছু অায়োজন করে অাত্বীয়স্বজন, পাড়া প্রতিবেশীদের খাওয়ানো দোষের কিছু নেই। কিন্তু শর্ত হলো অায়োজনের নামে কোন গান-বাজনা, বেহায়াপনা করা যাবেনা।
এর বাইরে গেলে শরিয়ত সম্মত হবেনা।
কিছু ধর্মান্ধ ব্যক্তি ইসলামকে নষ্ট করছে।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: দুষ্টলোক সব জাগায় আছে।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

বনসাই বলেছেন: ভারতের জরীপ বলছে, বাংলাদেশীদের আয় সচ্ছলতা বেড়েছে; উইকএন্ডে মদ খেতে কলকাতায় যায়।

সৌদি আরবে নারী পুরুষ ময়দানে একসাথে নেচে গেয়ে ইংলিশ কন্সার্ট মাতাচ্ছে আজ; তবে বেহায়াপনা কেবল আমাদের ঘাড়ে কেন পড়বে? সেই ফেসবুকার কি এই সব চোখে দেখে না?

কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে তার ফয়সালে করার এখতিয়ার কেবল আল্লাহর; এই সব বকেরা কানামাছি বোঁ বোঁ খেলে যাবে।

বছরের শেষ দিনে ভালো জোক পড়লাম। হ্যাপি নিউ ইয়ার ২০১৯।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩০

কালীদাস বলেছেন:

পোস্ট করেছি: ২৪৫টি
মন্তব্য করেছি: ৪৫টি
মন্তব্য পেয়েছি: ৬৬৫টি
ব্লগ লিখেছি: ৩ বছর ৪ মাস
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ২৩ জন

সোয়া তিন বছর ব্লগিং করার পর, "খেনাডায়" থাকার পরও এই হল ম্যানার্স! আপনারে জঘণ্য একটা গালি দিয়ে আপনার রেসপন্স আসে কিনা চেক করতে ইচ্ছা করছে খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.