নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

এখন মধ্যরাত

০২ রা জুন, ২০১৯ রাত ১:৪১


এমন অনেক রাত নিঃশব্দে পার হয়।
কামিনী ফুলেরা আমাদের ঘিরে,
রাত্রির আলো মিশিয়ে পুকুরের জলে,
সাদা কুয়াশার মতো ছড়াচ্ছে নিঃশ্বাস।
পাতায় ভাসছে কতো অদেখা জোনাকি,
হাঁটছি তোমার সাথে অদৃশ্য ছায়াতে।
আঁধারের ঘুম ভেঙ্গে মধ্যপ্রহরে প্রায়ই,
পামীরের ছাদ থেকে ঊড়ে আসা
কড়া কফির মতো রাতের তীব্র বাতাসে,
আমাদের পায়ের আওয়াজ ভাসে।
সদ্য আবিষ্কৃত গান্ধার মুদ্রার আওয়াজে,
ঝনঝন করে বাজছে অদৃশ্য টংকার।
কারা যেনো ফিসফিস করে প্রতিরাতে-
“কত শত বছর যে হয়ে গেলো পার,
আকাশ এখন তার রাখেনা হিসাব আর!
তবু ওরা দুজনে হাঁটছে এখনো,
যতদিন আছে এই অস্থির পৃথিবীর আয়ু,
তাদের এই গল্প শেষ হবেনা কখনো!”

এমন অদৃশ্য রাতে নামে পুরাণের পরী,
অসংখ্য মৃত বীর, ব্যর্থ প্রেম।
আরো জাগে কেয়াফুলে ছাওয়া শাম্পান।
মধ্যরাতে তাকে ছুঁয়ে দিলে আলগোছে,
আরব সাগরের স্রোত, একাই ভাসে তারা।
মনে হয় উন্মাদ সব বকছে প্রলাপ।
দেবতার অভিশাপে অকালে পড়েছে ঝরে,
যেইসব হতভাগ্য প্রেমিক-প্রেমিকা,
মধ্যরাতে বাজলে ভুতড়ে গীর্জার অ্যালার্ম,
একে একে জেগে উঠে তারা।
তুচ্ছ করে সব মৃত সামাজিক অন্ধ বিচার,
এই রাতে তারা পুনরায় হাতে রাখে হাত!
অশরীরি হয়ে হাঁটে পাখিদের মতো,
লাল মাটি ছুঁয়ে ঘুমের দেবীর অগোচরে।

কালো আলখাল্লায় ঢেকে সহজে নিজেকে,
বুড়ো রাত পথে নামে হাতে তারার হ্যাজাক।
ভয় পেয়ে সরে যায় মেছোসাপ ধীরে ধীরে,
বনজুঁই এর ঝোপের ভিতরে।
ঘুমের নিঃশ্বাস ক্লোরোফর্ম হয়ে,
আনছে অচেতনা পৃথিবীর চেতনার গভীরে!
শুধু আমরা দুজন হেঁটে যাই এখনো তেমন,
যেমন করেছি পার বহুকাল ব্যাপী অবিরত,
পাথরের পথ ধরে রোম, ব্যবিলন!

Pics courtesy: internet

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৯ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: চমৎকার একটি কবিতা পড়লাম।

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:০০

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ।

২| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৩:৪২

মেঘ প্রিয় বালক বলেছেন: ক্ল্যাসিক কবিতা।

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:০০

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ১২:২৪

কামভাখত কামরূখ বলেছেন: স্বরচিত একটা কাব্য গ্রন্থ লিখে ফেলুন কেউ পড়ুক না পড়ুক আমি অবশ্যই পড়ব এন্ড সেটা কিনেই। আমি কবিতা প্রেমি না খুব একটা কিন্তু আপনার কবিতা শৈলীর সাথে খুব বিখ্যাত সাহিত্যিকদের লেখার মিল আছে বিশেষ করে বোহেমিয়ান ভাবটা। বিশেষ করে ফরাসী ইংরেজি সাহিত্যের সাথে সেটা বাংলা ঘরনায় খুব দুর্লভ!!
এক কথায় আমি মুগ্ধ।

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৭

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ। আসলে প্রকৃতির খুব কাছাকাছি বড় হয়েছি ছোটবেলা থেকে! তাই একটা বোহেমিয়ান ভাব চলে এসেছে হয়তো অজান্তেই। শহুরে জীবনের প্রতি বৈরাগ্য থাকা সত্ত্বে কর্মসূত্রে শহরকে মেনে নেওয়া থেকেই এসেছে হয়তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.