নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের দিন

২০ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:২৭

স্নিগ্ধ সকাল এলে শিশিরের জলে ভিজে,
যখন ব্যস্ত শহর ভুলে থাকে তার কলরব!
আফিমের নেশার মতোন গুটিগুটি পায়ে,
আগায় নাগরিক ব্যস্ততা প্রেমিকের মতো।
তখন ভাংগলে ঘুম আয়েশে এলানো,
শেষ স্বপ্নটা দেখে তুমি তবে চোখ মেলো,
ফেলে এসোনা তাদের কোন অন্ধপুরীতে!
তোমার চুলের খাজে আংটির ভাজে,
গুছিয়ে যত্ন করে সবগুলো স্বপ্নকে কাল,
তুলে তুমি এনো!!

স্বপ্নরা একদল ডানাওয়ালা পাখি হবে,
মেঘেদের ঘন কালো দিনের এই শহরে!
ধুলোওয়ালা গাছেদের পাতার শব্দে বাজা,
ব্যস্ত কান্নায়,
তারা আশা হয়ে উড়বে তো উড়বেই!
ঝরবে পালক তার সোনালী বাতাসে,
একরাশ বৃষ্টি হয়ে তৃষিতের মতো বাঁচা,
একদল যান্ত্রিক পুতুলের শরীরের উপর।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর প্রানবন্ত কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.