নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

প্রশান্ত পূর্ণিমা

০৮ ই মে, ২০২০ বিকাল ৪:২৮


ভাবছি, তোমাকেই দিয়ে দিব,
প্রশান্ত মহাসাগরের নীল চাঁদ,
পলিনেশীয় দ্বীপে সূর্য্যঘড়ির প্রলম্বিত ছায়ার মতো,
কঙ্কালে নিয়ে ঠান্ডা আলো ঊঠে আসবে অন্ধকারের প্রাণ!
পাখনায় প্রবালের চূর্ণে রূপালী অস্তিত্বে হয়তো কষ্ট হবে,
মন তো পঙ্খীরাজের মতো!
উইন্ড মিলের চাকা কসরত করে টেনে আনে,
সঞ্চিত বিরহ যতো; ডোরাকাটা প্রবাল সাপেদের,
ঘুমাবে তারাও কুয়াশার চাঁদে, ক্ষয় হবে রক্তিম বিষ!
যে চোখের আলো অদেখা বহুজীবনের চাকায় ধুলায়,
তার ছায়াভেজা বালুর মতো আর্দ্রতা মেখে পার হবে,
সেইসব আলোকবর্ষীয় দীর্ঘতম রাত!
ভাবছি, তোমাকেই দিয়ে দিব অশান্ত স্রোতে চূর্ণ-বিচূর্ণ,
দ্রবীভুত সাগরিক চাঁদ, আঁজলায় তুলে তুমি নিও!

সেখানে এখানো নাকি নক্ষত্রের বৃষ্টি হয় অচেনা রাত্রিতে,
টুপটাপ ঝরে পড়ে ছোট খাটো শিলার মতো,
স্রোতের মাথায়! সবাই ঘুমালে অনেকে কুড়াতে যায়,
সেইসব জল, প্রবালের ফল, তারা মাখা বালু!
মানুষ বোবার মতো হাঁটে, শুধু হাঁটে! কেন হাঁটে?
তুমিও হাঁটতে যেও তন্দ্রাহীনা; সেই সমুদ্রে পূর্ণিমা বিলাসে!

ছবি কৃতজ্ঞতাঃ ইন্টারনেট

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২০ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর একটি কবিতা পাঠ করলাম।

০৯ ই মে, ২০২০ রাত ১২:০৪

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ অনেক।

২| ০৮ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৩০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মনে হয় রুবি রহমানের কবিতা পড়ছি।ভাল লাগলো।

০৯ ই মে, ২০২০ রাত ১২:০৬

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ। যদিও আমি তার কবিতা পড়িনি এখনো। সুপ্রিয় ব্লগার তার লেখা কই পাব।

৩| ০৮ ই মে, ২০২০ রাত ৮:১৩

নেওয়াজ আলি বলেছেন: পড়েই সময় কাটে। সুন্দর ।

০৯ ই মে, ২০২০ রাত ১২:০৬

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.