নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

যুবক

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০৭

ঠোঁটের কোণায় লুকানো স্বর্গ, চোখের কোণায় নরক,
এই নিয়ে এতোটা রাস্তা মার্বেলের মতো হেটে এসে,
খানিক জিরাতে বসেছে বেনামী যুবক!
সামনে অক্ষয় জল ঝরে পড়ে! অনন্ত নদী ক্ষয়ে যায়,
বিতৃষ্ণায় বিলুপ্ত ব্যাঘ্রশাবকের হাসি,
হাপানি রুগীর প্রাণান্তকর কাশির মতো শ্বাস টেনে টেনে
শুয়ে আছে পাশাপাশি!
বুটের টহলে প্রকম্পন! প্রেমিকা পালায় রেখে স্বপ্নের ফুচকা,
যুবক কি লাভ খুজে তীব্র ধারালো অসি?
একদিন নরক পাখির চোখের মতো স্বর্গ দখলে নিবে
আচমকা
মিথ্যে যুদ্ধ যুদ্ধ খেলা! খামোখা! খামোখা!
যুবক হাটছে! এশট্রের অবশিষ্ট সিগারেটের মতো শুন্যে ভাসছে!
মানপত্রের সম্ভাষণে রুনুঝুনু হাসে প্রেমিকার বিদায়ী সংলাপ,
কতো চাঁদরাত মরে গেলো এইভাবে ঐরাবতের সাথে,
রাত্রির পর্দায় বিগত দিনের রিলে
সাদাকালো নায়িকারা যায় আসে! যায় আসে!
যুবক এখন নিস্পৃহ! যুবক এখন মিষ্টতাহীন গেলাসের
শরবত
চোখের কোণায় যুগল নদীতে সাতরায় যুগপৎ
একটি স্বর্গ আর একটি নরক!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: কেউ কেউ স্বেচ্ছায় নরকে যেতে রাজী তা জানেন?

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৬

স্বর্ণবন্ধন বলেছেন: অনেকেই হয়তো হয়। মানুষের মনের তো রহস্যের শেষ নাই কোন।

২| ২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৭

ইসিয়াক বলেছেন: আপনার কবিতা আমার ভালো লাগে। এই কবিতাটিও ভালো লেগেছে।
# এতোদিন পরে পোস্ট দিলেন। নিশ্চয় ভালো আছেন।
শুভকামনা রইলো।

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৭

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ। পেশাগত পরীক্ষার কারণে অনেক বেশি ব্যস্ত থাকায় বেশ অনিয়মিত এখন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.