নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাফিব্লগ

রথো রাফি

রথো রাফি লেখালেখি গাণ্ডীব, অনিন্দ্য, শিড়দাঁড়া এবং দ্রষ্টব্যেই । মূলত কবিতা অন্তঃপ্রাণ তবে গদ্যও লিখেছি কিছু। অনুবাদেও আগ্রহ আছে। বই এখনো নাই। জন্ম: দক্ষিণ তারুয়া, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। বসবাস ঢাকায়। প্রকাশনা সংস্থায় কাজের অভিজ্ঞতা রয়েছে, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ফ্রিল্যান্স কাজ করছি। [email protected]

রথো রাফি › বিস্তারিত পোস্টঃ

নববর্ষের শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আর সবারই সুন্দর কাটুক একটা বছর_ এটা খুবই কঠিন একটা ইচ্ছে_ আর এদেশে তাই একথা বলা আরো বেশি দরকার_ যেনো শব্দ আমাদের স্বান্ত্বনা যোগাতে পারে। এসব ক্ষেত্রে, পারে নাকি! না পারেতো লোকজনের মৃদু হাসির রোদ অন্তত দেখা যায়_ তার চেয়ে বড়ো প্রাপ্তি নেই। এটা ঠিক, কথায কী আসে যায়- গোলাপতো গোলাপই, আর নতুন বছরতো নতুন বছরই_ এভাবে বললেও হাসি লাগবে, থাক বিরত থাকি। তারচেয়ে যারা বিস্মরণ ভালবাসে, কিংবা স্বরণের বোঝা, তারাও নতুন বছরের কেমন একটু হেসে উঠে_ মধ্যবিত্ত হলেতো কথাই নেই, আর যারা কুয়াশায় ঠান্ডায় কুকড়ে থাকছে তাদের কাছে এ স্ট্যটাস পৌছাচ্ছে না_ পৌছালে কী হতো? হাসতো না একটু_ কবে তার অর্থ কেমন রূপ নিতো কে জানে! তবু প্রতিবছরই একই চিত্র_ তাদের জন্য একই, যারা বলে : হে শীত আমাদের ক্ষমা করো; যেমন গ্রীস্মে বলে, গ্রীস্ম ক্ষমা করো, আর বর্ষায় বলে হে বন্য বন্যা ক্ষমা করো, কিংবা হেমন্তে, হে হেমন্ত আমাদের ক্ষমা করো_ এভাবে প্রতি ঋতুতেই যারা কথা বলার সুযোগ পায়, পুরোনো কথা নতুন করে বলার_ তাদের এই যুযোগ আসুক আসতেই থাকুক_ কারণ আমিও তাদের্তই একজন, তাদের দিনগুলো ভাল কাটুক_ এসব বলার পর আবার হাসি পাচ্ছে_ হে বিকসেল পিটার বিকসেল, কিন্তু ভদ্রতা আমার হাসিকে ফাটতে দিচ্ছে না_ তো সবার মতোই আমারও এক কথা_ শুভ নবর্ষে সবার জন্য শেষপর্যন্ত শুধু শুভেচ্ছো, আর শুভেচ্ছা, অঢেল, ভাষা আর শব্দের শুভেচ্ছা, যারা লিখেন, এবং লিখেন না, তাদেরকেও! নতুন ইংরেজি বর্ষ সুন্দর হোক!!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.