নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাফিব্লগ

রথো রাফি

রথো রাফি লেখালেখি গাণ্ডীব, অনিন্দ্য, শিড়দাঁড়া এবং দ্রষ্টব্যেই । মূলত কবিতা অন্তঃপ্রাণ তবে গদ্যও লিখেছি কিছু। অনুবাদেও আগ্রহ আছে। বই এখনো নাই। জন্ম: দক্ষিণ তারুয়া, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। বসবাস ঢাকায়। প্রকাশনা সংস্থায় কাজের অভিজ্ঞতা রয়েছে, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ফ্রিল্যান্স কাজ করছি। [email protected]

রথো রাফি › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ প্রিয় শাহবাগ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩





মানুষ সবচেযে সুন্দর যখন তার জিভ উচ্চারণ করে তার মহত্ হৃদয়!

শাহবাগ প্রিয় শাহবাগ এখন গাইছে সেই সত্য-প্রেমী অপূর্ব গান



সম্মিলিত সমস্ত মানুষের দাবি মানুষের সর্বোচ্চ দাবী

সম্মিলিত সমস্ত মানুষের গান সবচেয়ে মহত্ গান

সম্মিলিত সমস্ত মানুষের দাবী পৃথিবীর শ্রেষ্ঠ আইন

সম্মিলিত সমস্ত মানুষের দাবীতে শ্রেষ্ঠ মঙ্গল পৃথিবীর



শাহবাগ প্রিয় শাহবাগ এখন গাইছে সেই সত্য-প্রেমী অপূর্ব গান

মানুষ সবচেযে সুন্দর যখন তার জিভ উচ্চারণ করে তার মহত্ হৃদয়!



[ আবু জাফর ওবায়দু্লাহর ছায়া অবলম্বনে]

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮

সািকল খান বলেছেন: রাফি ভাই কেমন আছেন?
অনেকবছর পর আপনার সাক্ষাত পেলাম।
মনে পড়েছে কি? সম্ভবত আপনার সাথে দেখা হয়েছে ফকিরাপুল এলাকায় আপনার বাসায় আনুমানিক ১৯৯৬ সালের দিকে।

Click This Link

২| ১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

রথো রাফি বলেছেন: নাম মনে পড়ছে না, তবে সরাসরি দেখা হলে হয়তো আপনাকে চিনতে ভুল করবো না। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.