নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাফিব্লগ

রথো রাফি

রথো রাফি লেখালেখি গাণ্ডীব, অনিন্দ্য, শিড়দাঁড়া এবং দ্রষ্টব্যেই । মূলত কবিতা অন্তঃপ্রাণ তবে গদ্যও লিখেছি কিছু। অনুবাদেও আগ্রহ আছে। বই এখনো নাই। জন্ম: দক্ষিণ তারুয়া, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। বসবাস ঢাকায়। প্রকাশনা সংস্থায় কাজের অভিজ্ঞতা রয়েছে, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ফ্রিল্যান্স কাজ করছি। [email protected]

রথো রাফি › বিস্তারিত পোস্টঃ

নিজার কাব্বানি

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫

শব্দ



সে আমাকে শোনার সুযোগ দেয়, যখনই সে মুগ্ধ করে ফেলে আমাকে,

শব্দ আর অন্য শব্দের মতো থাকে না

সে আমাকে নিয়ে নেয়, আমার বগল তলা থেকে

আমাকে রোপন করে, দূর মেঘের জমিতে

আর কালো মেঘেরা আমার চোখে

প্রবল ধারায় ঝরে পড়ে, প্রবল ধারায়

সে তার সাথে আমাকে বহন করে, বহন করে চলে আমাকে

সৌরভ ভরপুর এক সন্ধ্যার বেলকনি অবধি



আর শিশুর মতো তার বাহুবন্ধনে আমি

বাতাস যেমন করে বয়ে বেড়ায় কোন পালককে

আমার জন্যই হাতে বয়ে বেড়ায় সে সাতসাতটা চাঁদ

আর এক তোড়া গান

সে আমাকে উপহার দেয় সূর্যটা, সে উপহার দেয় আমাকে গ্রীষ্মকাল

আর সোয়ালো পাখির ঝাঁক

সে জানায়, আমি তারই সম্পদ

আর আমি হাজার হাজার নক্ষত্রের সমান

আমি তার সম্পদ, যতো

আঁকা-ছবি দেখেছে সে তাদের চেয়েও আমি সুন্দর

এমনকিছু সে বলে যে আলসেমি পায় আমার

নাচ আর হাঁটাচলাও ভুলিয়ে দেয়-যে আমার



শব্দরা... পাল্টে দেয় আমার ইতিহাস

যা আমাকে রমণী করে তোলে... পলকেই

সে কল্পনার প্রাসাদ গড়ে তুলে যেখানে

বসবাস করি আমি... কয়েক পলক...

আর ফিরে আসি আমি, ফিরে আসি আমার টেবিলে

শূন্য হাতে একবারে

একেবারে শূন্য হাতে... শব্দগুলো ছাড়া











মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.