নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাফিব্লগ

রথো রাফি

রথো রাফি লেখালেখি গাণ্ডীব, অনিন্দ্য, শিড়দাঁড়া এবং দ্রষ্টব্যেই । মূলত কবিতা অন্তঃপ্রাণ তবে গদ্যও লিখেছি কিছু। অনুবাদেও আগ্রহ আছে। বই এখনো নাই। জন্ম: দক্ষিণ তারুয়া, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। বসবাস ঢাকায়। প্রকাশনা সংস্থায় কাজের অভিজ্ঞতা রয়েছে, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ফ্রিল্যান্স কাজ করছি। [email protected]

রথো রাফি › বিস্তারিত পোস্টঃ

নিজার কাব্বানি: ক্রুদ্ধতা

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০

ও গাজার মানুষ জন...

তোমার যা আছে তার একটুখানি

আমাদের শেখাও...

আমরাতো ভুলে গেছি...

শেখাও...

মানুষ হওয়া

আমাদের মানুষ আছে...

কাপুরুষ হয়ে গেছে তারা...

শেখাও...

পাথর কীভাবে

শিশুদের হাতে

হীরের রূপ পায়...

কীভাবে হয়ে ওঠে

শিশুর সাইকেল, একটা খনি

আর একটা রেশমি ফিতে...

একটা আক্রমণ...

কীভাবে দুধের বোতালের বোঁটা...

যদি আটক রাখা না হয়

পরিণত হয় চাকুতে...

ও গাজার মানুষজন

পাত্তা দিও না...

আমাদের প্রচারণায়...

আর কান দিও না আমাদের কথায়...

হরতাল ডাকো...

হরতাল...

তোমাদের সমস্ত ক্ষমতা নিয়ে

আর দৃঢ় হাতে লাগাম ধরো সবকিছুর

আর আমাদের জিগ্যেস করো না...

আমরাতো হিসেবনিকেশের মানুষ...

আর যোগের ...

আর বিয়োগের...

তোমাদের যুদ্ধ চালিয়ে যাও

আর থাকো আমাদের থেকে দূরে...

আমরাতো ছিটকে পড়া

আমাদের দায়িত্ব থেকে

তোমাদের দড়িদড়া আনো

আর আমাদের ফাঁসে লটকাও...

আমরা মরণশীল

যারা কোন মঠের অধিকারী নই

আর এতিমরা...

যাদের কোন মনিব নেই

আমরা এরইমধ্যে আমাদের ঘরে আবদ্ধ...

আর আমরা তোমাদের বলি

ড্রাগনের সাথে লড়তে...

আমরা বিনাশ হয়ে গেছি তোমাদের আগেই

হাজার শতাব্দি আগে...

আর তোমরা বেড়ে ওঠেছো

এই একমাসের মধ্যেই-- শতাব্দির...

ও গাজার লোকজন...

ফিরে এসো না...

আমাদের লেখাপত্তরের ভেতর...

আর পড়ো না আমাদের...

আমরা তো তোমাদের বাপ...

আমাদের মনে রেখো না...

আমরাতো তোমাদের আদর্শ...

আমাদের আর পূঁজো করো না...

আমরাতো ব্যস্ত হয়ে গেছি

রাজনৈতিক মিথ্যাচারে...

আর নির্যাতনে...

আর আমরা কবর খুঁড়েছি...

আর বানিয়েছি জেলখানা...

আমাদের মুক্ত করো...

আমাদের ভেতরের ভয় থেকে...

আর বাতিল করে দাও

আমাদের মাথার ভেতর থেকে...

শেখাও...

মাটির সাথে যুক্ত হওয়ার শিল্পকলা

আর পরিত্যাগ করো না আমদেরে...

মেসায়াহ দুঃখ পাবে

ও আমাদের শিশুরা

সালাম...

আল্লাহ হয়তো তোমাদের দিনগুলোকে সফল করবে

জুই...

ধসে-যাওয়া পৃথিবীর ফাটল থেকে

তুমি আবির্ভূত হবে সামনে

আর আমাদের ক্ষতের মাঝে বপন করবে

কস্তুরি-গোলাপ...

এ হলো নোটবইয়ের বিপ্লব...

আর কালির...

ঠোঁটের মাঝে হয়ে ওঠো

সুর...

আমাদের ভিজাও

বীরত্বের আর গর্বের বৃষ্টি ধারায়

আর আমাদের কদর্য থেকে আমাদের ধুয়ে নাও

ধুয়েমুছে নাও...

ভয় করো না মুসাকে,

না মুসার বাণীকে...

আর প্রস্তুত করো নিজেকে

জলাপাই ফলাতে

এই ক্ষীপ্র ইহুদির যুগে

এ ভেলকি মাত্র...

তা ধসে পড়বেই...

অবশ্যৗই সুনিশ্চিত ভাবইে আমরা মনে করি...

ও গাজার পাগল...

তারা যদি আমাদের মুক্তি দিতো

নেহায়েত রাজনৈতিক-যুক্তির এই যুগ

গত হয়েছে বহু আগেই...

আমাদের অবশ্যই পাগলামো শেখাও...







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.