নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাফিব্লগ

রথো রাফি

রথো রাফি লেখালেখি গাণ্ডীব, অনিন্দ্য, শিড়দাঁড়া এবং দ্রষ্টব্যেই । মূলত কবিতা অন্তঃপ্রাণ তবে গদ্যও লিখেছি কিছু। অনুবাদেও আগ্রহ আছে। বই এখনো নাই। জন্ম: দক্ষিণ তারুয়া, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। বসবাস ঢাকায়। প্রকাশনা সংস্থায় কাজের অভিজ্ঞতা রয়েছে, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ফ্রিল্যান্স কাজ করছি। [email protected]

রথো রাফি › বিস্তারিত পোস্টঃ

আয়না

৩০ শে মে, ২০১৪ রাত ৯:৩৫



আয়নার সামনে কেন যায় নিঃসঙ্গ মানুষ!

ও কি জানে না_সবকিছু দ্বিগুন হয় ওখানে



কী সুন্দর দেখাচ্ছে আজ তোমাকে

তার ভেতর থেকে যদি কথা বলে ওঠে কেউ

আঁতকে উঠবে না কি ও

বিষাদ দাউ দাউ জ্বলে উঠবে আবার

শূন্যতা নীল শিখায় দ্বিগুন হবে আরো



যখন দ্বিতীয় কেউ নেই আর

যার মুখোমুখি হলে

ও অনুভব করতে পারতো

শব্দ ও আত্মার

অন্তত একবিন্দু আত্মীয়তা



তখন আয়নার ভেতরে ওই মুখ বলে উঠে যদি

তোমাকে কী বিবর্ণ দেখাচ্ছে আজ

হ্যাঁ দ্বিগুন বিবর্ণই হবে নাকি ও



তখন ও কী করে অস্বীকার করবে

এমনকি নিজের প্রতিচ্ছবিও

ওকে সঙ্গ দিতে রাজি নয় আর



ওই জানে সঙ্গহীন মানুষকে আয়না

কেন চুম্বকের মতো এতো টানে

আর সঙ্গহীন মানুষই বা কেন

এতো বেশি অনুভব করে

আয়নামাত্রই চির-প্রতারণাহীন পারদ

যার বিশ্বস্ততার অারেক নাম

নিঠুরতা ছাড়া আর-কিছুই নয়

২৮.০১.২০১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.