নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাফিব্লগ

রথো রাফি

রথো রাফি লেখালেখি গাণ্ডীব, অনিন্দ্য, শিড়দাঁড়া এবং দ্রষ্টব্যেই । মূলত কবিতা অন্তঃপ্রাণ তবে গদ্যও লিখেছি কিছু। অনুবাদেও আগ্রহ আছে। বই এখনো নাই। জন্ম: দক্ষিণ তারুয়া, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। বসবাস ঢাকায়। প্রকাশনা সংস্থায় কাজের অভিজ্ঞতা রয়েছে, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ফ্রিল্যান্স কাজ করছি। [email protected]

রথো রাফি › বিস্তারিত পোস্টঃ

এরিখ ফ্রাইড: শোনো ও ইসরায়েল!

১০ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৫

আমরা যখন নির্যাতিত ছিলাম

আমিও একাত্ম ছিলাম তোমার সঙ্গে,

কিন্তু তোমার সঙ্গে আর কী করে একজোট থাকি

তুমিতো এখন নির্য়াতনকারী হয়ে উঠেছো?



তোমার বাসনা

সেই জাতিগুলোর মতোই শুধু ক্ষমতাবান হয়ে ওঠা

যারা খুন করেছিল তোমাকে;

এখন তুমিওতো তাদের মতোই হয়ে গেছো।



তোমার সঙ্গে বাজে আচরণ করেছে যারা

তাদেরকেও ছাপিয়ে উঠেছো তুমি;

তবু এখনো তোমাকে কেন

তাদের নিষ্ঠুরতাই লালন করতে হবে?



তুমিও তোমার বন্দিদের নির্দেশ দাও:

‘জুতা খোল্ তোর!’

বলির পাঁঠার মতোই,

ছুঁড়ে দাও জনহীন পথহীন মরুভূমির ভেতরে,

প্রজ্জ্বলিত বালি আর বালিতে ভরা

মৃত্যুর সুবিশাল ওই মসজিদের ভেতরে।

কিন্তু তারাতো কোনভাবেই স্বীকার করবে না

যে-অপরাধ তুমি জোর করে চাপাতে চাইছো তাদের ঘাড়ে;

মরুভূমির বালিতে

তাদের নগ্ন পায়ের ছাপ

তোমার বোমা আর ট্যাংকের ছায়ার চেয়েও

দীর্ঘায়ু হয়ে টিকে থাকবে।



ও ইসরায়েল, তাহলে শোনো ...

শোনো তোমার হাতে ওই বন্দিদের গোঙানি

যারা তোমারই বহুপ্রাচীন দুর্ভোগের প্রতিধ্বনি তুলছে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.