নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

নিরজল রোদনে.।.।.।

১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৭

ভালবাসার নিষ্প্রদীপ মহড়ায় হৃদয়ের অন্তরীক্ষে জন্ম নেয়া বিলাসী ভাবনার অবক্ষয়ে তুমিই রয়েছ।তোমার পদচারনা আজও সময় সম্পর্কের খণ্ড বিখন্দ রপ্তানী মেলায়।
নিশীথ বিহনে তোমার অপরুপ মনন্তর চেতনা......নিরুপদ্রপ রাত্রির কামনায় এ কোন মহিয়সী তুমি??জীবনের রুদ্ধ সঞ্চারে বিরুদ্ধ সত্তার ধারক?
এক দশকের বাঁকে আবারও দেখা জীবন গ্রহে, এটাই তো কথা ছিল... শ্রীমতী আচম্বিত হেসেছিল মৃদু, আর প্রশ্ন করেছিল কেমন আছি আমি,কি চাই আমি...... কি জবাব আমি দেব তোমাকে? চাওয়া যে মোর ফুরিয়ে গেছে সেই সে কবে ঠিক জানিনা......
ভয়ংকর সব সময়ের সঠিক সন্ধান আমার জানা নেই,
স্মরনের ভাঁজে ভাঁজে শুধু উঁকি দেয়,রোদ্দুরে নড়ে ওঠা স্তব্ধ দুপুর,রুক্ষ উত্তাপ,বুকের স্পন্দন,অচেনা স্বপ্ন আর মধ্য রাতে ঘুম না আসার অসহ্য কষ্ট।
আজও মনে পড়ে উদ্ভ্রান্ত আতংকের মাঝে অচেনা স্বপ্ন আর চেনা ভালবাসার অবাধ আহ্বান।
সম্বিত হারা বিশ্বাসে মহাকালের অবিশ্বাস খুঁজে বেড়ানো,
ভাবতে ভালো লাগে শীতের পরিশ্রান্তে নব বসন্তের মাঝে তুমিই ছিলে আমার একটিমাত্র চন্দ্রমল্লিকা।
সুবর্ণ বিকেলের ঝলকিত অতিতের সঙ্গে অস্থির সন্ধ্যার বর্তমানকে মিলাবার চেষ্টা করি শুধু।
মনে পড়ে বিদেশী গানের নীল অন্ধকারে তুমি,আমি এবং শরীরে জড়িয়ে থাকা কৃত্রিম সুগন্ধি।
নব সন্ধ্যার নরম আঁধারে অনামিকার স্পরশে ভারী নিঃশ্বাস ফেলার অনাকাংখিত চমক।
আজও অদৃশ্য প্রাচীন সব কথা সন্ধ্যা থেকে শেষ রাত পর্যন্ত আমার ঘুমে স্বপ্ন হয়ে ঘুরে বেড়ায় ্রতিটি শিরায় উপশিরায়।
পরিত্যক্ত কণ্ঠগুলো আজও প্রজাপতি হয়ে শুধু শুধু শব্দের স্মারক খোঁজে,
অবিরাম ক্লান্ত ডানায় ,ভেজানো বুকের কার্নিশে কার্নিশে প্রতিদিন।
কখনও ভেবে দেখনি,তোমার অনুপস্থিতি আমাকে নিঃশেষ করে দিয়েছে প্রতি নিয়ত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.