নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

পীতবর্নের ভালবাসা.।.।.।.।।

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৭

পীতবর্নের তীব্রতায় স্বপ্নগুলো জড়সড় হয়ে নির্জন সড়কে উদোম প্রশান্তির প্রত্যাশায় নিমগ্ন।কষ্টগুলো এ গলি সে গলি ঘুরে আবার সেই পুরনো গলিতে। ভাবলেশহীন চোখে নির্বাক চেয়ে থাকি উর্দ্ধাকাশে,যদি শুভ্র মেঘ তার মেঘবার্তা দিয়ে আমায় অবমুক্ত করে যায় একটিবার।ভালবাসার বর্ন বিবর্ন হলেও সুখানুভূতিগুলো সব আজ চিহ্নিত।তুমি কি সত্যিই বোঝনি সেদিন?তোমার চোখ,মন,ঠোটের একত্রিত হাসিই আমার সারা জীবনের ক্রন্দসী মনকে আলোকিত করে রাখে ভেঁজানো অন্ধকুঠুরীতে।তুমিইতো বলেছিলে একগুচ্ছ রাধাচূড়া কয়েক লক্ষ অর্কিডের আভিজাত্যকে ম্লান করে দিতে পারে শুধুমাত্র নীরেট ভালবাসার আতপ উত্তাপে।দুজনের ভালবাসায় প্রশ্নাতীত শুদ্ধতা ছিলো এটা আজও অপ্রমানিত কিংবা অপ্রকাশিত। তারপরও দুই গ্রহে ভালবাসার জানাজানি ,বিরহ,না পাওয়া ,একাকীত্বের ছড়াছড়ি।হয়তো এটাই ভালবাসা ।শ্রাবন আসলে আমার অনুভূতিগুলো প্লাবিত হয়,স্মৃতিগুলোও।মনে পড়ে মধ্য রাতে ক্রোশের পর ক্রোশ হাওড়ে স্রোতের ঢল নামে। রাত্রির দ্বিপ্রহরে দুটি ছায়ামূর্তি মধ্য হাওরে ডিঙ্গি নৌকায় জোছ্নায় ভিজে সৌন্দর্যের উপাসনায় মত্ত,মুহুর্মুহ চাদোয়ার বর্ষনে গা ছমছম করা ভাললাগায় হাত ধরে পাশাপাশি বসে আছে দুটি মানব সত্বা। চারিদিকে মাতাল করা সুন্দর।দমবন্ধ করে প্রতিশ্রুর জপমালায় মগ্ন দুজন।এখনও উর্দ্ধাকাশে দৃষ্টি দুজনের,কোনভাবেই জোছ্নাকে হারিয়ে যেতে দেবেনা কেউ।এখানেও প্রতিশ্রুতিবদ্ধ দুটি আত্মা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২৫

মার্কো পোলো বলেছেন:
চমৎকার লেখনী।

ভাল হয়েছে।

২| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৩০

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর শিরোনাম, সুন্দর লেখা। ভাল লেগেছে।

৩| ১০ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

স্বর যন্ত্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে.।.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.