নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা বৈচিত্রময়...............

১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

ভালবাসার শুরুটা ভীষন বৈচিত্রময়,অদ্ভুত।এসময় সকাল,সন্ধ্যা,মাঝরাত একীভূত হয়ে একটি সমতল অনুভূতিতে পু্ন্জীভূত হয়। বুক জুড়ে শুধু হাহাকার আর জমাট বাঁধা কথা বলতে না পারার সরু কষ্ট।তারপরও এটাই ভালবাসা,এটাই কাংখিত স্বপ্ন।পুরো ব্যাপারটাই ঘটে বিবেকবোধ,বাস্তবতা,ও যুক্তিকে বৃদ্ধাংগুলি দেখিয়ে অতি সন্তর্পনে,নীরবে অথচ জীবনের সবগুলি বাঁক ভেঙ্গেচুরে,তোলপাড় করে সঙ্গোপনে যা একজন কিংবা দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে।এই মোহগ্রস্থ জীবনে সম্বিত ফিরে আসে তখনই যখন ফেলে আসা সকাল,সন্ধ্যা,মাঝরাতের পুরোটা জুড়ে শুধু কৃষ্ণপক্ষের অবয়ব নামতে শুরু করে।আধারের সমুদ্রে একটিও স্বপ্নতরীর দেখা মেলেনা।তারপরও মানুষ ভালবাসে খড়কুটো ছাড়াই অন্তহীন সমুদ্র পাড়ি দিতে চায়।তারপর.....তারপর হয়তো কোনও একটি মেঘমুক্ত পরিচ্ছন্ন বিকেলে জীবন্ত স্বপ্নকে একপেশে অভিযোগে হাসিমুখে হত্যা করা হয়।কোনও এক মুহুর্তে দুজন স্বপ্নযাত্রীর চোখ ছলছল করে ওঠে।এখানেই শেষ হলে হয়তো ভাল হতো।কিন্তু কেন জানি শেষ হয়না।আচ্ছা কেন শেষ হয়না?কখনও কখনও মনে হয় এটা হয়তো শুরু।বেঁচে থাকার জন্য যা যা দরকার সবটাই পেয়েছি,পাচ্ছি।তোমার একটুকরো হাসির জন্য অনন্তকাল অনলবাস বেছে নিয়েছি।তাই কখনই প্রশ্ন করবোনা এই বিষাদের শেষ কোথায়,শুরুই বা কোথায়???

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হাহাকারের দরকার কি? ও সব ভুলে আনন্দে থাকার চেষ্ট করুন।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২২

স্বর যন্ত্র বলেছেন: আনন্দই বেঁচে থাকার জন্য সর্বইব সত্য নয়, কখনও কখনও বিষাদেও বেঁচে থাকার অন্তরকারন নিহিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.