নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

আকাশের চিত্রাঙ্কন......

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২

আমার আকাশের চিত্রাঙ্কন আমি নিজেই করি,তাই তোমাকে আর আগের মতো করে সাজাই না।সেই সে কবে তোমার আদ্যোপান্ত দস্যুপনা আমার ব্যাবৃত্তি ভেঙ্গেছিল।কৈশোরের চঞ্চলতা আমাকে নিবৃত করতে পারেনি।শুধুই চেয়ে থাকার এক অনবদ্য নেশা আমাকে ঋদ্ধ করেছিল প্রেমের অতসী কাঁচের নিচে।সবাই বলতো আমি নাকি ভালবাসার ব্রতিনী।নীলাকাশ,সিদুরে মেঘ,দমকা হাওয়া,বারিধারা আমার আবেগের স্থপতি ছিল।প্রকৃতির সবগুল প্রশাখা শুধু তোমাতেই স্থির করে দিত।এতো এতো পথ পাড়ি দিয়েও ভুলের মানবিন্দু স্পষ্ট দেখতে পাই আমি এখনও,তাই ওখানে বাধা পড়িনি কোনও তাপত্থানে।যাই বল,সময় টা ছিল রুপালি ফয়েলে মোড়ানো।কখনই চাকচিক্কের অভাব বোধ করিনি।তর্জনী উঁচিয়ে বিকৃত সুখের সবগুল জানালা নিজ হাতে বন্ধ করেছি।কতবার যে চিঠির মাঝে বুনো সুখ বুনে দিয়েছি তোমার জন্য,রাতভর প্লানচেট করতাম,সুধু অন্য গ্রহের সুখ কি তা তোমাকে দেওয়ার জন্য।দিনের পর দিন,রাতের পর রাত, অপেক্ষার নির্যাস জমা করে তোমাকে পাঠাতাম।তুমি শুধু আচম্বিত হেসেছিলে মৃদু।এখানেই শেষ হতে পারতো,কিন্তু অনেক বছর পর বুঝতে পারলাম ওটাই ছিল শুরু।সারা জীবনের অনলবাসের তুষকাঠ ওখান থেকেই পুড়তে শুরু করে,এর পর স্ফুলিঙ্গ, তারপর কষ্টের উদ্গিরন।এভাবেই আজকের এই আমি।এখন আর চিঠি লিখিনা কাগজের পাতায়,শীতের রাতে কুয়াশার বহর মাথায় নিয়ে পাড়ার সরু গলিতে অন্তহীন পাইচারী করিনা পরশীদের চোখ ফাঁকি দিয়ে।আধার রাতে খোলা মাঠে জোসনার আলোয় জীবন স্বপ্নের ভাগ বণ্ঠনও করিনা প্রিয় বন্ধুদের আড্ডায়।সবাই যান্ত্রিক এখন,সেই সাথে আমিও।বিশ্বাস করো, এখনও আমি আকাশ সাঁজাই ভীষণ আবেগে,চার দেয়ালের মাঝে কষ্টগুলো উৎক্ষেপণ করি নিরামিষ প্লাবনভূমিতে।সবাই দেখে,বুঝে,অনুভব করে কিন্তু প্লাবিত হয়না কেউ।কিভাবে হবে?মেঘের আগে বৃষ্টি পেলে কেউ কি বজ্রপাতের সুখ অনুভব করতে পারে?? পারেনা,পারবেও না কখনই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.