নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

চলনা দুঁহাতে মেঘ বুনি

১১ ই জুন, ২০১৭ রাত ১১:২০

চলনা দুঁহাতে মেঘ বুনি,অনন্তকাল বৃষ্টিতে ভেজা হয়না,চারিধার গুমোট, বিক্ষিপ্ত।সংকীর্ণতার চাপে ডানাভাঙা ইচ্ছেগুলো কাঁদতে বসেছে, কবে যে শীতলতায় শুদ্ধ হবে সেই আশায়।সময়গুলো মুহুরমুহ ডাইরির পাতায় শিকলবদ্ধ, আজ যদি দু চোখ ভেঙ্গে বৃষ্টি নামে, অনায়াসে তুমি বর্ষার দেবী হবে,কষ্টগুলো মুক্তির প্রত্যাশায় ক্রমাগত গুড়িয়ে যেতে চায়,কখনও ভালবাসায় একীভূত হতে পারেনি, তাই চাঁদের আলোয় হয়নি কভু স্বপ্নের জালবোনা,শুনেছি ভালই আছো, এখন আর অবেলায় অকারন কান্নার ফোঁপানি শুনতে হয়না, তাই চোখজোড়া ভীষণ নির্লিপ্ত।ফিরে আসার অনেক পরে মনে হয়েছিলো তোমাকে অনেক কথা বলার ছিল,ততক্ষনে অপ্রত্যাশার পাদদেশে আমি, এখান থেকে ফিরে যাওয়ার সুযোগ নেই, তাই নিঃশব্দে নির্বাক প্রস্থান আমার।তোমাকে অভয় দিচ্ছি,জাপটে ধরা অপলক দৃষ্টি পুনর্বার তোমার আবেগ কে নিষ্পেষিত করবেনা আর কখনও,অবারিত অন্ধকার মাঠে ঝুম বৃষ্টির স্পর্শ দেবেনা কোনও মুঠবদ্ধ হাত,যতবার চাইবে তুমি নির্দ্বিধায় মুক্তির সুরঙ্গে নেমে যেতে পারবে অনায়াসে।তোমার সাথে আরও একবার জীবন স্বপ্ন পাড়ি দিতে চাই পুরনো অভ্যাসে।প্রতি রাতে অন্তত একবার করে ডাইরির পাতা উল্টে নিজের নিরবুদ্ধিতাকে নতুন করে শানিত করে নেই আমি।তুমি আর আমি’র মাঝে বিস্তর ফারাক, শুধু মুহূর্ত গুলো ছিল কাছকাছি।তাই আবারও দুজন মেঘ বুনে বৃষ্টির জলে ভেসে যেতে চাই।তুমি শুধু মনে রেখো, শূন্যতাই আমার প্রান্তবিন্দু, ওখান থেকেই আমি জলোচ্ছ্বাসে ভেসে যেতে চাই তোমার হাতে হাত রেখে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.