নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

কি অপূর্ব সব সময়ের ক্যানভাসে ভর করে

১২ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৯

কি অপূর্ব সব সময়ের ক্যানভাসে ভর করে কত যে রাত পেরিয়েছ এই কাঁধে মাথা রেখে অন্তহীন জোসনার প্রতিক্ষায়।ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছোঁ সাগরের পাড়ে সন্ধ্যার নিস্থব্ধতায় তর্জনী ধরে দুজনের হেঁটে চলে যাওয়া সৈকতের তট ঘেঁষে দূর থেকে দূরে, ভর দুপুরে বাতাসের বুক চিঁরে জলোচ্ছ্বাসের বিরুদ্ধতায় দুজনের সহযাত্রা রোদ্দুরের সুখ গায়ে মেখে।এখনও প্রহর আসে, রাত ফুরলেই সূর্য ভাসে,অকারন অভিমানে জোড়া দিয়ে সব ভাঙ্গা আয়না আবারও অজস্র ক্লান্তির ছবি আঁকে একঝাক নিঃস্বার্থ প্রজাপতি,কত শত ঢেউ, প্রবাল দ্বীপের অদৃশ্য গোঙ্গানি আর ভেসে থাকা জলজ ফুলের আলতো বায়না সবকিছুই আজ একেকটি স্মৃতির স্ফুলিঙ্গ অব্যর্থ নিশানায় হৃদপিণ্ড কে নীল করে দেয়।হাতের আঙ্গুলেই যদি সব কষ্ট থাকে বাঁধা, তবে সে আঙ্গুলে কেন স্বপ্ন বেধে রাখা?কোনও ভুল যদি তোমার নিস্তব্ধতায় মেঘমালার উল্কি আঁকে, আজকে তবে কেন সব পুরনো কথা অনুযোগের সুরে ডাকে?অনেক বছর পরে আজ তুমি এলে বলে স্বপ্নকে বলি বাঁচো,কি জানি হয়তো সে ভুলের বিভীষিকায় বিচলিত মুখ আর ভাঙ্গনের পসরা মেলে তুমি অভিমানে মিশে আছো।সেদিন অচেনা পাখির ডানায় ভেসে আকাশ ছুয়েছোঁ,যে আকাশে মেঘ ছিলোনা, ছিলোনা বর্ষার প্লাবন, তবুও তোমার অধর বেয়ে ঝড়ে পড়ে অবারিত চুম্বন।কিভাবে তুমি করবে স্নান,শুনবে রাতভর বান ঝরানো শ্রাবণ গান।ব্যাস্ত রাস্তায় একা হেঁটে চলা,গাড়ির বনেটে চুইংগাম ছুড়ে মারা, সবই গেছে আজ বুনো সুখে রাতের তারায়।তোমার টোল পড়া গালে হাসি হাসি মুখ কষ্ট বাড়ায়,পথ ছেড়েছিলে কিসের টানে, এখনও রাত্রি জাগো কোন বাধনে সঙ্গোপনে,আজও যেখানে বাতাসের গন্ধ হারায়?এখনও মাঝ রাতে যখনই বৃষ্টি নামে কবিতার পাতা ছিঁড়ে আমি নৌকা ভাষায় জলের প্রবাহে।হাজার স্মৃতির জমানো সুখ নিমেষেই উড়িয়ে দেই শুকনো পাতার ভাঁজে,জোনাকির পালক আর কবিতার সুখ মিলেমিশে একাকার,তোমার ওপাশে দাবানল আর এপাশ টাতে একরাশ অন্ধকার।এখনও স্মৃতির রাশ ধরে হ্যাঁচকা টান দেয়, সেই সে বালুর মাঠে পায়ের সাথে পা মিলিয়ে পথ চলা।ঘুম কাতুরে এক অর্থহীন সুখ আমি, এখনও রাত জাগানিয়া সেই অভ্যেসে কবিতার রাশ টানি।জানালায় বসে থেকে শুধু আকাশ টা দেখতে তুমি নিসচুপ, আমি শার্টের বোতাম খোলা অবাক তাকিয়ে থেকে দেখতাম শুধু তোমার ফোঁটা ফোঁটা ঝরে পড়া রুপ।অসভ্যতার মৃদু সঞ্চারে তোমাকেই আহ্বান ,কত আর চোখ রাঙ্গাবে আমি যে তোমার হৃদয়ের গুঞ্জন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.