নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

এই চোখেই তোমার ঠিকানা, এই চোখেই তুমি স্বপ্ন।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৮

যতই হোক স্বপ্ন বদল, দমকা বাতাসে ধূলিকণা গুলো মেঘ দানবের ক্যারাপেসের কোটরে আশ্রয় নেবেই।ভালবাসার আসা যাওয়া, এটা একটা আবেগী মিথ মাত্র, গল্পের পর গল্প জন্ম দিয়ে প্রবাহিত হয় সীমানা থেকে সীমাহীন।যন্ত্রণার অনুশাসন সামাল দিতে গিয়ে বিবাগী রাত ভোরের কথা ভুলে যায়।সুদীর্ঘ সব অবরুদ্ধতা বিদীর্ণ করে আমার পুরোটা অস্তিত্ব জুড়ে প্রবাহিত হচ্ছে বীভৎস সেই ক্ষরণ বাদ্য, আমি প্রকম্পিত, উদ্ভ্রান্ত, ও ভাবলেশহীন চোখে শুধু মুগ্ধতায় চোখ পেতে চলেছি।কোনও ভাবাবেগ নেই, পিছুটান নেই, বিপন্ন হওয়ার ভয়ও নেই।নিঃশ্বাসের ভাঁজ ধরে কখনও কখনও আপনবোধের ঢেউ এসে আছড়ে পড়ছে আমার বুক পাঁজরে প্রতিরোধের স্রোতধারায় ,আর আমার সঙ্কুচিত সত্ত্বাকে আন্দোলিত করছে মুহূর্তে মুহূর্তে,আমি ভাসছি, আমি হাসছি আর নিজের প্রিয় সময়গুলিকে বিভাজিত করছি কুসুমিত সুখে।অবসাদের স্বর্গরাজ্যে যতই অবিশ্বাসের দৌড় ঝাপ প্রবাহিত হোক না কেন, কখনও মেঘ ভেঙ্গে বৃষ্টি নামবেনা ওখানে, ধুয়ে যাবেনা কোন থেকে কোনে জমে থাকা অবাধ্য বোবা সুখগুলো।জানালার গ্রিলে হাত রেখে এখনও আমি অনাগত বোধিসত্তার প্রলয় দেখি, জোনাকি পোকারা ঝাঁক বেঁধে ঘাসফুলের সুগন্ধি খুজে ফেরে, আর আমি খুঁজি আলোক দলায় স্বপ্নের ঝিলিক।এখন আর অন্ধকারের কাঁধে চেপে শূন্যতার পানে চেয়ে কোনও আস্ফালন চোখে পড়েনা,নিস্থব্ধতার বুক ভেঙ্গে অশুভ বাদুর জংলিপনায় উন্মত্ত শব্দও করেনা, আমিও চেয়ে থাকিনা রাতের আকাশে নস্টালজিয়ার অপেক্ষায়।যেখান থেকে শুরু হয়েছিলো সেখানেই ফিরে এসেছি, অপেক্ষার সাথে আমার অনাদিকালের দ্বন্দ্ব,সমঝোতার আদলে শ্বেতশুভ্র অনুনয় কম বিন্যস্ত হয়নি দু চোখের কোন জুড়ে।এ চোখ, সে চোখ করে এখনও আমার চোখে স্বপ্ন হয়েই বেঁচে আছো।কেন জানো?রেটিনার কোল জুড়ে তুমিত্তের মুগ্ধতা লেপন করে রেখেছি অনন্তকাল ধরে।যে ছুতোয় তুমি উষ্ণতা বদল করোনা কেন,আমার চোখ জুড়েই তোমার আনাগোনা, আমার চোখের চারিপাশ জুড়েই তোমার অনন্তকালের উচ্ছ্বাস।যে প্রভাতেই তুমি শুদ্ধস্নাত হওনা কেন,এই চোখেই তোমার ঠিকানা, এই চোখেই তুমি স্বপ্ন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ২:০০

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: ;)
ভাল লিখেছেন শুভেচ্ছা রইল।

১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১২

স্বর যন্ত্র বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.