নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

আজও আমার আকাশ জুড়ে ছেয়ে থাকে

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৭

আজও আমার আকাশ জুড়ে ছেয়ে থাকে অবারিত জাফরানি রঙের অশুভ এক আলোকছটা,তীব্রতার বাঁধ ভেঙ্গে আবেগগুলো বিস্তর নিশ্ছিদ্র, কখনও কষ্ট গড়িয়ে পড়তে চায় কখনও আনন্দের আতিসজ্যে উদ্বেলিত।কষ্টটা বাড়ে তখনি যখন রাত হয়, আধার নামে, শুক্লাপক্ষের রাশ টেনে আমি ঊর্ধ্বমুখী হই,শ্বাস নেই, দীর্ঘশ্বাস নেই, তারপরও রাত্রিগহবরে আশায় ভর করে এক ঝাঁক উলাকপিন্দের খুনসুটি চোখে পড়েনা,এ থেকেই বুঝে নেই তুমি এক গ্রহে আর আমি ভিন্ন গ্রহে।এ সত্যি আমি জানি, চলে যাওয়া বলে কিছুই নেই, শুধু ফিরে ফিরে আসা,একশো বছরের জীবনকালের মাত্র পাঁচটি বছর তুমি নিয়ে চলে গেছো,বাকি বছরগুলি আমি অতিক্রম করবো তুমি, তুমি আর তোমাকে নিয়ে,তারপরও তুমিহীনা আমি, একাকী,অন্তর্মুখী।এ বিভক্তি মেনে নেওয়া যায়না,দয়িতার স্বপ্ন প্রবাহের আক্রোশে জলকণা ছুটে বেরোয় অনেকগুলো উপশিরার ব্যাবচ্ছেদ করে।আমি অনর্গল শুদ্ধতার সেচ করে যাই এপার থেকে ওপার।শ্যাওড়া গাছে জড়িয়ে থেকে যতই পরগাছাগুলো বেগুনি রঙের ফুল উন্মোচিত করুক না কেন,ভরা বর্ষায় পথের পাশে ফুটে থাকা কদমফুলের সৌন্দর্যের কাছে ভীষণ ম্লান মনে হয়।উদ্ভ্রান্তের মতো ভর দুপুরে ছুটে যাই পুরনো সেই ইউক্যালিপটাস গাছের গোঁড়ায়,ওটাকে বেষ্টনী করে জড়িয়ে আছে অনেক বছরের প্রাপ্তি, অপ্রাপ্তি আর আদিখ্যেতা।একসময় এই গাছটাতে সারস পাখিদের আনাগোনা ছিল নিয়মিত,এখন আর তেমন একটা দেখা যায়না,শুধু একটি সারস মাঝে মাঝে মগ ডালে চুপচাপ বসে থাকে একাকী সঙ্গিহীন,একমাত্র সারস পাখিই একবার সঙ্গিহীন হলে দ্বিতীয় সঙ্গীর খোঁজ করেনা,একাকী নিঃসঙ্গ জীবন পার করে দেয়।আমরা পারিনা, আমরা সঙ্গী খুজে নেই,কিন্তু মনের মাঝে যে সারস পাখির বাস সে কখনও হারিয়ে যায়না,মনে মনে খুজে ফেরে সেই পুরনো সঙ্গীকে আজীবন, আমৃত্যু।তাইতো বারে বারে ইউক্যালিপটাস গাছের গোঁড়ায় ছুটে যাওয়া।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.