নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

কল্পনার জলরাশি নিংড়ে ঘ্রীনার শাঁস গুলো মুলোৎপাটন করি স্বতঃস্ফূর্ত সুখে .........

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৮

কল্পনার জলরাশি নিংড়ে ঘ্রীনার শাঁস গুলো মুলোৎপাটন করি স্বতঃস্ফূর্ত সুখে, আমি আবেগের ক্লান্ত ডানায় এখন আর কোনও পরিপাটি রঙ্গিন ভাঁজ খুজে পাইনা।ভীষণ নির্লিপ্ত, এলোমেলো, বিবর্ণ এখন ওগুলো।একটি একটি করে গোলাপ ছিঁড়ে গোলাপের বাগান উজাড় করে ফেলতে পারো তুমি অনায়াসে,কিন্তু তাতে কি বসন্তের আগমন থমকে যাবে কখনও?এ এক অবান্তর প্রত্যাশা।প্রতি মুহূর্তে তুমি স্মরন করিয়ে দাও আমাতে বিলীন হয়ো না,প্রেম একটা আগুনের আঁধার,হৃদয়ের স্পর্শ পেলে অনবরত ফোসকা ফেলে।আমি আচম্বিত ও মৃদু হেসে আত্মসমর্পণের মুক্তাঙ্গন খুলে বসি, আর ভাবি,যার পুরোটাই দাহ্য তার আবার পোড়ার ভয় কিসের?তুমি কি একবারও অনুভব করো?তোমাকে অবাক করা অন্ধকারের স্রোতে নিযুত বছরের আগমনী সুখ উৎসর্গ করেছি,তুমি মুগ্ধতা পান করো, অনুরাগে সিক্ত হও আর স্রোতের পর স্রোত ভেঙ্গে সেই অনবদ্য সূর্যালোকের অপেক্ষা করো।সোজাসাপটা বেচে থাকা আমার, একটি ছোট্ট ঘর, তার চার দেয়াল, ঘরময় বীভৎস, বিকট ঘ্রীনার আরোহণ, আর দু পাশে দুটি জানালা।আমি নিরন্তর চেয়ে থাকি জানালার ওপাশের ছাতিম গাছটায়,যার ডাল জুড়ে অস্পষ্ট ঝিঝি পোকার একঘেয়ে আবাহন।এতসব জমাটবদ্ধ ভাবনার মাঝেও তোমার অনাবৃত চোখ আর মিষ্টি হাসিতে বুঁদ হয়ে থাকি জীবন ভর।ক্রমশ ভাবি,এখানেই থমকে যাবে হয়তো ভাললাগার উদ্যত সুখ,তোমাকে নিবৃত করার দুরাশা কখনই করা হয়নি,চোখের কনীনিকার ঝিলিক জুড়ে তীব্র দাহে মোহগ্রস্থ উল্কি আঁকা হয়নি এ যাবৎকাল।অন্তহীন উপেক্ষার গুঞ্জন আমি হাসি মুখে বিসর্জন দিয়ে চলেছি প্রতি মুহূর্তে।এতো সব বিরুদ্ধ প্রতিবাদ মোটেও স্বপ্ন বিমুখ করাতে পারেনি আমার বুক পাঁজরের অন্তরকোষে জমে থাকা অদেখা ছটফটে প্রজাপতিটাকে।আমাকে ফিরিয়ে দাও, যত ইচ্ছে,আমাকে মন্ত্রমুগ্ধ করো হাজারো কল্পনার মিথগল্পে, ঐ রাজ্যের যা কিছু অগ্রাহ্যকর, যা কিছু অবাঞ্ছিত সবকিছুর সাথে আমি মিলেমিশে একাকার হয়ে রবো।তবুও নির্বিকার অনুনয়, যদি পারো উষ্ণ চাদরের ভাঁজে নরম বুনটের স্বপ্ন গুলোকে আরও একবার শানিত করো অবাধ্য চোখের অনিচ্ছুক প্রতিবাদে,দ্বৈত পথের বাঁধ ভেঙ্গে অকারন স্পর্শ করে যেতে চাই তোমার পশমি কোমলতাকে শতবার।পরিহাসের আবদ্ধ দরজার চৌকাঠে আমি ন্যুজ,আমি নতজানু তোমার নির্বিঘ্ন চোখ রাঙ্গানিতে,আমি শীতল,স্নিগ্ধ,নিমগ্ন তোমার নির্লিপ্ত সুখে,আমি তোমার অবাধ্য দু বাহুর অরক্ষিত প্রকোষ্টে প্রান্তহীন নীল বর্ণ হয়ে বাঁচতে চাই।আমি দগ্ধ হতে চাই তোমার অযুৎসই আগুন আয়োজনে। দেখছি, চেয়ে চেয়ে দেখছি, তুমি অনুযোগহীন, নির্বাক জলোচ্ছ্বাস।আর আমি তোমার অনন্তকালের স্পর্শ পাগল মেঘ বালক।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.