নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

এটাই জীবন, আহা, এটাই কি জীবন?

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩০

প্রায়শ তোমার দমহারা স্বপ্নগুলো কেন রোদ মাখে শ্যাওলা জমা ছাদের কোনে, অকারণে কেন চোখ বুজে আসে হাতে হাত রেখে অন্তরিত হওয়া অভিমানে।বিছছুরিত ঘ্রীনার প্রবাহ মাঝ দুপুরের সারাটা মাঠ জুড়ে বাতাসের অসংযত ঘূর্ণিস্রোতে অল্প অল্প শব্দ ছুড়ে নির্ভরতার বুকে পাতা কানে কেন মন ভাঙ্গনের গল্প শোনায়।জানিনা আর কত তুমি বাঁক নেবে এই জীবনের ফাক গলে গলির শেষে সকাল সন্ধ্যা বিকেল বেলায়?প্রভাতের হাত ধরে কত আর বিভ্রান্তির বোধ নিস্প্রভ করে কল্পনায় উত্তরনের স্বাদ বিষণ্ণ করে দেবে তোমার হাসি কান্নায় দ্রবীভূত চোখের অগুন্তি অনলবাস?পাখির পালকের আলতো সুখে কোমলতার কি এমন মায়ার বিভ্রাট,যার জন্য ইচ্ছেরা সব হৃদয়ে সুরক্ষার পরদা ছিঁড়ে এপার অপার ছুটে চলে? তন্ময় হয়ে শুধু ভাবি চোখ জুড়ানো বাষ্পীয় সুখে তাকে নিয়ে যত কথা হয়, নির্জনে আর নিরালায়,তারপরও কেন সুখ বলে যায়,তোমার হাতেই আমার যত গল্প থেকে যায়?এখনও নির্বোধের মতো এদিক ওদিক চেয়ে ভাবি অবাধ্য প্যাপিরাসের বুক ভারি করা চিঠির ভাষায় লেখা অপ্রাপ্তির গল্পগুচ্ছ দিনশেষে কেন আমার আমার চোখের পাতায় ঘুমের ব্যারিকেড ভেঙ্গে দেয় ব্যুৎপন্ন ভঙ্গিমায়?ক্লান্তির তাপদাহে মাঝরাতে কেন সমরেশের জট ছেড়ে কমিকস কল্পনায় এ মন ডুবে যায়?লিগি নদীর জলপ্রবাহ যদি আজ সংশয়ের প্রাচুর্যতায় ঘনীভূত হয়ে মরূদ্যানে কুয়াশার রুপ খুজে পায়,জলোচ্ছ্বাসের সে উপত্যকায় কেন ষোড়শীর নুপুরের রিনিঝিনি শব্দ ছাড়াই এলোমেলো ছন্দের গান বেঁধে যায় মন থেকে মনান্তরে?এখনও প্রশ্ন করিনি ঘুম পিয়াসী মন কেন ঘাস বালিসের পরতে কুয়াসার বান খুজে পায় বিষাদের ঢেউ খেলায়?তুমি চোখ মেলো,চেয়ে দেখো এ পাড়াতে আজকাল অভিমানী জোনাকিরা কেন দল বেঁধে ঘুম পাড়ানি সুখে মেঘ তাড়িয়ে ঘরে ফিরে যায়?শহর জুড়ে পড়ে আছে অনভ্যস্থ শুন্যতার যুগ,তবু কেন হলকা বাতাসে তাতানো মোমের আলোয় নিবু নিবু করে হৃদয়ের শেষ ভাবনাগুলো, পৌনঃপুনিকতায় পরিবর্ধন করে শব্দ দ্বন্দ্ব আর কক্ষচ্যুত মধ্যরাতে প্রশ্নের মিছিল?নিলাশার মেঘ আজ তার হৃদয়ের রং হারিয়ে অনন্তের পথে স্বপ্নের ফেরারী শেষ ট্রেন ,তাই বুঝি শুষির যন্ত্রের বাদনে তিগ্মতার সূক্ষ্ম সুখ নিমেষেই চুরি করে কক্ষচ্যুত মধ্য রাতের লক্ষ কোটি উল্কাপাতে অপ্রাপ্তির ফসিল?ভোরের অনেক আগেই কেন মেঘ বালকের ঘুম ভেঙ্গেছে, আজ অবধি এ রহস্য সংশয়ের ঘেরাটোপে আবদ্ধ।তুমি কি বলতে পারো স্মৃতির পথে এখনও কোনও শিউলি ফুলেরা দল বেঁধে স্বপ্ন জোড়ে,শিশির সিক্ত সুবাস দিয়ে যায় রোদ পালানোর অনেক আগে।প্রতিবাদের মন্ত্র ভেঙ্গে ভালবাসার প্রলেপ মেখে শ্রাবণ বসন্তের বোধ ভুলে চয়নিকা ক্যাফের পুরনো টেবিল জুড়ে একরাশ জলছবির আসা যাওয়া, মন ছুয়ে দেখ এখনও সেই পুরনো রঙের মাখামাখি,এখনও কত রং রেনুর সময় ভেঙ্গে চুরমার করা আস্ফালন।হয়তো ওখানেই থেমে গেছে জোসনার দুঃসময়,দু চোখের তীক্ণ্সতায় প্রতিশ্রুতির সম্প্রদান,মোহগ্রস্থতার উন্মাদনা,ছক কেটে পৃথিবীর সব সুখ বিসর্জন।এটাই জীবন, আহা, এটাই কি জীবন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.