নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

মানুষ তার পূর্ণ জীবনচক্রের যে কোনও পর্যায়ে

২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৩

মানুষ তার পূর্ণ জীবনচক্রের যে কোনও পর্যায়ে যখন বড় ধরনের সংকটকাল অতিক্রম করে, তখন তার জীবনধারা দুই পথের কোনও একটা পথে পরিচালিত হয়, একটি হল নেতিবাচক পথ অন্যটি হল ইতিবাচক পথ।কেউ কর্মমুখী হয় কেউ কর্ম বিমুখ হয়, আমি ভীষণ কর্মমুখী একজন মানুষ, জীবনের অপরিহার্য সংকট উত্তরন ও নেতিবাচক পথ পরিহারের প্রয়োজনে আমি আমার কাজের মাঝেই প্রান খুজে পাই, কাজই আমাকে শারীরিক সীমাবদ্ধতা ও মানসিক অশান্তির কথা ভুলে থাকতে সাহায্য করে,আমার কাজটি সৃজনশীল কাজ,তাই পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলা ও দায়িত্ববোধের জায়গা থেকে প্রকল্পের খুঁটি নাটি বিষয়গুলি সুচারু ও পরিপূর্ণভাবে সম্পন্ন করার মাঝেই আমার জীবনের উচ্ছ্বাস নিহিত থাকে, যেহেতু বিজনেস করি তাই সময়ের সদ্ব্যবহার ও যৌক্তিক উচ্চাকাঙ্ক্ষা আমাকে প্রয়োজনের অধিক সময় কাজের মাঝে আবদ্ধ রাখে,এবং এভাবেই আমি অভ্যস্থ।অপরপক্ষে যে সকল মানুষ গুলো তার জীবনকে ফেসবুকিও চৌহদ্দির মাঝে কিংবা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে নিজেকে বিবেচনা করে, তাদের কাছে আমার জীবন ধারা অনেকটা অস্বাভাবিক ও অপ্রয়োজনীয় মনে হয়,আমাদের বাঙ্গালীর প্রথাগত অভ্যাসের কারনেই তারা ধরে নেয় আমি যা করছি সেটা জগত সংসারের অনেক বড় একটা ক্রাইম,ব্যাপারটা কিছুটা এমন যে আমার নিজের কাজে এভাবে মগ্ন থাকার কোনও অধিকার আমার নেই, তারা মনে করে তারা যা করছে এটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ম ও উৎকৃষ্ট পন্থা, এভাবেই জীবন চালাতে হবে আর আশেপাশের মানুষ নিয়ে অকারন ও নোংরা সমালোচনায় ব্যস্ত থাকতে হবে।এই মানুষ গুলোকে কোনও ভাবেই বুঝাতে পারিনা সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে প্রত্যেকটি আলাদা আলাদা মানুষের জীবন দর্শন ও কার্যবিধি একদম আলাদা অর্থ আবিস্কার করতে পারে, এই পৃথিবীর অনেক মানুষ আছে যারা মৃত্যু অবধি জীবনের ভিন্ন রকম মানে খুজে পায়, যারা তার জীবন কে কাজ কম আর গল্প বেশী করে কাটাতে অভ্যস্থ নয়।বেশিরভাগ সময় সামনের মানুষ টাকে তার মতো করে না ভেবে আমাদের নিজেদের মতো করে ভাবি, আমরা মনে করি আমি এখন ফ্রি সময় পার করছি আমার সামনের মানুষটাও নিশ্চয় আমার মতো চাকচিক্যে মোড়ানো আলগা সুতোর ঘুড়ি হয়ে উড়ছে।এভাবে বোকার স্বর্গে না থাকাই ভালো, এতে কষ্ট বাড়ে।এবার আসি রিলেশনশিপ গোল প্রসঙ্গে,অন্য সব মানুষের মতো আমিও বিশ্বাস করি যে প্রিয়জন,বন্ধু, আত্মীয় স্বজন সবাই কে সময় দেয়া প্রয়োজন,তবে সেটা দায়িত্ববোধ ও কর্মঘণ্টা কে পাশ কাটিয়ে নয়,অবশ্যই অবসর কিংবা কনভেনিয়েন্ত কোনও সময়ে।জীবন আমাকে শিখিয়েছে লাইভ লাইফে প্রতিটা মুহূর্তকে কাজে লাগানো কতটা জরুরী,ক্যান্সারের চিকিৎসা চলাকালীন সময়ে আমার আশেপাশের অনেক মানুষ কে হাহাকার করতে দেখেছি শুধু ডাই কারবাজিন কেনার টাকা জোগাড় করতে পারেনি বলে,আমি এমন অনেক কে জানি যারা তাদের পড়াশুনা ও সংসারের দায়িত্ব পালনের জন্য সময়ের অনেক আগে রোজগারে অভ্যস্থ হয়ে গেছে, জীবনের কঠিনতম সময়ে কেউ তাদের পাশে এসে দাড়ায়নি।তখন আমার কাছে মনে হয়েছে মানুষের জীবনে টাকার প্রয়োজন শুধু আরাম আয়েশের জন্য নয়,জীবন কে বাচিয়ে রাখার জন্য ও প্রয়োজন।আপনারা যারা দুইবেলা অফিস আর নিয়ম করে সারাবেলা ফেসবুকের মাঝে নিজেকে উজাড় করে দিয়ে সামনের মানুষটির নিরলস জীবনযুদ্ধ কে উপেক্ষা করে তার গতিবিধি প্রশ্নবিদ্ধ করার অকারন চেষ্টা করে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ, দয়া করে অন্যকে দোষারোপ না করে, নিজের চিন্তাশক্তি প্রসারিত করুন, মনের শুদ্ধতা আনুন,ভাবতে ও বিশ্বাস করতে শিখুন যে আপনিও ভুল করতে পারেন, আপনারও শুদ্ধতা প্রয়োজন।যদি কাওকে প্রিয়জন কিংবা বন্ধু ভেবে থাকেন তবে তার সব সীমাবদ্ধতা আগে মেনে নেওয়ার চেষ্টা করুন।

বিঃদ্রঃ আমিও মানুষ, আমার মাঝেও আবেগ,ভালবাসা, স্বপ্ন ও ঘৃণা কাজ করে, কিন্তু জীবন আমাকে শিখিয়েছে কিভাবে একা চলতে হয়, কিভাবে বিরুদ্ধ বাতাসে প্রান ভরে না হলেও অর্ধ প্রান নিঃশ্বাস নিয়ে বেচে থাকতে হয়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: কি হয়েছে বলেন তো?
সমস্যাটা কি?

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২১

স্বর যন্ত্র বলেছেন: কিছু মানুষের অভিযোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে আর নিতে পারছিনা, কাজের চাপের কারনে স্বতঃস্ফূর্ত ভাবে খোঁজ নিতে পারিনা তার জন্য রীতিমতো অসন্মানসূচক মন্তব্য করে,তাদের মন্তব্য শুনলে মনে হয় আমার আত্মসন্মান ও ব্যাক্তিত্ত তাদের কাছে বিক্রি করে ফেলেছি, নিজের কাজে এনগেজড থাকাটা আমার জন্য বিশাল বড় একটা পাপ মনে হয়।

২| ২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫

ময়না বঙ্গাল বলেছেন: বরকত হোক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.