নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

পার হয়ে যাচ্ছে দুর্নিবার সব কল্পকথা

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৫

পার হয়ে যাচ্ছে দুর্নিবার সব কল্পকথা,অনেক আয়োজন করেই খোলা আকাশের নিচে অশুদ্ধ কমনীয়তার বাঁধ ভাঙ্গতে বসেছিলাম এবেলায়।শুনেছি মেঘেরাও নাকি অভিমানী প্রজাপতির মতো মুখ ফিরিয়ে নেয় তোমার আমার পাশে বসাবসির ঈর্ষাকাতরতায়,স্পর্শের অনুভূতির কথা না হয় বাদই দিলাম,তারপরও তোমার কণামাত্র অনুগ্রহ আমার গচ্ছিত রাখা অপরিপক্ক শ্রাবনীয় বিরহ অকারন উচ্ছলতার প্রতিবিম্ব তৈরি করে সারাটা স্মৃতি জুড়ে।এককালে ভালবাসার রসায়নের অসামঞ্জস্যতার গড়নপিটন প্রবল থাকা সত্ত্বেও পদাবলীর অনুসরনে ভুলকে বিভ্রাট ভেবে চারপাশ থেকে অপ্রাপ্তির আগাছাগুলো ছুড়ে ফেলেছিলাম অবলীলায়।কে জানতো সহনশীলতার চক্রগতি আমাকেও আগাছা ভেবে দু’পায়ে মাড়িয়ে যাবে যাচ্ছে তাই ভাবে, বিয়োজনের শেষ অনুচ্ছেদে আমিও অঙ্গীকার করেছিলাম ফিরতি পথে চোখের জল রেখে যাবো ধুপ জ্বালানো সন্ধ্যাবেলায়।অনুভুতির স্বপ্নগ্রাস নৃশংস ভাবে কুরে কুরে খাচ্ছে অফুরন্ত নিঃশ্বাসের প্রতিটা বাস্পবিন্দুকে।যতবার আমি তোমার চোখের জয়োন্মত্ত নগ্ন উল্লাস দেখি,প্রতিবারই নিজেকে হারিয়ে ফেলি, মুগ্ধতায় অনিদ্য সব সপ্নগোলক আবিস্কার করি।তুমি বারে বারে বলতে আমি নাকি অপ্রাপ্তি আর অসম্পূর্ণ এক কষ্টের জলাধার, তাই কখনই ভালবাসার প্রাপ্তি স্বীকার করনি তুমি।আমি যুক্তিহীনতার বাধ্যগত ডৌল হয়ে ড্যাবড্যাবে চোখে ক্লান্তিহীন ভাবে মোহগ্রস্থতার বিব্রত বোধ বহন করে গেছি তোমার কপটচারীতার সবগুলো মুহূর্ত বদলের ক্যানভাসে।সকাল সন্ধ্যা,মাঝরাত অবধি তোমার শ্বাসরুদ্ধকর অস্থিরতায় আমার এক মুহূর্তের স্পর্শ তোমাকে ঠিক কতটা উদ্বেলিত করেছিলো জানা নেই, কিন্তু এটুকু বুঝতে পারি আমার আবেগ,অনুভাবনা ও ইচ্ছেশক্তির ঘনত্ব তোমার অবহেলার চারকুঠুরির চয়নীয় প্রচেষ্টা ছাড়া অন্য কিছুই প্রসারিত করতে পারেনি কোনও নীল নির্জনে।চিত্রিত জীবনে বিষণ্ণতার ঔপম্য খুঁজতে খুঁজতে ইচ্ছেগুলো বিকলাঙ্গ হয়েছে।ক্ষত-সংরহনের যত অবিকৃত সুখ তুমি নিজের মাঝে লালন করতে পারনি, তার চেয়ে বহুগুণ ভালবাসার ব্যুৎপত্তি বপন করেছি রাতের পর রাত জেগে। শুধু জেনে রেখো নিস্থব্ধ পৃথিবীতেই বাস আমার, যেখানে বাতাসের উথাল পাথাল সুর যন্ত্র আমাকে বিমুগ্ধ করে যায় আনমনে, তুমি যতবার চিৎকার করে আমায় ডাকবে, ঠিক ততবারই প্রতিধ্বনি শুনতে পাবে,আর্ত চিৎকারে তোমার ওষ্ঠ শুকিয়ে বিবর্ণ রুপ ধারন করবে, কিন্তু প্রতিউত্তর পাবেনা কোনও কালেও।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

আখেনাটেন বলেছেন: যে হবার নয় সে কোনো দিনই কাছের মানুষ হবে না। তাকে ছেড়ে অন্য দিকে মন দেয়াই বুদ্ধিমানের কাজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.