নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

যদিও লালসার মেঘ আমাকেও আচ্ছাদিত করে

১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪২

যদিও লালসার মেঘ আমাকেও আচ্ছাদিত করে, আমিও হিংস্রতার বীজ অবমুক্ত করি এ সমাজের আনাচে কানাচে নিয়মিত অবাধ্যতায়,পুনর্বার সব উদ্বেগ ভুলে দুস্বঃপ্নের আদলে মৃত্তিকার শরীর ভেঙ্গে ভাবনাগুলোকে আকারবদ্ধ করি দিনভর,কখনও স্পষ্ট হয় কখনও আবছা অবয়ব দৃশ্যমান,অপ্রাপ্তি ও সংকোচের ছায়া ঘুরপাক খায় ছোট ছোট ব্যাল্কনি জুড়ে।তারপরও মনস্তাত্ত্বিক যুদ্ধ আমাকেই প্রতিনিয়ত অপ্রাপ্তির দায়ে দ্বিখণ্ডিত করে, আমি ক্লান্ত হই আবার প্রাণবন্ত হই,জলোচ্ছ্বাসের বুক ভেঙ্গে শুন্যতার রাজ্যে প্রত্যয়ের প্রান অনুসন্ধান করি।অতপরঃ ঘৃণার বিষাক্ত স্রোত গুলো প্রতিধ্বনি হয়ে ফিরে আসে একের পর এক।এখনও শেষ রাতের দিকে উন্মুক্ত জলাধার ভেঙ্গে উদ্দেশ্যহীনভাবে ছুটে চলি কষ্টের পুনর্বাসনে,অবারিত শরণার্থী শিবির অতিক্রম করি দিকবিদিক কনকনে বাতাসের তীক্ষ্ণ ধার কেটে কেটে।পক্ষান্তরে সবগুলো মৃত খেয়াল আবারও জাগরিত হয় পক্ষকাল জুড়ে, কখনও ঘন অন্ধকারে কখনও শুক্লাপক্ষের কোল ঘেঁষে।এতটুকুই স্বপ্ন মাখা সুখ নিয়ে নির্দ্বিধায় সন্ধ্যাকাশে একটার পর একটা নক্ষত্র সাঁজাই আনমনে, কখনও ঈশানে কখনও নৈঋতে।ঝুল পড়া অট্টালিকায় তক্ষকের অবিরাম মাতম কতটা বীভৎস সুখ এনে দিতে পারে জানো কি?এখন অপরাহ্ণ,স্বৈরিতার গনগনে তাপ অন্তপ্রায়,অপ্রাপ্তির সবগুলো নিরেট অনুভুতি আমার মহাকালের ঋজুতা ভেঙ্গে চলেছে অসময়ে।অবহেলার ক্ষুদ্র বিন্দুও অনেক বেশী কষ্ট পরিবাহী হয়, বিক্ষিপ্ত হয়ে ছুটে বেড়ায় প্রান্ত বদলের অবিরাম নেশায়।আমিও অন্তহীন শোক যাত্রায় নির্বিঘ্নে মিশে যাই কোনও রকম আত্মশুদ্ধি ছাড়াই।রোদসীর চাকচিক্কে উদ্ভ্রান্ত হয়ে ঝিঝি পোকারা নিসচুপ নিথর।শীতলতায় প্রশান্তির সব অন্তর্নিহিত কারন সীমাবদ্ধ নয় এ সত্যি সবার জানা।শিউলি তলায় বসে মাথা নুইয়ে তোমাতে লগ্নপত্র সমর্পণের যে উন্মাদনা ও উচ্ছ্বাস তা আজও অনবদ্য সুখ হয়ে আমার সততার প্রতিনিধিত্ব করছে।যদি সময়ের বাঁধ ভেঙ্গে অকারণে বর্ষা নামে,শেষ বিকেলে কখনও যদি নিসর্গের বাতাস উত্তপ্ত বিকেল অতিক্রম করে অনন্তের আরাধ্যে পর্যবসিত হয়।ভালবাসা ও বিয়োজনের মধ্যাহ্ন আবেগগুলো বড় বেশী আর্দ্রতারোধী হয়,একারনেই হয়তো প্রতি মুহূর্তে অপার্থিব অনুযোগের বিকিরণ ঘটছে মেঘেদের জটলা ভেদ করে,অন্ধকারের ঘনত্ব স্তরীভুত হতে হতে বিষণ্ণ রাতের আধার ঘেঁষে অসংখ্য উল্কাপাত।তুমি শুধু একটিবার আমায় প্রশ্ন করো,রাতের পর রাত জেগে তোমার প্রতিক্ষায় থাকা ইচ্ছেরা কি আজও অপরাজিত আছে?তোমার হেঁয়ালি দুরন্তপনায় আমার মুগ্ধতার অবতরন, কিংবা অবসন্ন স্বপ্নের বদলে কষ্ট আর নিঃশ্বাসের উষ্ণতায় চুম্বনের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর বিলাসী প্রতিবাদে কতটা রুপান্তরিত আমার ভাবনা,দেহ, মন? ভেবেছ কি তা বন্ধ চোখে কিংবা বিচ্ছিন্নতার দেয়াল ডিঙ্গিয়ে আমার ছায়া স্পর্শ করে??যুক্তির এই আবর্তনশীল উর্বর মৃত্তিকায় তুমি সাচ্ছন্দে বেড়ে ওটা একটি নীল অপরাজিতা ফুল ও বৃক্ষ, আর আমি ঠিক তোমার অদৃশ্যমান শিরা উপশিরায় ক্লান্তিহীন প্রাণশক্তি জোগান দেওয়া রসায়ন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.