নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছেতরী,..............

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

ইচ্ছেতরী,
সাবলীলভাবে তোমার উচ্ছলতার উত্তাপে দগ্ধ হচ্ছি মুহুরমুহ।তুমি জানো কি, আবেগের স্বপ্নবোঝা অন্তরিত হচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্তে।প্রায়ই আমার দমবন্ধ হয়ে আসে তোমাকে ভালবেসে।কখনও বলা হয়না সেখানে কতটা না বলতে পারার দাবানল ঊর্ধ্বমুখী হচ্ছে।কাল রাত নিরঘুম কাটিয়েছি, এক অজানা শংকা, এক অজানা অপেক্ষায়।আমি চাইলেই তোমার কণ্ঠস্বর শুনতে পেতাম অনায়াসে, কিন্তু কেন জানি সাহসের শক্তিবিন্দু গুলোকে একত্রিত করতে পারিনি মনের আনাচে কানাচে কোথাও।যদি অশুভ কিংবা অশুদ্ধ কোনও শব্দেরা বান ডাকে সেই ভয়ে।আবার ভাবতে পারো ভয়গুলোর ক্রমবর্ধমান স্থুপ আমাকে স্বপ্নবাজ করে তুলেছিল বার বার, বিশ্বাসের ক্ষেত্রফল আকাশের মতো বিশাল এখনও, তাই হাল ছাড়িনি।কি জানি কেন, তোমার ১৫/১৬ ঘনটার অনুপস্থিতি আমাকে অবিচল থাকতে দেয়নি এক মুহূর্তও।শুধু মনে হয় আমার আত্মার ছায়ায় তুমি বেড়ে ওঠো, রোদ ,বৃষ্টি ,ঝড়ে আমাকে আমাকেই আঁকড়ে থাকো।শুনেছি সব পথ ঘুরে তুমি সতিকারের স্বপ্নের পথেই আছো,আমি বাকহারা হয়ে পড়ি,আমি স্বপ্নকাতুর হয়ে পড়ি,তোমার আলোর পথের যে পাশে আধার, সে পাশ ধরে হেঁটে যাবো আজীবন,তোমার হাত ধরে।ইদানিং জীবন টাকে বড় বেশী অনিরাপদ মনে হয়, বড় বেশী স্বপ্নহীন লাগে, যদি আমি কোনও এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়, যদি আমার কণ্ঠস্বর আর তোমার অন্তপুর না পৌছায়,আমাকে খুজে ফিরনা যেন, তুমি শুধু আমার হয়ে একবার সমুদ্র স্নান করে এসো,জোসনার আলোতে অরন্যের বুক চিরে মেঘেদের লুকোচুরি দেখো,কখনও যদি সাধ জাগে সমুদ্রের তীর ঘেঁষে দিগন্তের আবছা আঁধারে জোনাকির মান ভেঙ্গো।কিংবা যদি সময় হয়, একটিবার আমাকে ভালবেসো।জানো কি?আমি আপাদমস্তক তোমাকেই ভালবেসেছি, কখনও ভাবিনি তুমিও ভালবাসবে আমায়, আশাও করিনি।শুনেছি এখন তুমি মাঝে মাঝে কিছু সময়ের জন্য মিস করো আমায়!!!তুমি কি জানো এটা আমার সাত জন্মের ভালবাসা পাওয়ার সমান???যখন কোনও অসম্পুরন উপন্যাসের বুক চিরে আমি মুগ্ধতায় উন্মুক্ত হই,আমার দুচোখ বেয়ে অনায়াসে ঝরে পড়ে বিগলিত সব অভিমান, সেই সাথে ভালবাসাও।এখন আমার জীবনের একটাই চাওয়া, কোনও ভাবেই তোমাকে যদি বুঝাতে পারতাম কতটা ভালবাসি তোমায়...

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৩

কানিজ রিনা বলেছেন: আত্বিক প্রেমের লেখা বলেই মনে হোল।
বিশেষ ভাবে ধন্যবাদ।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৮

স্বর যন্ত্র বলেছেন: আমার কাছে তো প্রেম মানেই আত্মিক প্রেম, অন্য সব প্রেম তো আত্মিক প্রেমের শাখা প্রশাখা মাত্র।আপনার ভাললাগার অনুরণনগুলো আমাকে সন্মানিত করেছে, আমি মুগ্ধ সেই সাথে আপ্লুত।একরাশ ভাললাগা রেখে গেলাম আপনার জন্য।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৫

কানিজ রিনা বলেছেন: হ্যা আমি আত্বিক প্রেমকেই বিশ্বাস করি।
যেমন আল্লাহকে না দেখেই ভালবাসি।
প্রেম আত্বা আল্লাহ্ আমি এই তিন কে
এক করি, তিনে মিললেই তো এক আত্বা।
অভিনন্দন প্রতি উত্তরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.