নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

বেখেয়ালি স্বপ্নেরা পড়ে আছে ওপারের অন্য শহরে

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৩

বেখেয়ালি স্বপ্নেরা পড়ে আছে ওপারের অন্য শহরে,যেখানে অনাহুত কষ্ট কে পাশ কাটিয়ে বিমুগ্ধ প্রহরের বিক্ষিপ্ত শৃগালেরা হার মেনেছে গভীর নিঃসঙ্গতায়।নিঃশ্বাসের নির্দলা জটলা মনের অস্থিতে ঘুরপাক খাচ্ছে অনবরত। কিভাবে একরাশ আকাশ ছোঁয়া বিকেল আমার মৃদু বিনয়ের অনুযোগ টুকু আস্তাকুড়ে ফেলে দিলো অকৃত্রিম সুখে?রক্তজবা ফুলে কাল রাতের ঝরে পড়া অস্বচ্ছ শিশির জমিয়ে রেখে এখন আর ভুবন ভাঙ্গার গল্প হয়না, ডাঙায় ফেলে আসা কবিতার পাণ্ডুলিপি মাঝ সমুদ্রের উন্মাদনায় কত আর ভাঙ্গা স্বপ্নকে জোড়া দেবে?যেখানেই তুমি সম্ভাবনার অঙ্কুরের উৎক্ষেপণ দেখবে সেখানেই অবিশ্বাসের মিহিদানা ছিটিয়ে যাবে ভীষণ অবহেলায়।এটাই কি জীবন হওয়া উচিৎ?আমি জানি সাঝের অনুভুতিতে মঙ্গলালোকের অবিচ্ছিন্ন ঘাটতি থেকেই যায় এই অবেলায়।তবুও যদি তোমার অনুর্বর দোদুল্যমান স্বপ্নকাথা আমার বিষাদের স্বাক্ষী হতে পারতো একটিবারের জন্য।আমি অন্ধকারের কোষে কোষে তোমার উচ্ছ্বাসের জানান দিতাম কক্ষপথের এক স্থর থেকে অন্যস্থরে।প্রতিটা স্পন্দন শুধু তোমার হৃদপিণ্ডের অনুরণন হয়ে অনবদ্য প্রেমের গান শোনাতো যতবার শুনতে চাও ততবার ক্লান্তিহীন।এখন আমি স্পষ্ট বুঝতে পারি এক জীবনে যা হইনি এখন তাই হয়,তাই হচ্ছে, যতগুলো সন্ধির টারবাইন আমার হৃদপিণ্ডের গহীন প্রকোষ্ঠের যাঁতাকল রচনা করে গ্যাছে,সবগুলোকে একসাথে উৎসর্গ করলেও আজকের তুমিকে আবিস্কার করতে পারবেনা কোনও মহাকাল।তুমি আমার একটা বিশাল নীলাকাশ মাত্র,তোমার শৈলীতে বিশ্বাসের চারুকলা হয়ে রংতুলি ছোঁয়াই ভীষণ মুগ্ধতায়।তারপরও সেটা রঙ্গিন হয়না,যতবার রং ছোঁয়াই ততবার মনে হয় রঙের ঘাটতি থেকে গেলো বুঝি।আমি জানি তোমাকে রাঙ্গানো হবেনা এ জন্মে আমার।তুমি নিজেই এক অনিঃশেষ সৃষ্টি শৈলী, তোমার কাছে শুধু বিবর্ণ হয়ে বেচে থাকা যায়।জানাই হলোনা কতবার তোমার অমিমাংসীত চোখের সমুদ্রে স্নান করেছি আমি।কখনও তোমার ইচ্ছের দ্বন্দে, কখনও তর্জনী উপেক্ষা করে।এরপর অনিচ্ছের অপদেবতা আমাকে চোখ রাঙ্গিয়ে গেছে ধুসর বেলাভুমিতে আর আমি বেখেয়ালি স্বপ্নের পালক জড় করেছি তোমার না থাকা জুড়ে,যদি আরেকবার আলস্যের আড়মোড়া ভেঙ্গে জেগে ওঠে মৃত সুখের অপ্রত্যাশিত ভালবাসাগুলো।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৩

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: বেশ ভালো লেখা।সুন্দর সুচারু গাঁথুনী।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৯

স্বর যন্ত্র বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৫

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: শব্দের কি দারুণ কারুকাজ।কি দারুণ বুননশৈলী।
ভাল লেগেছে ভীষণ।

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৪

স্বর যন্ত্র বলেছেন: আপনার প্রশংশায় আমি উচ্ছসিত নই,আপনার উচ্ছাসে আমি সন্মানিত,আপ্লুত।ধন্যবাদ আপনাকে।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৭

কানিজ রিনা বলেছেন: বেশ ভাল লাগল। ধন্যবাদ

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৪

স্বর যন্ত্র বলেছেন: ধন্যবাদ রেখে গেলাম আপনার জন্যও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.