নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

চিঠির ভাঁজে ভাঁজে এখনও জমে আছে উদ্যত অহমিকার নির্বিঘ্ন আত্মপ্রকাশ

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৯

চিঠির ভাঁজে ভাঁজে এখনও জমে আছে উদ্যত অহমিকার নির্বিঘ্ন আত্মপ্রকাশ, কখনও আনমনা সুখে ভেসে ওঠে ভালবাসায় নিরুদ্দেশ হওয়া বিব্রত মুখখানা।নোনা বাতাসে বিবর্ণতার জলছাপ বড় বেশী অমলিন তোমার অপ্রাপ্তির বলীরেখায়।বিশ্বাসের প্রতি পরতে এখন অধিকারের ঘুণপোকা, এ কারনেই নিঃশব্দ স্বপ্নক্ষয় তোমার অভিমানকে কখনই বিরামহীন স্বস্তির নিরভরতা নিশ্চিত করতে পারেনি কোনও নিরবতার আবডালে।সুগন্ধির যতই বহুমুখী উৎক্ষেপণ থাকনা কেন, তা কখনই সৌরভের সান্নিধ্য কে অতিক্রম করে নয়।আমি জানি তুমি ভুলেই গেছো বিষ নিঃশ্বাসের অন্তরালে স্বতঃস্ফূর্ত আবেগের আস্ফালন, কখনও শ্রাবনে কখনও রাত্রির অবগাহনে।তোমার পৃথিবীটা সাজানো, গোছানো ,তাই ওখানে অসভ্য অনুপ্রবেশে আমি ভীষণ বিব্রত, জীবন তোমার, স্বাধীনতাও তোমার।তাই ভেবেই নিয়েছি ভুল গ্রহে ভুল করে এ ছিল আমার নিরর্থক উল্কাপাত।প্যাপিরাসের পাতায় এক গোছা ক্ষত অংকন করি এখনও আমি।তুমি নিঃশ্বাস নাও বিনা দ্বিধায়,অবলীলায়।শুধু অস্বস্তির গান শুনিয়ো না আমায়, কথা দিচ্ছি মনের অজান্তে কখনই ছিন্নভিন্ন আশার হাতটা আর বাড়িয়ে দেবোনা তোমার স্বাধীনতার ব্যারিকেড ভেঙ্গে।মায়াজালে বিমোহিত হতেও অবাধ্য হতে হয়, আমিও হই, পরক্ষনেই শুধ্রে নিই, এ তো সে নয়, যার আকাশে মেঘেরাও ঝরে পরে অবিরাম জল হয়ে।যখন অগোছালো মনস্বপ্নে তোমার অকাট্য অবহেলার চোখ রাঙ্গানী ধারন করেছি বকজুড়ে, হাসিমুখে, বিশ্বাস করো তখন ভাবিনি আমি নিম্নমুখি হচ্ছি পৃথিবী ছেড়ে, পায়ের নীচ থেকে মাটি সরে গেলো এক ছলকায়।এ যাত্রায় তরীবিহীন বিরুদ্ধ ছুট আমাকে বিচ্যুত করছে ভালবাসা নামক গোলক ধাঁধা থেকে।আমি প্রানপনে আঁকড়ে ধরে আছি ধরনী জুড়ে বিছিয়ে থাকা দূর্বাঘাসের শাখা প্রশাখা গুলো।একটু একটু করে হারিয়ে যাচ্ছি ভীষণ নির্ভার হয়ে নির্ভর করা স্বপ্নতরীর পাড় ভেঙ্গে।তোমার চোখ ভাবলেশহীন, তুমি নির্মোহ।তাই এ প্রান্তে এখন আর জলোচ্ছ্বাসের ঢেউ ওঠেনা,ভালবাসায় প্রান ও থাকেনা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: আবেগ কন্টোল করুন।

২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১২

স্বর যন্ত্র বলেছেন: আবেগ কন্ট্রোল করাটাও একটা আবেগ।বাস্তবতার নিরিখে প্রবল স্বতঃসিদ্ধ বাস্তববাদী মানুষ টাও আবেগের বেড়াজালে আবদ্ধ।ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.