নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চয় বিভক্তি ভেঙ্গে বিশ্বাসের বিন্যাস দেশপ্রেম কে বিন্যস্ত করবে নগরের আনাচে কানাচে।গুমোট বাতাসে শীতের ক্লান্তি বসন্তের জানান দেবেই।

স্বর যন্ত্র

প্রজ্জলনের অনির্বাণ অগ্নিশিখা আমি, শুধু সাদা আগুন, পুড়লে ফোসকা পড়েনা, ধোঁয়াও ওড়েনা..তাই নৈতিকতার স্বপক্ষে ফিরে যাই বারে বারে।

স্বর যন্ত্র › বিস্তারিত পোস্টঃ

প্রতিবারের মতো উন্মুক্ত আকাশে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১১

প্রতিবারের মতো উন্মুক্ত আকাশে উপুড় হয়ে ভেসে ওঠা প্রান ভঙ্গুর ভালবাসাকে ঋতানৃত করা হয়নি আজ অবধি,কি জানি, মৌসুমের শেষ বর্ষায় মরীচিকার শ্বাসগুলো হয়তো রং পাল্টেছে নীরবে।আত্মসমর্পণেরও নিজস্ব কিছু অসমাপ্ত দুরভিসন্ধি থাকে, বিশ্বাস করো অপার্থিব অনুসন্ধ্যায় বিরহের আবেদনগুচ্ছ আর অনাবৃত কষ্ট বুকে ধরে এক নিঃশ্বাসে প্রত্যাখ্যান করেছি পিত্তি জ্বলা মুখোস্মৃতির বারে বারে ফিরে আসা।প্রতিদিনই নতুন করে বাঁচি,ধরেই নিই এখান থেকেই জীবনের সবগুলো সন্ধ্যা শুরু।থেকে থেকে অন্ধকারের প্রলেপ জমকালো সাঁঝবাতির আনুভূমিক প্রবাহে সমাধিস্থ হয় সময়ের সাথে সাথে।কখন যে নির্লিপ্ত চোখজোড়া স্যাঁতস্যাঁতে জলাভুমির ধার ঘেঁষে সমুদ্র ভ্রমনে অভ্যস্থ হয়ে যায় নিজের অজান্তেই।চয়িত হচ্ছে ভাবধারা জেনেও একটি অনিরভরশীল হাত ধরে হেঁটে চলেছি নিভৃত জনারণ্যের গহীন থেকে গহীনে।অসত্যের অবগাহন আজও অসংখ্য অবিশ্বাসের বিরুদ্ধ সুখ বলে চোখের কোনে অপ্রাপ্তির উপকূল গড়ে চলেছে দিনের পর দিন।সখ্যতার সীমাবদ্ধতায় ভীষণ অস্থিরতা, অবাধ্যতা ও অবহেলা উপেক্ষা করেই প্রতীক্ষার যত বুনো ক্ষত বুকে ধরে ঝাউবন জুড়ে স্বপ্ন বপন করেছি অনন্তকাল।আমার চাপা ক্ষোভের ঊর্জস্বল উদ্গিরন যতটা প্রকট হয়ে তোমার অপারগতাকে হাসি মুখে গ্রহণ করেছে তার চেয়ে দ্বিগুণ ক্রোধে রক্তচক্ষুর বর্ষণ কে অগ্রাঝ্য করেছে রাতের পর রাত।কি আসে যায় তাতে?বিশ্বাস করো এখনও ভর সন্ধ্যায় ঘরে ফেরা পাখিরা গান করে নির্দ্বিধায়,সন্ধ্যাতারায় তাদের আগ্রহ আজন্মকাল শূন্যের কোঠায়।আজও প্রানহীন অলস দুপুর গুলি পথিক হারা স্বপ্নপথে সুখ দুঃখ অদল বদলের ফেরিওয়ালার অপেক্ষায় থাকে।অন্ধকার ভেদ করে সলোক হওয়া মানেই সকাল হওয়া নয়, সকালের নিজস্ব অসামঞ্জস্য রং থাকে, কখনও মন খারাপ করে দেয়, কখনও মনের দুর্বিপাকে নিজেকে সমর্পণ করে দেয়।দিনের আলোর এইসব বৈচিত্র্য যখন মুহূর্তগুলোকে মুগ্ধতায় উন্মুক্ত করে তখন সেটা হয় ভালবাসা।যে ভালবাসা রসায়নের উর্ণা ছাড়াই জীবন কে উষ্ণ করে তোলে, যে ভালবাসা শুষ্কতার মরুদ্যানকেও সরস শ্রাবণের স্বপ্নে বিভোর করে দেয় হাজার মাইলের ক্লান্তি কে অতিক্রম করে।তুমি জেনে রেখো তোমার রুক্ষতার মন্ত্রপাঠ আমার অস্তিত্তের অভিশংসন করে বারে বারে,তোমার প্রত্যাক্ষানের প্রথিত উল্লাশ আমার মাঝরাতের বিকৃত বাসনাকে বৈরি বাতাসে ভস্ম করে আমাকে মোহগ্রস্থ করে তোলে, আমি ভালবাসার আরোহী হই,আমি আবারও ভালবাসতে শুরু করি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এটা কি কবিতা?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৬

স্বর যন্ত্র বলেছেন: এটা জীবনের অব্যাক্ত কথার এলোমেলো প্রকাশ মাত্র।কবিতা লেখার দুঃসাহস দেখাতে পারিনি আজ অবধি।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: সমুদ্রের পাড়ে যে বৃহৎ গদ্য লিখবার কথা ছিল- তা আর লেখা হলো না । কিন্তু জীবনের মধ্যে তা পেলাম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.