নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোজন রসিক

স্বপ্নবিলাসী, ভোজন রসিক। ছন্দময় জীবনের সন্ধান করি। আর, দেশের রাজনীতিকে জানাই, এক ঢালা নিন্দা ।

ভোজন রসিক › বিস্তারিত পোস্টঃ

বিয়া কেবল ১০-১২টা জায়গায় কেনো ... ৬৪ টি তে হউক !!! ;) :P

২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৭

মনে সুখ নাই রে – সুখ পরাণের পাখি

১১টা বিয়া কইরা জেলায় জেলায় ঘুরি

মনে সুখ নাই রে ।।

প্রথমেতে বিয়া করলাম জেলা নোয়াখালি

বাসর রাতে গিয়া দেখি বউয়ের মুখে দাড়ি

মনে সুখ নাইরে ...

২য়ত বিয়া করলাম জেলা ভোলা

বাসর রাতে গিয়া দেখি বউয়ের কোলে পোলা

মনে সুখ নাই রে ...

এরপরেতে করলাম বিয়া জেলা বরিশাল

শশুর বাড়ি যাইতে দেখি বিরাট বিরাট খাল

মনে সুখ নাই রে ...

এরপরেতে বিয়া করলাম জেলা পাবনা

পাগল সাগল বউয়ের সাথে আমি থাকব না

মনে সুখ নাই রে ...

এরপরেতে বিয়া করলাম জেলা চট্টগ্রাম

বউয়ের মুখে খালি শুনি শারুখ খানের নাম

মনে সুখ নাই রে ...

এরপরেতে বিয়া করলাম জেলা ঢাকা

বিয়ার রাতে শুনি বউ গেছে পলাইয়া

মনে সুখ নাই রে ...

এরপরেতে বিয়া করলাম জেলা গাজীপুর

শাশুড়ি আম্মা যেমন-তেমন, শশুড় গাঁজাখোর

মনে সুখ নাই রে ...

এরপরেতে বিয়া করলাম জেলা সিলেট

বউ খালি কয় বিদেশ যাব, আমার মাথা হেট

মনে সুখ নাই রে ...

এরপরেতে বিয়া করলাম জেলা রাজশাহী

বউয়ের মেকাপ বাহার দেইখা মুখে আসে বমি

মনে সুখ নাই রে ...

এরপরেতে বিয়া করলাম জেলা ......... /:)



হটাত বন্ধুদের কাছ থেকে গান টা শোনা। কিন্তু কেউই ৬-৭টার বেশি চরণ উঠাতেই পারে না। বিভিন্ন জায়গায় অনুসন্ধান করেও দেখি এক চরণই বিভিন্ন অর্থে। আবার চিন্তা করলাম, কাহিনী কেন ১০-১২ তে শেষ হবে? শেষ টা ৬৪টি তেই হউক। :#) :#) আপ্নারাও সাহায্য করুন ৬৪টা চরণই বানাতে, দেখি সবাই জামাই বাবুর হাউলাত শেষে কই যায় :-B :-B :-B

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

ফাহিমাইকরি বলেছেন: এরপরেতে বিয়া করলাম জেলা টাংগাঈল
সকাল বিকাল শুনি শুধু বউয়ের মুখের গাইল (গাইল= বকাজকা, জারি, জাটাপেটা )
মনে সুখ নাই রে ...

এরপরেতে বিয়া করলাম জেলা জামালপুর
খাইতে গিয়া দেয় দেখি শুধু জোলা গুর
মনে সুখ নাই রে ..

এরপরেতে বিয়া করলাম জেলা সিরাজগঞ্জ
কাজকাম বাদ দিয়া বউ পায়ে দেইয়া তাকে পন্স।
মনে সুখ নাই রে ..


আরও লাগবে?

২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৪

ভোজন রসিক বলেছেন: :P :P :#) :#)
অস্থির বলেছেন ভাই, মনে আরো কিছু আসলে বলে ফেলিয়েন :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.