নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার সর্বসত্ত্ব লেখক দ্বারা সংরক্ষিত।

রাবেয়া রব্বানি

মানুষের ভীড়ে মানুষ হয়ে গেছি বারবার।

রাবেয়া রব্বানি › বিস্তারিত পোস্টঃ

বরফ-পানি

২৩ শে জুন, ২০১৩ রাত ১২:২৪

(সেদিন আমি, তন্বী ‌শ্যামা আরো কিছুজন জড়ো হয়েছিলাম বিকেলের মাঠে,

তন্বীঃ খেলবি ?

আমিঃ কী ?

তন্বীঃ বরফ-পানি ।

শ্যামাঃ হাত বাট । হাত বাট।

আমিঃ চল চল শুরু ।

শুরু হলো বরফ আর পানির তরল কঠিন খেলা।)



মাঠের ধুলো উড়িয়ে চলতে থাকলো বরফ –পানি

কখনো- এ কখনো- ও

বরফ হতে পানি

পানি হতে বরফ

ব…র…ফ- পা…নি… খেলা।



হঠাৎ স্তব্ধ আমি

জমাট আমি, পাথর আমি

কি কষ্ট !

বরফ আমি !



বন্ধুরা ছুঁয়ে দেয়ার আগেই ডুবে গেলো পৃথিবীর সূর্য

খেলা ফেলে চলে গেল সব ।

গড়িয়ে গড়িয়ে নেমে গেল যে যার আঁধারে,

সবাই তখন পানি ।

পাথর চোখে দেখলাম অন্ধকার গাঢ় ।



চিৎকারে চিৎকারে কেঁদে গেল বোধ

আমি পানি হবো,

…আমি পানি হবো ।



আবার সূর্য এলো পৃথিবীতে

গড়িয়ে গড়িয়ে নেমে গেলো ওপাশে,আবার বিকেল ।

শূন্য খেলার মাঠ

বন্ধুরা নেই আমার

তখনো আমি বরফ।



চিৎকারে চিৎকারে কেঁদে যেতো বোধ

আমি পানি হবো

আবার আমি পানি হবো…।



এখনো আসে বিকেল , শূন্যয় খেলার মাঠ

শুধু আমি বরফের বুকে ছটফট আত্মা এক ।

এখনো আমি বরফ ।

ছুঁয়ে দাও বন্ধুরা কেউ

উষ্ণতা গলাক এই হিম

আবার আমি পানি হবো।

পানি..



পেরিয়ে যায় দিন,

সপ্তাহ,

মাস,

বছর ।



আমার চিৎকার ছোঁয় না কিছু

না বন্ধু,

না পৃথিবী,

না প্রভু ।

চিৎকারে চিৎকারে নিভে আসে বোধ ।

পানি হবো ।

পানি হবো…

…………………………। ……………………………………।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনি এ ব্লগে খুবই কম আসেন দেখছি। আরো ঘন ঘন আসবেন। অন্যদের পোস্টেও কমেন্ট করবেন আশা করি।

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২০

রাবেয়া রব্বানি বলেছেন: আসি প্রায়ই ।সমস্যা হলো লেখা কোন পেজ এ যায় বুঝতেই পারিনা।কোন পাঠক নাই।এবং আমাকে এখনো অন্য কোথাও মন্তব্য করার সুযোগ দিচ্ছে না।বুঝলাম না,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.