নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার সর্বসত্ত্ব লেখক দ্বারা সংরক্ষিত।

রাবেয়া রব্বানি

মানুষের ভীড়ে মানুষ হয়ে গেছি বারবার।

রাবেয়া রব্বানি › বিস্তারিত পোস্টঃ

একটি ডানহিলের প্যাকেট

১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৯

একটি ডানহিলের প্যাকেট





শহুরে ঝড় বৃষ্টির রাত । মধ্যরাতের কিছু আগে রাস্তায় নামে তরুণ কবি । তার পরনে কালো রেইনকোর্ট, পায়ে রাবারের জুতো । তাতে ভেজা রাস্তায় ছপ-ছপ শব্দ হয় । চোখের পাতায় জড়ো হয় বরফ-কুচি পানি । টিমটিমে ল্যাম্পপোস্টগুলোর নিচে সে এক টুকরো আঁধারের মতোই খুঁজে নেয় কাঙ্ক্ষিত সেই ডানহিলের প্যাকেটটি ।

ভরাট শরীরের মর্যাদা সর্বত্র । হোক না সে নারীর, নদীর, কিংবা নিকোটিন সামগ্রীর । তাই হয়তো খুব যত্ন পায় প্যাকেটটি । ঠিক কবির বুকের বা পাশে, আহ্লাদে উষ্ণ, প্যাকেটটি হাঁটার ছন্দের সাথেই দুলতে থাকে । খুব নতুন নারীর নতুন পোশাকের মতো কচমচে শব্দ কবির শরীর মনে ভালো লাগার জোয়ার বয়ে যায় ।

ঘরে ঢুকেই প্রথম শলাকায় অভিবাদন সারা হয়ে গেলে লাল টুকটুকে প্যাকেটটির লজ্জা ভঙে, টেবিলের উপর সাবলীল আয়েশেই স্থান নিয়ে নেয়।

রাত বাড়ে। বাড়ে কাগজ কলমের খসখস ,মুঠোফোনে কাউকে আদরের চকমকি শব্দ। পাশে বসে থেকে থেকে ডানহিলের লাল প্যাকেটটি বেগুনি হয়ে যায় । ইচ্ছে হয় নিজেকে উপুড় করে ঢেলে দেয় কাগজে,কবি দেখুক তাতে কেমন আগুন ধরে যায়! এতটা উপেক্ষায় নিজেকে পুরোপুরি পোড়াতে দিলেই বুঝি স্বস্তি প্যাকেটটির।

রাত আরো বাড়ে। বাড়ে ওয়েস্ট বক্সে দলা পাকানো খসরা । মুঠোফোনের তিক্ত প্রলাপ। এবার ঘন ঘন হাত পড়ে প্যাকেটে। ভালো লাগায় আর সুখে বুদ হয়ে প্যাকেটটি সঙ্গম পিপাসী জীবের মতোই এলিয়ে দিতে থাকে তার কপাট , আগুনে ঝাঁপ দেয়া পতঙ্গের মতোই আহুতি দেয় তার শলাকা সম্পদ।

বৃষ্টি থেমে যায়। ধোয়ামোছা ঝকঝকে চাঁদ এবার কবির জানালায় উঁকি দেয় । তার আলোয় বিবসন প্যাকেটটি জ্বল জ্বল করে কবির শরীর-মন আরো টানে । একটি সফল কবিতা তৈরি হতে হতে শূন্য হতে প্রস্তুত হয় প্যাকেটটি ।

রাত ফুরিয়ে যায় । কমে যায় আকাশে নীল রঙের ঘনত্ব। তাই বুঝি বিদায়ী চাঁদের সাদাটে ভাব ফ্যাঁকাসে ঠেকে কবির কাছে। ক্লান্তি নিয়ে বারান্দায় দাঁড়িয়ে শেষ শলাকা থেকে তেজ শুষে নেয়। নিঃশেষ প্যাকেটটি যদিও এবার পূর্ণতার চোখে তাকায় কিন্তু আদতে যে শূন্যতা ফুটে উঠে তাঁর চেয়ে অস্বস্তিকর বুঝি আর কিছু নেই। আর তাই হয়তো প্যাকেটটি ওয়েস্ট-বক্সে ফেলার আগে কবি তা মুচড়ে দিতে ভুল করে না





সতর্কীকরণঃ ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২১

ইকরাম উল হক বলেছেন:

১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৫

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক ধন্যবাদ ইকরাম

২| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: গল্পের বুনন মোটামুটি মনে হলো।

তা ছাড়া পাঠক হিসেবে অভ্যস্ততার ব্যাপারটিও কাজ করতে পারে আমার মনে। আর তা হচ্ছে, রাবেয়ার হাতে এমন ছোট আকৃতির লেখা যেন দুর্ঘটনারই আরেকটি রূপ। যেহেতু সব সময় দীর্ঘাকৃতির গল্পই এ লেখকের হাত গলে বের হতে দেখেছি।

কবি শব্দটির বাহুল্য খানিকটা অস্বস্তিকর।

তবে সবচেয়ে বড় কথা হলো গল্পের থিমটা আমার কাছে লেখকের মেধার অসাধারণ বিকাশ বলেই মনে হয়েছে।

১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৫

রাবেয়া রব্বানি বলেছেন: আমি জানিনা ঠিক কেন এই ছোট গল্পটি ভর করছে।জানেনইতো টানাটুনি করে লাভ হয় না, যা আসার ঠিক ততটাই আসে।দেখেন তো কবি শব্দটা কমছে কিনা।থিমটা আমাকে বেশ ঘোরে ফেলে দিয়েছিল।আমি চলচ্ছবির মতো দেখতে পাচ্ছিলাম।তাই লেখা। বুনন নিয়ে কনফিউশন আছে বলেই ব্লগে দেয়া ।এখানে ইমো যায় আসে।মাঝে মাঝে ইমো অপশন আসেইনা।তবে বাকি বাদ সবই ভালো লাগছে

৩| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২১

বোকামন বলেছেন:
কমে যায় আকাশে নীল রঙ্গের ঘনত্ব। তাই বুঝি বিদায়ী চাঁদের সাদাটে ভাব ফ্যাঁকাসে ঠেকে কবির কাছে।

বাহ্ ! বেশ ভালো লাগলো

আপনাকে ধন্যবাদ, লেখক।

১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২০

রাবেয়া রব্বানি বলেছেন: ্বোকামন শব্দটি খারাপ না। ধন্যবাদ। শুভদিন।

৪| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


বাহ ! দারুণ লিখেছেন আরও লিখবেন আশা করি।

১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৪

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ

৫| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৬

অপর্ণা মম্ময় বলেছেন: পড়া শুরু করতে না করতেই শেষ। এইটা কী হইলো ?

তার, তাঁর দুই জায়গায় দুই রকম কেন? ঝাঁপ, ফ্যাকাসে, রাঙা, ভাঙে -- ঠিক করতে হবে।

গল্পের কবির ভাবটা বুঝতে চেষ্টা করছি।

শুভকামনা রইলো তোর জন্য।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৬

রাবেয়া রব্বানি বলেছেন: বানানটা ঠিক করছি। তবে কেন শেষ হইলো জানিনা।হে হে।
প্যাকেট আর কবি প্রাপ্তি প্রদান আর পরিৃপ্তির বিচিত্রতা খেয়াল কইরো। ।

৬| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮

রাবেয়া রব্বানি বলেছেন: বানানটা ঠিক করছি। তবে কেন শেষ হইলো জানিনা।হে হে।
প্যাকেট আর কবি প্রাপ্তি প্রদান আর পরিৃপ্তির বিচিত্রতা খেয়াল কইরো। :) :) :P :P

৭| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৪

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: পচা!

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩২

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক ধন্যবাদ রুয়েটিয়াক।:)

৮| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

ইমরাজ কবির মুন বলেছেন: আমার ভাল্লাগসে
শুভকামনা । ।

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩১

রাবেয়া রব্বানি বলেছেন: জেনে ভাল্লাগলো মুন।:)

৯| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০

প্রোফেসর শঙ্কু বলেছেন: লেখাটা আমার ভালো লেগেছে। বিশেষ করে ছোট ছোট জিনিসগুলো কিভাবে দৃশ্যপটে সাযুজ্যতা এনে দিল।

চমৎকার।

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩০

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাহেব।:)

১০| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩০

মামুন রশিদ বলেছেন: ভরাট শরীরের মর্যাদা সর্বত্র । হোক না সে নারীর, নদীর, কিংবা নিকোটিন সামগ্রীর :|


অল্প কথায় দারুণ লিখেছেন । প্রতীক্ষিত ভরাট নিকোটিন প্যাকেটের নিদারুণ মচকে যাওয়ার গল্প ভাল হয়েছে ।

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৯

রাবেয়া রব্বানি বলেছেন: প্রতীক্ষিত ভরাট নিকোটিন প্যাকেটের নিদারুণ মচকে যাওয়ার গল্প " বেশ বলেছে্ন মামুন ভাই। অনেক শুভকামনা।

১১| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৬

ইখতামিন বলেছেন:
মুচড়ে দেয়া ডানহিলের প্যাকেটটির করুণ চাহনিটাই কেবল তরুণ কবির চোখ এড়িয়ে যায়

অনেক ভালো লেগেছে :) ++

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৭

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক ধন্যবাদ ইখতামিন

১২| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৬

অস্পিসাস প্রেইস বলেছেন: "ভরাট শরীরের মর্যাদা সর্বত্র । হোক না সে নারীর, নদীর, কিংবা নিকোটিন সামগ্রীর । তাই হয়তো খুব যত্ন পায় প্যাকেটটি । ঠিক কবির বুকের বা পাশে, আহ্লাদে উষ্ণ..........."

ভালো লিখেছেন। সুপার লাইক!

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৭

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ রইলো অস্পিসাস

১৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩২

হাসান মাহবুব বলেছেন: চমৎকার লিখেছেন।

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৬

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব

১৪| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৮

সমুদ্র কন্যা বলেছেন: ছোট্ট কিন্তু খুব সুন্দর। অল্প কথায় যেন অনেক কিছু বলা। দারুণ লাগল।

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৫

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক ধন্যবাদ সমুদ্র কন্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.