নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার সর্বসত্ত্ব লেখক দ্বারা সংরক্ষিত।

রাবেয়া রব্বানি

মানুষের ভীড়ে মানুষ হয়ে গেছি বারবার।

রাবেয়া রব্বানি › বিস্তারিত পোস্টঃ

একটি সুইসাইড নোট

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২২





দুপুরটা পরিত্যক্ত বাড়ির মতই নিরব। এমন দুপুরে অবসাদ তীব্র হয় মাহীনের।মনে হয় বেচে থাকার মত নিরর্থক আর দূর্বিষহ একঘেয়েমী বুঝি আর কিছু নেই।

আকাশ মেঘলা তবু ঘরের ভেতর কেমন ঘুমোট গরম পাক খেয়ে যাচ্ছে।আশেপাশে কোথাও ভাঙ্গা ভুতুড়ে গলায় ডাকছে একটা কাক। গাড়ির হর্ণ আর রিকশার টুং টাং এখন একেবারেই ক্ষীন। পুরোনো কাগজ ক্রেতা ফেরিওয়ালা সেই গতিতেই আলসে সুরে ডাকছে, কাগ............জ। কাগ......জ।ফেরিওয়ালার বিষন্ন সুরের কারনেই হয়ত কাগজ শব্দটায় শূন্য একটা পৃষ্ঠার কথা মনে হল মাহীনের। সাথে সাথেই তার ভেতরের ঘাপটি মারা শুণ্যতাটা একশো পায়ে লাফ দিয়ে বেরিয়ে এল। নাহ!!!!!! বলে উঠে দাঁড়াল মাহীন। বেচে থাকা নামক অসহনীয় কার্যের একটা তাতক্ষনিক সমাপ্তি আজই তার চাই।

সিদ্ধান্তটা নিয়ে একি সাথে অস্থির আর চনমনে বোধ করল সে। আত্মহত্যারওঁ কিছু নিয়ম আছে।সে অনুযায়ী প্রথমেই লিখে ফেলতে হবে একটা সুইসাইড নোট।কিন্তু কি লেখা যায়? “আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী।“নাহ!এমন লাইন এখন আর ধোপে টিকবে না।,অযথাই ফেসে যাবে ড্রয়িং রুমে ভাত ঘুমে থাকা কাজের ছেলেটি, বুড়ো দাড়োয়ান, কিংবা দেশের ক্ষমতাসীণ এম পি মন্ত্রিরা।হা হা! কিংবা রেবা কে একটি চিঠি? নাহ তাতে বিবাহীতা রেবা যথেষ্ট সমালোচিত হবে।এটা কি কলাম হতে পারে? হুম পারে। নিজের প্রশ্নগুলোর উত্তর নিজেই দিল এক সময়ে্র তুখোর কলামিষ্ট মাহীন রেজা।

“সারভাইবার বা জীবনযোদ্ধা শব্দটার সাথে আমি সম্মানের খুব একটা সম্পর্ক দেখি না। আমার মতে প্রকৃতির নিয়মের পেষণে পিষ্ঠ মানুষ বেচে থাকে নানা রকম ভয় থেকে। প্রথমত,পরকাল।আস্তিকরা মৃত্যু পরবর্তি একটা অনিশ্চয়তার জগত সম্পর্কে ভয় থেকে বেচে থাকতে চায়। দ্বিতীয়ত,মৃত্যু যন্ত্রণার প্রতি ভয়াবহ ভীতি । তৃতীয়ত, বেচে থাকতে চাওয়ার সংক্রমণ । পিতা মাতা বেচে থাকে সন্তানের জন্য। আর তাঁদের সন্তানরা বেচে থাকে তাঁদের সন্তানের জন্য ।কারন এখানে বেচে থাকার সাথে সন্তান্দের লালন পালন সম্পর্কিত। হ্যা যদি এই মায়ার অপারগতাকে ভালবাসা নামে সম্মান দেয়া হয় তবে জীবনযোদ্ধার সাথে সম্মান শব্দটা কিছুটা যায়। আমি মনে করি একজন আত্মহত্যাকারী প্রকৃত সাহসী। মৃত্যু ভয় আর পরকাল ভীতিকে জয় করা সোজা কথা নয়।

একটা জায়গায় পড়েছিলাম আত্মহ্ত্যা মানে আত্মার মুক্তি। আমিও তাই মানি।এইসব এই জন্য বলা আমার এই ইচ্ছা মৃত্যুর পর আমাকে একজন হেরে যাওয়া মানুষ হিসাবে দেখা হবে তা আমি চাই না। আমার আত্মহত্যার পক্ষে অনেক যুক্তি আছে, এর মধ্যে উল্লেখ্যযোগ্য দুটি বিষয় হল, আমার সন্তান বা অধীন কেউ নেই যাদের বা যার লালন পালনেন্য জন্য আমি প্রশ্নবিদ্ধ হব। দুই, আমি একটা ভয়াবহ ক্যান্সারের মিডল স্টেজ এ আছি। আর একটু আয়ুর জন্য ইশ্বরের কৃপার দিকে চেয়ে থাকতে আমি নারাজ। এই আত্মহত্যাকে আমি চলে যাওয়া বলব। যা একটা মৃত্যু হিসাবেই দেখতে পারেন। শরীর নামক কন্সট্যান্ট বস্তু হতে আত্মার একটা ইচ্ছাকৃত বিচ্ছেদ ঘটানো। বলতে পারেন এ সিম্পল নক আউট ।

মাহীন রেজা

২৮ শে ফেব্রুয়ারী ২০১২।

লেখাটা শেষ করে চেয়ারে হেলান দিয়ে ক্লান্ত বোধ করল মাহীন।সব সরঞ্জাম ড্রয়ারে আগে থেকেই গুছানো।সেই কথা ভাবতেই হৃদস্পন্দন বাড়তে শুরু করল তার। মাহীন এক হাতে মুখ চেপে ধরে ড্র্য়ার খুলল। বোধের সাথে চিন্তা আর করনীয়ের যোগসাজশ হওয়ার আগেই কলিংবেল দরজায় চাপড় ওঁ কান্নাকাটির আওয়াজে সে চমকে উঠল।সবকিছু ভুলে সহজ মানবিক নিয়মে দৌড়ে দরজা খুলে দেখল পাশের ফ্লাটের ছোট ছেলেটির মাথা বেয়ে গলগল করে রক্ত পড়ছে।ছেলেটির মা হাউ মাউ করে কাঁদছে।মূহুর্তেই মাহীন বেশ বদলে গেল। ছেলেটাকে কোলে তুলে নিল।তার ভেতরের অন্য কেউ একজন যেন ছেলেটির মাকে বলল ,”কিচ্ছু হবে না ওর, সব ঠিক হয়ে যাবে”।

আগামী প্রজন্মকে নিরাপদ রাখার বিষয়টা মানুষের মজ্জাগত না সংক্রমিত তা নিয়ে মাহীন রেজার সাথে একটা তর্ক যাওয়া যেতে পারে। তবে এখন না, অন্য কোণ একদিন। এখন তাকে দেখা যাচ্ছে লিফট এ, সে শক্ত করে আহত ছেলেটাকে ধরে আছে।

আর অন্যদিকে দেখা যাচ্ছে মাহীনের ফ্লাটে এখনো হা করে ঘুমাচ্ছে আবু। শুণ্য ঘরটিতে এখনো ফুলস্পিডে ঘুরছে ফ্যান। আর সুইসাইড নোটটা? সেটা কখন যেন বাতাসে ডানা পাওয়া ঘুড়ির মত মেঝেতে নেমে এসে নতুন উড়তে শেখা পাখির মত পুরো ঘরময় একটু একটু করে উড়ে বেড়াচ্ছে।



মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: হুম ।

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৪

রাবেয়া রব্বানি বলেছেন: হুম টু উইথ থ্যাঙ্কস

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বেঁচে থাকার প্রবণতা সহজাত ৷

মানুষ বাঁচতে চায়
ছিনতাই ছুরি থেকে..
ধেঁয়ে আসা বিপদ থেকে..
ঘুর্ণিঝড় আর বজ্র ধেকে..
রোগ শোক জরা থেকে..
তপ্ত বুলেটের টিপ থেকে..

বেঁচে থাকুন
ভালো থাকুন..।

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৪

রাবেয়া রব্বানি বলেছেন: ভালো লাগলো কমেন্টসটি। তবে লেখক কোন কিছুর পক্ষে বিপক্ষে হয় না। চরিত্রের যা বোধ হয় তাই লিখে যায়।আশা করি বুঝবেন। ভালো থাকুন গ্রানমা

৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৮

আমাবর্ষার চাঁদ বলেছেন: দারুন তো..........



কিন্তু ছেলেটার আর সুইসাইড করা হইলো না!! :-&

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭

রাবেয়া রব্বানি বলেছেন: হুম।হইলো না।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০২

মামুন রশিদ বলেছেন: আগামী প্রজন্মকে নিরাপদ রাখার বিষয়টা মানুষের মজ্জাগত না সংক্রমিত তা নিয়ে মাহীন রেজার সাথে একটা তর্ক যাওয়া যেতে পারে। তবে এখন না, অন্য কোণ একদিন। এখন তাকে দেখা যাচ্ছে লিফট এ, সে শক্ত করে আহত ছেলেটাকে ধরে আছে।

মানুষের বেঁচে থাকার জন্য তীব্র আকুতির নানান কারণ থাকতে পারে । তবে প্রজন্মকে নিরাপদ রাখার বিষয়টা মোস্ট সায়েন্টিফিক । সব ধরণের প্রাণীর মাঝেই এই প্রবনতা বিদ্যমান ।

যাই হোক, লজিক আর সায়েন্স দিয়ে তো গল্প লেখা হয় না! মাহীনের সুইসাইড নোট যখন পড়ছিলাম, তখন তার আত্মহত্যার ইচ্ছাকে খুবই লজিক্যাল মনে হচ্ছিল । আবার পাশের ফ্ল্যাটের আহত বাচ্চাটিকে বাঁচানোর জন্য যখন সে ব্যস্ত হয়ে পড়ে, আত্মহত্যার কথা দিব্যি ভুলে যায় ।

মোট কথা ডিটেইলিং, অসম্ভব সুন্দর বর্ণনা হলো এই গল্পের প্রাণ ।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪০

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক ধন্যবাদ মামুন রশিদ।মানুষের বেচে থাকার সাথে আগামী প্রজন্মকে টিকিয়ে রাখার প্রোগ্রামটাই সেট করা আছে বাই ডিফল্ট, আমার তাই মনে হয়।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৫

শামীম সুজায়েত বলেছেন: পড়েছিলাম গল্পটা আগে। শব্দনীড়ের গল্প সংকলনে ছিল বোধ হয়।

কেমন আছেন আপনি?

বোধ হয় বইমেলাতে শেষ দেখা।
ভাল তাকবেন।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪২

রাবেয়া রব্বানি বলেছেন: না ব্লগে ছিল গল্পটা। ভালো আছি বলাটাই আমাদের সহজাত । কি ্বলেন?
আপনিও ভালো থাকুন শামীম

৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: গল্পটার বর্ণনাভঙ্গি ভালো লেগেছে।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪২

রাবেয়া রব্বানি বলেছেন: শুভকামনা রইলো.।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৪

অস্পিসাস প্রেইস বলেছেন: "মানুষ বেচে থাকে নানা রকম ভয় থেকে। প্রথমত,পরকাল।আস্তিকরা মৃত্যু পরবর্তি একটা অনিশ্চয়তার জগত সম্পর্কে ভয় থেকে বেচে থাকতে চায়। দ্বিতীয়ত,মৃত্যু যন্ত্রণার প্রতি ভয়াবহ ভীতি । তৃতীয়ত, বেচে থাকতে চাওয়ার সংক্রমণ । পিতা মাতা বেচে থাকে সন্তানের জন্য। আর তাঁদের সন্তানরা বেচে থাকে তাঁদের সন্তানের জন্য ।কারন এখানে বেচে থাকার সাথে সন্তান্দের লালন পালন সম্পর্কিত। হ্যা যদি এই মায়ার অপারগতাকে ভালবাসা নামে সম্মান দেয়া হয় তবে জীবনযোদ্ধার সাথে সম্মান শব্দটা কিছুটা যায়।ভালবাসা নামে সম্মান দেয়া হয় তবে জীবনযোদ্ধার সাথে সম্মান শব্দটা কিছুটা যায়।"
অসাধারন গল্প, সাথে কিছু ভাবনা।ভালো লাগলো ।।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৩

রাবেয়া রব্বানি বলেছেন: এত মনোযোগ দিয়ে পড়েছেন। ৃতজ্ঞতা জানবেন।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৯

সাদমান সাদিক বলেছেন: গল্পে ভিন্নতা দ্যাখে ভাল লাগল,ভাল লিখেছেন ।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ সাদমান।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০১

রিফাত াহসান বলেছেন: সুন্দর লিখেছেন ।ভাল লাগলো।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ জানবেন

১০| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৪

হাসান মাহবুব বলেছেন: এভাবেই জীবনের উতাল হাওয়ায় উড়ে যাক সব সুইসাইড নোট...

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪

রাবেয়া রব্বানি বলেছেন: হুম । সেটাই স্বস্তির। বেচে থাকুক মানুষ ,আমরা।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪

রাবেয়া রব্বানি বলেছেন: আপনার মন্তব্যে সুপার লাইক দিলাম

১১| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১২

এম মশিউর বলেছেন: আর সুইসাইড নোটটা? সেটা কখন যেন বাতাসে ডানা পাওয়া ঘুড়ির মত মেঝেতে নেমে এসে নতুন উড়তে শেখা পাখির মত পুরো ঘরময় একটু একটু করে উড়ে বেড়াচ্ছে।

উড়তে দিন; একদিন হয়তো মাহিনকেও উড়তে হবে এভাবে। আর কতদিন মনের সাথে দ্বন্দ্ব নিয়ে বসবাস করবে।


ভালো লেগেছে।।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৬

রাবেয়া রব্বানি বলেছেন: বাহ। ভালো মন্তব্য করলেন। শুভ কামনা।

১২| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


ভালো লাগল।

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৫

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ অথর্ব

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: বইঞ্জানের নতুন গল্প পাই না হামকের পর থেকে।

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৬

রাবেয়া রব্বানি বলেছেন: একটা দুটা আছে ব্লগে এখনো দেই নাই

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জীবন অনেক ছোট, বেচে থেকে সেটাকে অর্থবহ করে তোলাটাই কাম্য, মাহীনের সফল জীবন কামনা করছি... :)

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫

রাবেয়া রব্বানি বলেছেন: একটা ব্যাপার ভালো লাগছে মাহীনকে সত্য বলে ধরা হচ্ছে। আমিও মাহীনের সফল জীবন কামনা করছি

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: তোর সাথে যখন প্রথম পরিচয়, এই গল্পটাই আমাকে পড়তে দিয়েছিলি।

ভালো লেগেছিল পড়ে।
শুভকামনা রইলো

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৪

রাবেয়া রব্বানি বলেছেন: হুম। মনে আছে আমার। ভালো থেকো

১৬| ০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

ভবঘুরের ঠিকানা বলেছেন: লেখালেখিতে সুভেচ্ছা রইল।

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:০৭

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ

১৭| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৮

মেহেদী হাসান রনি বলেছেন: সুইসাইড নোট লিখবো ভাবতেছি!

আপনি সাহায্যই করলেন!
থ্যঙ্কস!

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৯

রাবেয়া রব্বানি বলেছেন: না বেচে থাকার গান লিখুন বরং। মানুষের জন্য বেচে থাকা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.