নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার সর্বসত্ত্ব লেখক দ্বারা সংরক্ষিত।

রাবেয়া রব্বানি

মানুষের ভীড়ে মানুষ হয়ে গেছি বারবার।

রাবেয়া রব্বানি › বিস্তারিত পোস্টঃ

এক গুচ্ছ কবিতা কিংবা ...........

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৪

(১)
এরাই কাছের মানুষ,
যারা পেয়ালা পূর্ণ করে দেয় কষ্টের কাঁকর ।
নুড়ি বালিতে এই উদর জমাট,
হৃদয়টাও যেতে আর কিছুই বাকি ।
হ্যা,ভালবাসার প্রতি অনেক আগেই উঁচু করেছি বৃহৎ বৃদ্ধাঙ্গুলী
দেখিয়েছি একটি মানকচু ।

(২)
পানীয়তে নিমগ্ন হলাম
বিনম্র হলো রাত
আমি চাঁদের দিকে গ্লাস উঁচু করে বললাম,
উল্লাস!
চাঁদ কেন ব্যথা পেল তাতে ?
কেন মেঘের ভিড়ে গা ডুবালো ?

(৩)
হ্যাঁ আমি মোটেও কৃতজ্ঞ নই,
আমি ভুলে যাই গতদিনের চুম্বনের স্বাদ ।
জানি তোমার দেয়া ফুল কখনো বাসি হয়না ,
এদের গন্ধের বুকেই বুক পাতে আমার তুলতুলে মেজাজ।
তবু মনে হয় বড় বেশি শুন্য করে রাখো ,
উপোসি আর হাড় জিড়জিড়ে আয়নার একজন।
হ্যাঁ। শুন্য থালার মত হৃদয়টাই প্রতিদিন তোমাকে দেখাই
পূর্ণ করে নিতে নিতে তৈরি হই
হতে আগামীদিনের জন্য অকৃতজ্ঞ আবার ।

(৪)
অতিমানুষ হতে চেয়েছিলাম বরাবর ,
যাতে ঘাড় উঁচু করলেই দেখা যায় কিন্নরলোক ।
পেঁয়াজের খোসার মত জড়াজড়ি করে রাখা
রিপুগুলো একে একে ছাড়িয়ে যাতে
শুদ্ধতাকে মুঠিতে চেপে চাখতে পারি মহাকাল ।
আমি চেয়েছিলাম
যাতে এই ছেঁড়া ফাঁড়া সমাজটাকে সেলাই করতে পারি,
টোকাই ছেলেটার মাথায় হাত রেখে বলতে পারি,
“নে এইবার বেচে বর্তে থাক”।
কিন্তু আফসোস !
বার বার নিচে পড়ে গেছি
মানুষের ভিড়ে মানুষ হয়ে গেছি বার বার ।

(৫)
আগে থেকে কিছুই বলতে পারি না ।
বিশ্বাস করুন, আগে থেকে কিছুই বলতে পারি না।
অভ্যাস এমন যে ,
একবার ভিজে গেলে
একশো সূর্যের নিচেও শুকাতে পারি না ।

(৬)
হৃদয়ের চামড়াটা পুরু হয়ে যাচ্ছে ধীরে ধীরে
কিছু পেলবতা ফিরে গেছে
কিছু কষ্ট বুমেরাং হয়ে উড়ে গেছে উৎসে
খসখসে ত্বকটা ছুঁয়ে ছুঁয়ে কেউ কেউ বলে গেল,
আস্ত গণ্ডার ! জড় একটা !

(৭)
ঝরে পড়ছে পাতা
বৃক্ষ অবনত
তোমার আমার মৃত কথার
শব্দ শত শত।

(৮)অন্তর্জাল
যাদুর শহর হারিয়ে যাবে একদিন
কিংবা হয়তো একদিন নিজেই চাবিটা শূন্যে ছুড়ে দিয়ে বলবো;
যা শালা! বিলীণ হয়ে যা!

(৯)
আমিও মিডাসের মত বিশিষ্ঠ রূপান্তরক
যারা যারা পাথর হতে চান
আমাকে ছুঁতে পারেন।

(১০)
ঝরে পড়া পাতাদের কোরাস,

"ওয়ান্স মোর.. ওয়ান্স মোর ঈশ্বর!
আর একটা জীবন চাই"।



কবিতায় অনেক অনিয়মিত। আদৌ কবিতা কিনা তাও জানিনা। কবিরা মাফ করবেন।

মন্তব্য ৪১ টি রেটিং +২/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতার গ্রামার জানি না। তবে সাধারন পাঠক হিসেবে আমার অনেক ভালো লেগেছে।

ঝরে পড়ছে পাতা
বৃক্ষ অবনত
তোমার আমার মৃত কথার
শব্দ শত শত।

অন্তর্জাল
যাদুর শহর হারিয়ে যাবে একদিন
কিংবা হয়তো একদিন নিজেই চাবিটা শূন্যে ছুড়ে দিয়ে বলবো;
যা শালা! বিলীণ হয়ে যা!


আপনার লেখা এই অংশটার মতই আমার একটা লেখা আছে।

শহরে বেড়েছে বিষন্ন মানুষের হাহাকার,
গ্রাস করছে প্রকৃতিকে, ঝরে পড়ছে গাছের বিষন্ন সব পাতা,
ঝরে পড়ছে ফুটপাতে একাকী হাঁটা মানুষগুলোর উপর।
শহরের গাছগুলো এখন আর অক্সিজেন দেয় না, দেয় বিষন্নতা।
একটু অক্সিজেনের অভাবে হাসপাশ করছি আমি,
টেনে নিচ্ছি বুক ভরা বিষন্নতা।



যাই হোক, অনেক শুভ কামনা রইল।

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৫

রাবেয়া রব্বানি বলেছেন: হুম। আপনার কবিতাটাও মন টানলো। হুজুন বা বিষন্নতা আছে কবিতায় যা মূলত আমার কবিতার প্রাণ মনে হয়। ভালো থাকুন কাল্পনিক ভালোবাসা

২| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০০

রাবেয়া রব্বানি বলেছেন: হুম। আপনার কবিতাটাও মন টানলো। হুজুন বা বিষন্নতা আছে কবিতায় যা মূলত আমার কবিতার প্রাণ মনে হয়। ভালো থাকুন কাল্পনিক ভালোবাসা।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগল।

++++++

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ শোভন

৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৫

শ্যামল জাহির বলেছেন: ৭টাই চমৎকার লাগলো। তবে, বেশি মন ছুঁয়ে গেল নিচের এই কথা গুলো-

রিপুগুলো একে একে ছাড়িয়ে যাতে
শুদ্ধতাকে মুঠিতে চেপে চাখতে পারি মহাকাল ।
আমি চেয়েছিলাম
যাতে এই ছেঁড়া ফাঁড়া সমাজটাকে সেলাই করতে পারি,
টোকাই ছেলেটার মাথায় হাত রেখে বলতে পারি,
“নে এইবার বেচে বর্তে থাক”।
কিন্তু আফসোস !
বার বার নিচে পড়ে গেছি
মানুষের ভিড়ে মানুষ হয়ে গেছি বার বার ।


শুভ কামনা।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪

রাবেয়া রব্বানি বলেছেন: ভালো থাকুন জহির

৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৬

মামুন রশিদ বলেছেন: ভাল লেগেছে কবিতা, সবগুলোই ।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৩

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক ধন্যবাদ রশিদ ভাই

৬| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৪

এহসান সাবির বলেছেন: দারুন লাগলো ভাই.....

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪২

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ সাব্বির

৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবগুলো কবিতাই ভাল লেগেছে,,,,,,,,প্রতিটিই ভিন্ন আমেজের

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৮

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ লাইলী

৮| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪০

মোঃ ইসহাক খান বলেছেন: কবিতাগুলিতে অনেক ভালোলাগা রইলো।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ।

৯| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৬

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ

১০| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।
চাঁদ কে সাথে নিয়ে পানের আইডিয়া দারুন।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৫

রাবেয়া রব্বানি বলেছেন: আমার ও এটা ভালো লাগছে।

১১| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৯

অপর্ণা মম্ময় বলেছেন: ৬ নাম্বার টা পড়ে আরাম পেয়েছি। অন্যগুলো বেশি লুতুপুতু :P

২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৫

রাবেয়া রব্বানি বলেছেন: কবি সাহেবা লুতুপুতু নাকি? আমারতো সব গুলিই ব্যারাইম্মা লাগে ; )

১২| ২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২১

একজন আরমান বলেছেন:
তিন নাম্বারটা বেশি ভালো লেগেছে। জাস্ট অসাম।

২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১২

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ আরমান

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: শব্দগুলো চমৎকার।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক ধন্যবাদ।

১৪| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪৬

মহিদুল বেস্ট বলেছেন: ++ মধ্যেকার কবিতা গুলো ভাল লাগছে

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৩

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫| ২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৫

সমুদ্র কন্যা বলেছেন: ভাল লাগল সবগুলোই।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ জানবেন

১৬| ২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: গতদিনের চুম্বনের স্বাদ ভুলে যেতে পারা অনেক বড় কাজ। নয়তো আজকের সঙ্গে গতকালের তুলনা এসে গেলে আরো বড় হতাশার জন্ম হতে পারে। বিশেষ করে কবিতায় এমন ব্যাপারগুলোই উঠে আসে যা গতানুগতিকের পর্যায়ে পড়ে না।

কবিতায় মনোযোগ দেওয়ার সময় হয়েছে মনে করি। হতে পারে গদ্যের জন্য অতটা দীর্ঘ সময় দিতে পারছেন না ইদানীং।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫

রাবেয়া রব্বানি বলেছেন: না কবিতা আসে না তেমন। গদ্যে সময় দিতে চাইতাছি ভাইজান

১৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২১

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক ধন্যবাদ

১৮| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

বটবৃক্ষ~ বলেছেন: হৃদয়ের চামড়াটা পুরু হয়ে যাচ্ছে ধীরে ধীরে
কিছু পেলবতা ফিরে গেছে
কিছু কষ্ট বুমেরাং হয়ে উড়ে গেছে উৎসে
খসখসে ত্বকটা ছুঁয়ে ছুঁয়ে কেউ কেউ বলে গেল,
আস্ত গণ্ডার ! জড় একটা !


অন্তর্জাল
যাদুর শহর হারিয়ে যাবে একদিন
কিংবা হয়তো একদিন নিজেই চাবিটা শূন্যে ছুড়ে দিয়ে বলবো;
যা শালা! বিলীণ হয়ে যা!



আসলেই অসাধারণ!!! প্রতিটাই অন্নেক বেশি সুন্দর!!
আপুনি প্লিজ নিয়মিত লিখুন!! :) :)
কুনু মাফি নাই!!
:#) :#) :#) :#)

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:০৯

রাবেয়া রব্বানি বলেছেন: বলেন কি! :) :D :D
মাফ না করলে কেমনে কি!! :(( :((

১৯| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

বটবৃক্ষ~ বলেছেন: :( :( আমি প্লাস দিতে পারিনা!!

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:১২

রাবেয়া রব্বানি বলেছেন: বুঝলাম না কিন্তু বট ৃক্ষ

২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২

বটবৃক্ষ~ বলেছেন: মানে আপি, আমার লাইক বাটণে প্রেস করলে খালি চাক্কা ঘুরে লোড হয়না!! :( :(

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:২২

রাবেয়া রব্বানি বলেছেন: সেম প্রবলেম হিয়ার সিস।

২১| ১২ ই মে, ২০১৪ সকাল ১০:৪৭

জাহাঙ্গীর.আলম বলেছেন:
বিষন্নতা বা প্রাপ্তিহীনতাই অনেককিছু বলা হয়ে যায় ৷


শব্দশিল্প ভাল লাগল ৷



আপনার অন্তর্জালের মতন হয়ত বিলীণ হবে ৷ কিন্তু চিহ্ন রবে....

১৪ ই মে, ২০১৪ সকাল ১০:৩৮

রাবেয়া রব্বানি বলেছেন: চিহ্নগুলো আরো বিষাদময়।
অনেক ধন্যবাদ আল জাহাঙ্গীর।ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.