নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার সর্বসত্ত্ব লেখক দ্বারা সংরক্ষিত।

রাবেয়া রব্বানি

মানুষের ভীড়ে মানুষ হয়ে গেছি বারবার।

রাবেয়া রব্বানি › বিস্তারিত পোস্টঃ

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮

বব

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

এহসান সাবির বলেছেন: চলুক

১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ। মোবাইলে নিজের পোষ্টের রিপ্লাই দেয়ার অপশ্অন পাইনি বলে উত্তর দিতে দেরী হলো। ভালো থাকুন।

২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: জেনে ভালো লাগলো, আমার পড়া হয় নাই কোনোটাই।

তবে বেশি উদ্ধৃতি দিতে গেলে পাঠকের ভাবনা বিস্তারের সীমানা সংকুচিত হয়ে আসে বলে মনে করি। পাঠকের ভাবনা বা দৃষ্টিভঙ্গি অথবা যুক্তিপূর্ণ মতামত যত বেশি বিশ্লেণাত্মক হবে ব্যপারগুলো ততই পরিস্ফূট হয়ে উঠবে। আশা করি পাঠক রাবেয়া সামনের আলোচনায় নিজের মতামত বা ব্যক্তিগত বিশ্লেষণে গুরুত্ব দেবেন।

১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

রাবেয়া রব্বানি বলেছেন: আসলে আমি হেরমান হেসের বইএর রিভিউ করতে চাইনি। পাঠককে শুধু এর কাহিনী বর্ণনা দিতে চেয়েছি তাই একেবারে টানা হয়েছে। আমি এটাও বুঝতে চেয়েছিলাম এই দর্শন গুলো নিয়ে কার কি মতামত। ভালো থাকেন ভাইজান।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এসব আধ্যাত্মিক বা সন্ন্যাস ব্রতের প্রতি আমার বিশেষ আকর্ষণ আছে। কিন্তু বুদ্ধ বা তাঁর তত্ত্ব সম্পর্কে আমার কোনো ধারণা নেই।

লেখা খুব ভালো লাগছে, বিশেষ করে কথোপকথন অংশটুকু। গল্পে জানা যায় যে বুদ্ধের সাথে সাক্ষাতের আগেই সিদ্ধার্থ বার বার জীবন-নাশ ও জীবন-লাভের ক্ষমতা প্রাপ্ত ছিল, যে কারণে মরা শিয়ালের ভেতর তাঁর আত্মা ঢুকে যায়, ইত্যাদি। এরপর বুদ্ধের কাছ থেকে ফিরে এসে তিনি গোবিন্দকে ফেলে ঘরছাড়া হয়ে পড়েন। তিনি নিজের অভিজ্ঞতা দ্বারা স্বীয় লক্ষ্য অর্জন করবেন, নিজেই নিজের ছাত্র হবেন। কিন্তু তাঁর লক্ষ্যটা সম্পর্কে আমি সঠিক ধারণা পেলাম না।

আপনার লেখার গাম্ভীর্য আমাদের এক বিখ্যাত ব্লগারকে স্মরণ করিয়ে দেয় - ম্যাভেরিক।

পরবর্তী খণ্ডসমূহের অপেক্ষায় থাকলাম।

শুভ কামনা।

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৩

রাবেয়া রব্বানি বলেছেন: ব্যাপারটা এমন না যে মরে গিয়ে বেচে উঠা। ধ্যানে এমন অনুভব করা আর কি। যা সে একাই বোধ করেছে । জাগতিক চক্ষুতে সে ধ্যান মগ্নই ছিল এটা সন্নাস ধর্মের একটা দীক্ষা ।তাঁর লক্ষ্য ছিল জ্ঞান অর্জন এমন একটা গূঢ় তত্ত্ব যা তাকে সন্তুষ্ট করবে যার খোজে সে অস্থির। ব্যাপারটার আদি বাংলা মোক্ষলাভ। স্রষ্টা বা ৃষ্টি সম্পর্কে একটা সত্যি ধারনা যা প্রচলিত বা অনুসারিত ধর্মের দ্বারা অনুপ্রানিত নয় বা জীবনের গুঢ় সত্য সম্পর্কে সঠিক ধারনা পাওয়া আর কি। আমার দূর্ভাগ্য আমি অনেক বিখ্যাত ব্লগারদের লেখা পড়া দুরের কথা নাম পর্যন্ত শুনিনি।বিখ্যাত ম্যাভেরিকের লেখা আমি পড়ে দেখব আশা রাখি।
ৃতজ্ঞতা বরাবর।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আচ্ছা, আপনি তো বঙ্গানুবাদ করছেন না। মনে হচ্ছে রিভিউ, গল্প, ভাবানুবাদ, বিশ্লেষণ, ইত্যাদির সমাহারে একটা লেখা উপহার দিতে যাচ্ছেন। খুব ভালো লাগছে।

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৪

রাবেয়া রব্বানি বলেছেন: আসলে আমি বইটা পড়ে মুগ্ধতায় শুধুমাত্র এর কাহিনী সংক্ষেপ আর পছন্দসই দর্শনসমূহ উল্লেখ্য করেছি মাত্র।

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

রাবেয়া রব্বানি বলেছেন: আমি একটা ভুল বলেছি নির্বাণ মানে সংসার মোহ ত্যাগ করা আত্মাকে শূন্যতায় বিলীণ করা।প্রথমে তাঁর লক্ষ্য ছিল নির্বাণ তারপর সেটা তাঁর কাছে নিরর্থক মনে হওয়াতে সে নিজের মতো করে বুঝতে চেয়েছিল। নিজের ভেতরের জ্ঞান লিপসা আর জিজ্ঞাসার উত্তর খোজাই তাঁর লক্ষ্য ছিল।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৭

মামুন রশিদ বলেছেন: আমরা সবাই নিজের অন্তরালে সন্যাস সত্বা বহন করি ।


ইন্টারেস্টিং রিভিউ । চলুক..

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৫

রাবেয়া রব্বানি বলেছেন: এটা ঠিক। আমরা সবাই বহন করি। আর বিশেষত যারা লেখালেখি করি। সাথে থাকলে খুশি হব।

৬| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর আলোচনা। ভাল লাগল। পড়তে সুযোগ করে দেওয়াতে শুভ্র শুভেচ্ছা রইল।

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৬

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ আপনাকেও সুজন। পরের পর্ব শীঘ্রই দিচ্ছি।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২০

অদ্বিতীয়া আমি বলেছেন: ওয়াও ! হোয়াট আ কোইন্সিন্স । আমি কিছুদিন ধরে দ্বৈপায়ন এর তথাগত প্রথম পর্ব পড়ছিলাম । সিদ্ধার্থ কে নিয়ে লেখা । নেটে হেরমান হেসের বইটা সম্পর্কেও দেখেছি । কিন্তু জানতাম না বাংলা অনুবাদ আছে । কিন্তু ব্লগে একটা সারাংশ অনুবাদ পেয়ে অবাক হলাম । খুব ভালো লাগলো ।

আমিও একটা রিভিউ টাইপ লিখেছিলাম । কিন্তু ব্লগে দেয়া হয়নি । ভাবছি দিব । আমি সিদ্ধার্থর উপর মুগ্ধ ।

ধন্যবাদ জানবেন আপু ।

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

রাবেয়া রব্বানি বলেছেন: অদ্বিতীয়া আমার ও একটা ঘোর তইরি হয়েছে সিদ্ধার্থে। রিভিউ ্দিয়েন পড়ার ইচ্ছা রাখছি। ভালো থাকুন।স্বাগতম আমার ব্লগ বাড়িতে

৮| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

অদ্বিতীয়া আমি বলেছেন: * কোইন্সিডেন্স । ইদানিং এত বানান ভুল হয় ।

আপু বই টা কোথায় কিনতে পারব বলতে পারবেন ?

২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

রাবেয়া রব্বানি বলেছেন: আমি বইটা কিনিনি অদ্বিতীয়া । আলোকিত মানুষ চাই এর ভ্যান এ পেয়েছি।তাই বলতে পারছিনা কোথায় পাওয়া যায়।

৯| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৮

রুপ।ই বলেছেন: সহমত মামুন রশিদের সাথে " আমরা সবাই নিজের অন্তরালে সন্যাস সত্বা বহন করি "। মন উদাস করা লেখা ।

২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ রূপ

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯

অনিকেত বলেছেন: অদ্বিতীয়া আমি বলেছেন: * কোইন্সিডেন্স । ইদানিং এত বানান ভুল হয় ।

আপু বই টা কোথায় কিনতে পারব বলতে পারবেন ?

বিশ্বসাহিত্য কেন্দ্রে খোজ করলেই পাবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.